ETV Bharat / entertainment

অভিনয়ে ভিকি ছক্কা হাঁকালেও, গল্পের বুননে বক্সঅফিসে হোঁচট খেতে পারে 'শ্যাম বাহাদুর'

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 3:42 PM IST

Sam Bahadur X reviews: ইতিহাসকে পর্দায় তুলে এনেছেন পরিচালক মেঘনা গুলজার ৷ ভিকি কৌশলকে শ্যাম বাহাদুরের চরিত্রে মানিয়েছে বলে দাবি অনেকাংশের ৷ তবে ছবির গল্প আরও একটু মজবুত হলে ভালো হত বলে মত বেশ কিছু নেটিজেনের ৷

Sam Bahadur X reviews
ভিকির প্রশংসা নেটপাড়ায়

হায়দরাবাদ, 1 ডিসেম্বর: ডিসেম্বরের শুরুতেই ক্ল্যাশ বলিউডে ৷ মুখোমুখি প্রতিযোগিতায় রণবীর কাপুরের অ্যানিম্যাল ও ভিকি কৌশলের শ্যাম বাহাদুর ৷ শুক্রবার এই দুই ছবি মুক্তি পেতেই নেটপাড়া ভাগ হয়ে গিয়েছে দুটি ভাগে ৷ একদিকে যেমন অ্যানিম্যাল ম্যানিয়ায় মেতেছে সোশাল মিডিয়া অন্যদিকে, ভিকি কৌশলের অভিনয়ের প্রশংসা করতে ছাড়লেন না নেটাগরিকরা ৷ তবে পরিচালক মেঘনা গুলজারের পরিচালনা নিয়ে উঠেছে প্রশ্ন ৷

Sam Bahadur X reviews
শ্যাম বাহাদুর রিভিউ

1971 সালে ইন্দো-পাকিস্তান যুদ্ধের চিফ অফ আর্মি স্টাফ শ্যাম মানেকশার জীবন পরিচালক মেঘনা তুলে ধরেন গূপোলি পর্দায় ৷ নেটিজেনরা এই ছবিতে যে তথ্য তুলে ধরা হয়েছে, তার প্রশংসা করেছেন ৷ তবে কেমন হয়েছে ছবি, তা নিয়ে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া ৷ ভিকির অভিনয়ের দর্শকদের ভালো লাগলেও, পরিচালকের পরিচালনা নিয়ে খুঁত রয়ে গিয়েছে বলে মত নেটিজেনদের একাংশের ৷ তবে মুম্বইয়ে ছবির বিশেষ স্ক্রিনিংয়ে এসে তারকারা ছবির প্রশংসাই করেছেন ৷

Sam Bahadur X reviews
শ্যাম বাহাদুর রিভিউ

জরা হটকে জরা বাঁচকে অভিনেত্রী সারা আলি খান প্রশংসা করেছেন এই ছবির ৷ তিনি লিখেছেন, "সত্যি কথা বলতে তোমাকে এই চরিত্রে দেখে বলার ভাষা হারিয়েছি ৷ যে চরিত্রেই তুমি নিজেকে মেলে ধর, তাতেই অসামান্য ভূমিকা পালন কর ৷ ছবির পুরো টিমকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ৷"

পরিচালক করণ জোহর ভিকি কৌশল ও পরিচালক মেঘনা গুলজারের প্রশংসা করেছেন ৷ তিনি বলেন, "ভিকিকে শ্যাম বাহাদুরের চরিত্রে দেখে মুগ্ধ হয়েছি ৷ ছবির পরিচালক ও কলাকুশলীদের অভিনন্দন ও ভালোবাসা ৷" এছাড়াও সুভাষ ঘাই, আনন্দ এল রাই ছবির প্রশংসা করেছেন ৷ আশা করা হচ্ছে ছবি মুক্তির প্রথম দিন শ্যাম বাহাদুর আয় করতে পারে 8 কোটি টাকার বেশি ৷ 'অ্যানিম্যাল'-এর কারণে এই ছবির ব্যবসা কিছুটা পিছিয়ে গিয়েছে বলে মত অনেকের ৷ পাশাপাশি, গল্প বলার ধরন আর একটু মজবুত হলে ভালো হতো বলে মত নেটিজেনদের ৷

আরও পড়ুন:

1. অ্যানিম্যালের ভাইরাল দৃশ্যে কেন দাঁতে দাঁত চেপে সংলাপ বলেন রশ্মিকা ? জানালেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা

2. চলচ্চিত্র উৎসবে 'খেলা হবে' ! গেম অন সেকশনে জায়গা পেল সৃজিতের 'সাবাশ মিঠু'

3. হাতে হাত রেখে 'ইন্টিমেট ডিনার' শেষে ক্যামেরাবন্দি বিজয়-তমান্না

হায়দরাবাদ, 1 ডিসেম্বর: ডিসেম্বরের শুরুতেই ক্ল্যাশ বলিউডে ৷ মুখোমুখি প্রতিযোগিতায় রণবীর কাপুরের অ্যানিম্যাল ও ভিকি কৌশলের শ্যাম বাহাদুর ৷ শুক্রবার এই দুই ছবি মুক্তি পেতেই নেটপাড়া ভাগ হয়ে গিয়েছে দুটি ভাগে ৷ একদিকে যেমন অ্যানিম্যাল ম্যানিয়ায় মেতেছে সোশাল মিডিয়া অন্যদিকে, ভিকি কৌশলের অভিনয়ের প্রশংসা করতে ছাড়লেন না নেটাগরিকরা ৷ তবে পরিচালক মেঘনা গুলজারের পরিচালনা নিয়ে উঠেছে প্রশ্ন ৷

Sam Bahadur X reviews
শ্যাম বাহাদুর রিভিউ

1971 সালে ইন্দো-পাকিস্তান যুদ্ধের চিফ অফ আর্মি স্টাফ শ্যাম মানেকশার জীবন পরিচালক মেঘনা তুলে ধরেন গূপোলি পর্দায় ৷ নেটিজেনরা এই ছবিতে যে তথ্য তুলে ধরা হয়েছে, তার প্রশংসা করেছেন ৷ তবে কেমন হয়েছে ছবি, তা নিয়ে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া ৷ ভিকির অভিনয়ের দর্শকদের ভালো লাগলেও, পরিচালকের পরিচালনা নিয়ে খুঁত রয়ে গিয়েছে বলে মত নেটিজেনদের একাংশের ৷ তবে মুম্বইয়ে ছবির বিশেষ স্ক্রিনিংয়ে এসে তারকারা ছবির প্রশংসাই করেছেন ৷

Sam Bahadur X reviews
শ্যাম বাহাদুর রিভিউ

জরা হটকে জরা বাঁচকে অভিনেত্রী সারা আলি খান প্রশংসা করেছেন এই ছবির ৷ তিনি লিখেছেন, "সত্যি কথা বলতে তোমাকে এই চরিত্রে দেখে বলার ভাষা হারিয়েছি ৷ যে চরিত্রেই তুমি নিজেকে মেলে ধর, তাতেই অসামান্য ভূমিকা পালন কর ৷ ছবির পুরো টিমকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ৷"

পরিচালক করণ জোহর ভিকি কৌশল ও পরিচালক মেঘনা গুলজারের প্রশংসা করেছেন ৷ তিনি বলেন, "ভিকিকে শ্যাম বাহাদুরের চরিত্রে দেখে মুগ্ধ হয়েছি ৷ ছবির পরিচালক ও কলাকুশলীদের অভিনন্দন ও ভালোবাসা ৷" এছাড়াও সুভাষ ঘাই, আনন্দ এল রাই ছবির প্রশংসা করেছেন ৷ আশা করা হচ্ছে ছবি মুক্তির প্রথম দিন শ্যাম বাহাদুর আয় করতে পারে 8 কোটি টাকার বেশি ৷ 'অ্যানিম্যাল'-এর কারণে এই ছবির ব্যবসা কিছুটা পিছিয়ে গিয়েছে বলে মত অনেকের ৷ পাশাপাশি, গল্প বলার ধরন আর একটু মজবুত হলে ভালো হতো বলে মত নেটিজেনদের ৷

আরও পড়ুন:

1. অ্যানিম্যালের ভাইরাল দৃশ্যে কেন দাঁতে দাঁত চেপে সংলাপ বলেন রশ্মিকা ? জানালেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা

2. চলচ্চিত্র উৎসবে 'খেলা হবে' ! গেম অন সেকশনে জায়গা পেল সৃজিতের 'সাবাশ মিঠু'

3. হাতে হাত রেখে 'ইন্টিমেট ডিনার' শেষে ক্যামেরাবন্দি বিজয়-তমান্না

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.