ETV Bharat / entertainment

বিশ্বকাপ হারায় মন ভাঙার দাওয়াই খুঁজতে জিমে কঠোর পরিশ্রম ভিকির - world cup

Vicky Kaushal: রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত বিশ্বকাপের ট্রফি জিততে না পারায় অনেকেরই মন ভেঙে গিয়েছে। শ্যাম বাহাদুর অভিনেতা ভিকি কৌশল ইনস্টাগ্রাম স্টোরিজে ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন তাঁর মন ভেঙেছে, আজ নিলেন শারীরিক কষ্ট ৷

Etv Bharat
ভিকি কৌশল
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 12:46 PM IST

হায়দরাবাদ, 20 নভেম্বর: অভিনেতা ভিকি কৌশল ব্যস্ত রয়েছেন পরবর্তী ছবি 'শ্যাম বাহাদুর' ছবির প্রোমোশনে ৷ এর মধ্যেই বিশ্বকাপ হারানোয় মন ভেঙে যাওয়া অভিনেতা তাঁর একটি কসরতের ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যেখানে জিমে অত্যধিক পরিশ্রম করতে দেখা গিয়েছে অভিনেতাকে ৷ সেই পরিশ্রমের সঙ্গে তিনি তুলনা টানলেন টিম ইন্ডিয়ার বিশ্বকাপ ফাইনালের ৷ ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷

তিনি জিম ট্রেনারকে ট্যাগ করে লেখেন, "গতকাল টিম ইন্ডিয়ার হারে মন ভেঙে গিয়েছিল ৷ আজ শারীরিক কসরত করে যন্ত্রণা নিয়েছি ৷ কিন্তু আমাদের প্রত্যেকের এই কাজটা করতে হবেই তা হল বড়তে চলো লেগ ডে ৷" এই ছবিতে জরা হটকে জরা বাঁচকে অভিনেতাকে দেখা গিয়েছে টি-শার্ট ও জিম শর্টসে ৷ মাথায় একটা টুপিও দেখা গিয়েছে অভিনেতার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

শুধু ভিকি কৌশলের নয়, রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার বিশ্বকাপে হারার পরেই মন ভেঙেছে 140 কোটি ভারতবাসীর ৷ ছয় উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া ৷ 2011-র পর ভারত স্বপ্ন দেখেছিল, এ বার বিশ্বকাপ আসবে দেশে ৷ কিন্তু 240 রানেই গুটিয়ে যায় ভারতীয় ইনিংস ৷ সেই রান তাড়া করতে নেমে কম সময়েই অস্ট্রেলিয়া ম্যাচ পুড়ে নেয় পকেটে ৷ স্বভাবতই আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল টিম ইন্ডিয়ার ৷ সেই কষ্ট রয়েছে সকলের মনেই ৷ তেমনই কষ্ট পেয়েছেন ভিকি কৌশলও ৷

তবে শো মাস্ট গো অন ৷ তাই সোমবারই শারীরিক কসরত করতে পৌঁছে যান জিমে ৷ সেখানে 'মনমর্জিয়া' অভিনেতাকে ব্যাপকভাবে পায়ের উপর কসরত করতে দেখা যায় ৷ সেই যন্ত্রণার সঙ্গেই মনের যন্ত্রণার কথা তুলে ধরেছেন তিনি ৷ তাঁর এই ভিডিয়ো অনেকের কাছেই অনুপ্রেরণামূলক হবে যাঁরা অন্তত জিমে লেগ ডে বা পায়ের কসরত করা থেকে বিরত থাকেন ৷

কাজের দিকে নজর দিলে দেখা যায়, ভিকি এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন মেঘনা গুলজার পরিচালিত 'শ্যাম বাহাদুর' ছবির প্রোমোশন নিয়ে ৷ ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ এই ছবি মুক্তি পেতে চলেছে 1 ডিয়েম্বর ৷ রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'-এর সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হতে চলেছে 'শ্যাম বাহাদুর' ৷

আরও পড়ুন:

1. 'হারকর জিতনে ওয়ালোকো বাজিগর কহেতে হ্যায়...!' টিম ইন্ডিয়াকে কুর্নিশ, পাশে অমিতাভ-বাদশা-সহ বলিউড

2. বিশ্বকাপ ফাইনালে হার, কোহলিকে জড়িয়ে ধরে 'বিরাট' সান্ত্বনা অনুষ্কার

3. বিশ্বকাপ ট্রফিতে পা তুলে রয়েছেন অজি ব্যাটার মিচেল মার্শ! ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে বির্তক

হায়দরাবাদ, 20 নভেম্বর: অভিনেতা ভিকি কৌশল ব্যস্ত রয়েছেন পরবর্তী ছবি 'শ্যাম বাহাদুর' ছবির প্রোমোশনে ৷ এর মধ্যেই বিশ্বকাপ হারানোয় মন ভেঙে যাওয়া অভিনেতা তাঁর একটি কসরতের ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যেখানে জিমে অত্যধিক পরিশ্রম করতে দেখা গিয়েছে অভিনেতাকে ৷ সেই পরিশ্রমের সঙ্গে তিনি তুলনা টানলেন টিম ইন্ডিয়ার বিশ্বকাপ ফাইনালের ৷ ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷

তিনি জিম ট্রেনারকে ট্যাগ করে লেখেন, "গতকাল টিম ইন্ডিয়ার হারে মন ভেঙে গিয়েছিল ৷ আজ শারীরিক কসরত করে যন্ত্রণা নিয়েছি ৷ কিন্তু আমাদের প্রত্যেকের এই কাজটা করতে হবেই তা হল বড়তে চলো লেগ ডে ৷" এই ছবিতে জরা হটকে জরা বাঁচকে অভিনেতাকে দেখা গিয়েছে টি-শার্ট ও জিম শর্টসে ৷ মাথায় একটা টুপিও দেখা গিয়েছে অভিনেতার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

শুধু ভিকি কৌশলের নয়, রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার বিশ্বকাপে হারার পরেই মন ভেঙেছে 140 কোটি ভারতবাসীর ৷ ছয় উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া ৷ 2011-র পর ভারত স্বপ্ন দেখেছিল, এ বার বিশ্বকাপ আসবে দেশে ৷ কিন্তু 240 রানেই গুটিয়ে যায় ভারতীয় ইনিংস ৷ সেই রান তাড়া করতে নেমে কম সময়েই অস্ট্রেলিয়া ম্যাচ পুড়ে নেয় পকেটে ৷ স্বভাবতই আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল টিম ইন্ডিয়ার ৷ সেই কষ্ট রয়েছে সকলের মনেই ৷ তেমনই কষ্ট পেয়েছেন ভিকি কৌশলও ৷

তবে শো মাস্ট গো অন ৷ তাই সোমবারই শারীরিক কসরত করতে পৌঁছে যান জিমে ৷ সেখানে 'মনমর্জিয়া' অভিনেতাকে ব্যাপকভাবে পায়ের উপর কসরত করতে দেখা যায় ৷ সেই যন্ত্রণার সঙ্গেই মনের যন্ত্রণার কথা তুলে ধরেছেন তিনি ৷ তাঁর এই ভিডিয়ো অনেকের কাছেই অনুপ্রেরণামূলক হবে যাঁরা অন্তত জিমে লেগ ডে বা পায়ের কসরত করা থেকে বিরত থাকেন ৷

কাজের দিকে নজর দিলে দেখা যায়, ভিকি এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন মেঘনা গুলজার পরিচালিত 'শ্যাম বাহাদুর' ছবির প্রোমোশন নিয়ে ৷ ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ এই ছবি মুক্তি পেতে চলেছে 1 ডিয়েম্বর ৷ রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'-এর সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হতে চলেছে 'শ্যাম বাহাদুর' ৷

আরও পড়ুন:

1. 'হারকর জিতনে ওয়ালোকো বাজিগর কহেতে হ্যায়...!' টিম ইন্ডিয়াকে কুর্নিশ, পাশে অমিতাভ-বাদশা-সহ বলিউড

2. বিশ্বকাপ ফাইনালে হার, কোহলিকে জড়িয়ে ধরে 'বিরাট' সান্ত্বনা অনুষ্কার

3. বিশ্বকাপ ট্রফিতে পা তুলে রয়েছেন অজি ব্যাটার মিচেল মার্শ! ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে বির্তক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.