ETV Bharat / entertainment

Vicky Kaushal New Film: কবে বড় পর্দায় শ্যাম বাহাদুরের কাহিনি, জানালেন ভিকি - Sam Bahadur movie

ফিল্ড মার্শাল শ্যাম বাহাদুর মানেকশ'র বায়োপিক দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরও এক বছর ৷ বৃহস্পতিবার ভিকি কৌশল জানালেন আগামী বছর 1 ডিসেম্বর আসছে তাঁর নতুন ছবি(Sam Bahadur release date announced) ৷

Vicky Kaushal New Film
কবে বড় পর্দায় শ্যাম বাহাদুরের কাহিনি, জানালেন ভিকি
author img

By

Published : Dec 1, 2022, 1:26 PM IST

মুম্বই, 1 ডিসেম্বর: 'উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক' এবং 'সর্দার উধম'-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করার পর এবার শ্য়াম বাহাদুরের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন ভিকি কৌশল ৷ তাঁর এই ছবি নিয়েও তাই আগ্রহ তুঙ্গে ভিকি অনুরাগীদের ৷ গত অগস্টে ফিল্ড মার্শাল শ্যাম বাহাদুর মানেকশ'র বায়োপিকের জন্য শুটিং শুরু করেছিলেন ভিকি কৌশল (Vicky Kaushal begins Sam Bahadur shoot)৷ 1971 সালের ভারত-পাক যুদ্ধে বড় ভূমিকা নিয়েছিলেন মানেকশ ৷ যুদ্ধে বীরত্বের জন্যই তাঁকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয় ৷ আর্মি জীবনে মোট পাঁচটি যুদ্ধ লড়েছেন তিনি ৷

এবার সামনে এল ছবির মুক্তির তারিখ ৷ বৃহস্পতিবার এই খবর জানিয়ে একটি পোস্ট করেছেন ভিকি ৷ তিনি লেখেন, "ঠিক 365 দিন পর অর্থাৎ পরের বছর 1 ডিসেম্বর 'শ্য়াম বাহাদুর' ছবিটি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে (Sam Bahadur release date announced )।" স্বাভাবিক অপেক্ষা গোটা একটা বছরের তবে অনুরাগীরা নিশ্চই চাইবেন ভিকির জীবনের একটি মাইল ফলক হয়ে থাকবে এই ছবিটি ৷ কারণ ফিল্ড মার্শাল শ্যাম বাহাদুর মানেকশ'র কাহিনি আজও ভারতীয় সেনাবাহিনীকে অনুপ্রেরণা জোগায় (Sam Bahadur release date)৷

আরও পড়ুন: 'হত্যাপুরী' ঘিরে তিন পার্শ্বচরিত্রাভিনেতার জমজমাট আড্ডা

এর আগে একটি ভিডিয়োর মাধ্য়মে ভিকি, সানায়া মালহোত্রা এবং ফাতিমা সানা শেখের ফার্স্ট লুক সামনে এনেছিলেন নির্মাতারা (Vicky Kaushal Sam Bahadur release date) ৷ 'দঙ্গল' স্টার ফতিমা শেখ সানাকে এখানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে আর অন্য শানায়া মালহোত্রাকে দেখা যাবে শ্যাম বাহাদুরের স্ত্রী'র চরিত্রে দেখা যাবে ৷ জাতীয় পুরস্কারজয়ী পরিচালক মেঘনা গুলজারের হাত ধরে পর্দায় পূর্ণতা পেতে চলেছে শ্য়াম বাহাদুরের কাহিনি ৷ ব্লকবাস্টার হিট 'রাজি' ছবির পর এই ছবির মাধ্যমে দ্বিতীয়বার মেঘনার সঙ্গে কাজ করতে চলেছেন ভিকি ৷

মুম্বই, 1 ডিসেম্বর: 'উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক' এবং 'সর্দার উধম'-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করার পর এবার শ্য়াম বাহাদুরের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন ভিকি কৌশল ৷ তাঁর এই ছবি নিয়েও তাই আগ্রহ তুঙ্গে ভিকি অনুরাগীদের ৷ গত অগস্টে ফিল্ড মার্শাল শ্যাম বাহাদুর মানেকশ'র বায়োপিকের জন্য শুটিং শুরু করেছিলেন ভিকি কৌশল (Vicky Kaushal begins Sam Bahadur shoot)৷ 1971 সালের ভারত-পাক যুদ্ধে বড় ভূমিকা নিয়েছিলেন মানেকশ ৷ যুদ্ধে বীরত্বের জন্যই তাঁকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয় ৷ আর্মি জীবনে মোট পাঁচটি যুদ্ধ লড়েছেন তিনি ৷

এবার সামনে এল ছবির মুক্তির তারিখ ৷ বৃহস্পতিবার এই খবর জানিয়ে একটি পোস্ট করেছেন ভিকি ৷ তিনি লেখেন, "ঠিক 365 দিন পর অর্থাৎ পরের বছর 1 ডিসেম্বর 'শ্য়াম বাহাদুর' ছবিটি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে (Sam Bahadur release date announced )।" স্বাভাবিক অপেক্ষা গোটা একটা বছরের তবে অনুরাগীরা নিশ্চই চাইবেন ভিকির জীবনের একটি মাইল ফলক হয়ে থাকবে এই ছবিটি ৷ কারণ ফিল্ড মার্শাল শ্যাম বাহাদুর মানেকশ'র কাহিনি আজও ভারতীয় সেনাবাহিনীকে অনুপ্রেরণা জোগায় (Sam Bahadur release date)৷

আরও পড়ুন: 'হত্যাপুরী' ঘিরে তিন পার্শ্বচরিত্রাভিনেতার জমজমাট আড্ডা

এর আগে একটি ভিডিয়োর মাধ্য়মে ভিকি, সানায়া মালহোত্রা এবং ফাতিমা সানা শেখের ফার্স্ট লুক সামনে এনেছিলেন নির্মাতারা (Vicky Kaushal Sam Bahadur release date) ৷ 'দঙ্গল' স্টার ফতিমা শেখ সানাকে এখানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে আর অন্য শানায়া মালহোত্রাকে দেখা যাবে শ্যাম বাহাদুরের স্ত্রী'র চরিত্রে দেখা যাবে ৷ জাতীয় পুরস্কারজয়ী পরিচালক মেঘনা গুলজারের হাত ধরে পর্দায় পূর্ণতা পেতে চলেছে শ্য়াম বাহাদুরের কাহিনি ৷ ব্লকবাস্টার হিট 'রাজি' ছবির পর এই ছবির মাধ্যমে দ্বিতীয়বার মেঘনার সঙ্গে কাজ করতে চলেছেন ভিকি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.