ETV Bharat / entertainment

Vicky on Katrina: ছোটি দিওয়ালিতে মাতলেন ক্যাট, কী বললেন ভিকি! - Katrina Diwali look

ছোটি দিওয়ালি উদযাপনে মেতে উঠলেন বলিউডের বার্বি ডল ক্যাটরিনা কাইফ ৷ তাঁকে দেখা গেল ঝলমলে কালো শাড়িতে (Katrina Diwali look)৷ সঙ্গে ছিল মানানসই গয়নাও ৷ তাঁর এই ডিজাইনার পোশাক শুধু যে অনুরাগীদের মন কেড়েছে তা নয় একইসঙ্গে স্বামী ভিকিও নতুন করে মজেছেন স্ত্রীর প্রেমে(Vicky Kaushal calls Katrina stunner) ৷

Vicky on Katrina
ছোটি দিওয়ালি উদযাপনে মাতলেন ক্যাট, কী বললেন ভিকি!
author img

By

Published : Oct 24, 2022, 9:47 AM IST

Updated : Oct 24, 2022, 10:08 AM IST

মুম্বই, 24 অক্টোবর: দীপাবলি নিয়ে মেতে উঠেছেন সেলেবরা সকলেই ৷ বলিউডও বাদ পড়েনি মোটেই ৷ বলিউডের বার্বি ডল ক্যাটরিনা কাইফও তাঁর নতুন লুক দিয়ে চমকে দিলেন ভক্তদের ৷ তাঁর ট্র্যাডিশনাল লুকে মজলেন ক্যাটপতি ভিকি কৌশলও ৷ দিওয়ালির আগে ছোটি দিওয়ালি সেলিব্রেশনে মেতে উঠলেন অভিনেত্রী ৷ আর তার জন্য তাঁকে দেখা গেল ঝলমলে কালো শাড়িতে (Katrina Diwali look)৷ সঙ্গে ছিল মানানসই গয়নাও ৷ তাঁর এই ডিজাইনার পোশাক শুধু যে অনুরাগীদের মন কেড়েছে তা নয় একইসঙ্গে স্বামী ভিকিও নতুন করে মজেছেন স্ত্রীর প্রেমে ৷

আদতে প্রায় সব উৎসবই একসঙ্গে উদযাপন করে থাকেন ভি-ক্যাট ৷ এই পাওয়ার কাপেল এখন সোশাল মিডিয়ার নতুন সেনসেশন বললেও ভুল বলা হয়না নিশ্চই ৷ এবার ক্যাটরিনা তাঁর নতুন লুক ইনস্টাগ্রামে পোস্ট করতেই কমেন্ট বক্সে দেখা মিলল ভিকির ৷ ভিকি লিখলেন, 'স্টানার' (Vicky Kaushal calls Katrina stunner)৷ এছাড়া অবশ্য় লাভ ইমোজি এবং হার্ট ইমোজিতে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন ক্য়াট ভক্তরা ৷ তবে ভিকির কমেন্টটি যে স্পেশাল তা বলাই বাহুল্য (Vicky on Katrina)৷

Katrina Diwali look
তাঁর ট্র্যাডিশনাল লুকে মজলেন ক্যাটপতি ভিকি কৌশলও

আরও পড়ুন: কঠিন সময় পেরিয়ে এটাই তোমার সেরা ইনিংস, বিরাটকে ভালোবাসায় ভরালেন অনুষ্কা

অভিনয়ের কথা বলতে হলে ক্যাটরিনা এখন ব্যস্ত তাঁর আগামী ছবি 'ফোনভূত'-এর প্রচার নিয়ে ৷ গুরমিত সিং পরিচালিত এই ডার্ক কমেডি ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 4 নভেম্বর ৷ ছবিতে ইশান খট্টর, সিদ্ধান্ত চতুর্বেদী এবং জ্যাকি শ্রফের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন তিনি ৷ এই ছবি অবশ্য় বক্স অফিসে সম্মুখ সমরে নামতে চলেছে সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশির 'ডাবল এক্স এল' ছবির সঙ্গে ৷ এখন ক্যটরিনা দর্শকদের মন কতটা জয় করতে পারেন সেটাই দেখার ৷

অন্যদিকে ভিকিকে শেষ পর্দায় দেখা গিয়েছিল 'সর্দার উধম' ছবিতে ৷ যা তাঁকে বেশ খ্য়াতি এনে দিয়েছে ৷ আগামীতে বেশ কয়েকটি ছবি রয়েছে তাঁর হাতেও ৷ একদিকে যেমন তাঁকে দেখা যাবে ভূমি পেডনেকর এবং কিয়ারা আদবানির সঙ্গে 'গোবিন্দ নাম মেরা' ছবিতে স্ক্রিনশেয়ার করতে, তেমনই আবার শানায়া মালহোত্রার সঙ্গে 'সাম বাহাদুর' ছবিতেও কাজ করবেন তিনি ৷

মুম্বই, 24 অক্টোবর: দীপাবলি নিয়ে মেতে উঠেছেন সেলেবরা সকলেই ৷ বলিউডও বাদ পড়েনি মোটেই ৷ বলিউডের বার্বি ডল ক্যাটরিনা কাইফও তাঁর নতুন লুক দিয়ে চমকে দিলেন ভক্তদের ৷ তাঁর ট্র্যাডিশনাল লুকে মজলেন ক্যাটপতি ভিকি কৌশলও ৷ দিওয়ালির আগে ছোটি দিওয়ালি সেলিব্রেশনে মেতে উঠলেন অভিনেত্রী ৷ আর তার জন্য তাঁকে দেখা গেল ঝলমলে কালো শাড়িতে (Katrina Diwali look)৷ সঙ্গে ছিল মানানসই গয়নাও ৷ তাঁর এই ডিজাইনার পোশাক শুধু যে অনুরাগীদের মন কেড়েছে তা নয় একইসঙ্গে স্বামী ভিকিও নতুন করে মজেছেন স্ত্রীর প্রেমে ৷

আদতে প্রায় সব উৎসবই একসঙ্গে উদযাপন করে থাকেন ভি-ক্যাট ৷ এই পাওয়ার কাপেল এখন সোশাল মিডিয়ার নতুন সেনসেশন বললেও ভুল বলা হয়না নিশ্চই ৷ এবার ক্যাটরিনা তাঁর নতুন লুক ইনস্টাগ্রামে পোস্ট করতেই কমেন্ট বক্সে দেখা মিলল ভিকির ৷ ভিকি লিখলেন, 'স্টানার' (Vicky Kaushal calls Katrina stunner)৷ এছাড়া অবশ্য় লাভ ইমোজি এবং হার্ট ইমোজিতে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন ক্য়াট ভক্তরা ৷ তবে ভিকির কমেন্টটি যে স্পেশাল তা বলাই বাহুল্য (Vicky on Katrina)৷

Katrina Diwali look
তাঁর ট্র্যাডিশনাল লুকে মজলেন ক্যাটপতি ভিকি কৌশলও

আরও পড়ুন: কঠিন সময় পেরিয়ে এটাই তোমার সেরা ইনিংস, বিরাটকে ভালোবাসায় ভরালেন অনুষ্কা

অভিনয়ের কথা বলতে হলে ক্যাটরিনা এখন ব্যস্ত তাঁর আগামী ছবি 'ফোনভূত'-এর প্রচার নিয়ে ৷ গুরমিত সিং পরিচালিত এই ডার্ক কমেডি ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 4 নভেম্বর ৷ ছবিতে ইশান খট্টর, সিদ্ধান্ত চতুর্বেদী এবং জ্যাকি শ্রফের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন তিনি ৷ এই ছবি অবশ্য় বক্স অফিসে সম্মুখ সমরে নামতে চলেছে সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশির 'ডাবল এক্স এল' ছবির সঙ্গে ৷ এখন ক্যটরিনা দর্শকদের মন কতটা জয় করতে পারেন সেটাই দেখার ৷

অন্যদিকে ভিকিকে শেষ পর্দায় দেখা গিয়েছিল 'সর্দার উধম' ছবিতে ৷ যা তাঁকে বেশ খ্য়াতি এনে দিয়েছে ৷ আগামীতে বেশ কয়েকটি ছবি রয়েছে তাঁর হাতেও ৷ একদিকে যেমন তাঁকে দেখা যাবে ভূমি পেডনেকর এবং কিয়ারা আদবানির সঙ্গে 'গোবিন্দ নাম মেরা' ছবিতে স্ক্রিনশেয়ার করতে, তেমনই আবার শানায়া মালহোত্রার সঙ্গে 'সাম বাহাদুর' ছবিতেও কাজ করবেন তিনি ৷

Last Updated : Oct 24, 2022, 10:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.