হায়দরাবাদ, 27 জুন: পরিচালক লক্ষণ উতেকরের 'জরা হাটকে জরা বাঁচকে' প্রত্যাশাতীত সাফল্য কুড়োচ্ছে বক্স অফিসে ৷ মাত্র 25 দিনে 80 কোটির ক্লাবে জায়গা করে নিল এই ছবি ৷ ভিকি-সারার এই ছবি শুরু থেকেই বেশ মোহিত করেছে দর্শককে ৷ অনেকেই ছবির গল্প এবং অভিনয় নিয়ে শুরুর দিকে সমালোচনা করেছিলেন ঠিকই ৷ কেউ কেউ তো এও দাবি করেছিলেন 'বাই ওয়ান গেট ওয়ান' অফার দিয়ে দর্শকের মন টেনেছেন নির্মাতারা ৷ তবে বোঝা গেল হাজার সমালোচনা থাকলেও সহজ, সাদাসিধে এই প্রেমের গল্প মনে ধরেছে অনুরাগীদের ৷
আর সেই কারণেই টানা চতুর্থ সপ্তাহে পা দিল এই ছবি ৷ সোমবারেও এক কোটির বেশি আয় করেছে এই ছবি ৷ গতকাল দেশ জুড়ে এই ছবির আয় ছিল 1.23 কোটি টাকা ৷ এর ফলে 80 কোটির ক্লাবে প্রায় পৌঁছে গেল এই ছবি ৷ এই ছবির বাজেট ছিল প্রায় 40 কোটি টাকা ৷ তাই বলা যায় ইতিমধ্যেই বাজেটের দ্বিগুণ টাকা ঘরে তুলে ফেলেছে এই ছবি ৷ এর আগে সেভাবে সাফল্য পায়নি ভিকির 'গোবিন্দা নাম মেরা' ৷ কিন্তু এবার আর ভিকি ফ্যানেদের আর কোনও আফসোস রইল না ৷
এই মুহূর্তে ছবির মোট আয় দাঁড়িয়েছে 80.01 কোটি টাকায় ৷ এমনকী সোমবার এই ছবির আয় 'আদিপুরুষ' ছবির হিন্দি ভার্সনের থেকেও কিছুটা বেশি হয়েছে ৷ সমালোচকদের মতে, মঙ্গলবার এবং বুধবারও যদি এই ছবি 90 লক্ষের বেশি আয় করতে পারে তা হলে বলতেই হবে ছবির আয় খুবই নজর কাড়া ৷
আরও পড়ুন: এবার ওটিটি-তে অংশুমানের 'লকড়বগ্গা - দ্য হায়না'
আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে 'সত্যপ্রেম কি কথা' ৷ কার্তিক-কিয়ারার এই ছবিও রম-কম ঘরানার ছবি ৷ মধ্যবিত্ত পরিবার, প্রেম-ভালোবাসা-হাসি-কান্নায় মেশানো এক সাদা মাটা গল্প তুলে ধরবে এই ছবি ৷ তাই এই ছবির মুক্তির পর জয়যাত্রা কতটা অব্যাহত থাকে ভিকি-সারার ছবির, সেটাই এখন দেখার ৷