ETV Bharat / entertainment

The Great Indian Family Trailer: ভজন গায়ক ভিকি কবে আসছেন ট্রেলার নিয়ে? সামনে এল দিনক্ষণ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 7:49 PM IST

সেপ্টেম্বরের শেষেই মুক্তি পেতে চলেছে ভিকি-মানুষীর 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি' ৷ ইতিমধ্যেই ছবির প্রথম গান 'কানহাইয়া টুইটার পে আ যা' বেশ শোরগোল তৈরি করেছে ৷ আর এবার সামনে এল ছবির ট্রেলার মুক্তির দিনক্ষণ ৷

The Great Indian Family Trailer
সামনে এল ভিকির নতুন ছবির ট্রেলার মুক্তির দিনক্ষণ

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: সারা আলি খানের সঙ্গে জুটি বেঁধে ইতিমধ্যেই 'জরা হাটকে জরা বাঁচকে'র মতো একটি দারুণ ছবি উপহার দিয়েছেন ভিকি কৌশল ৷ এবার আরও একটি ফ্যামিলি এন্টারটেইনার নিয়ে পর্দায় ফিরছেন ভিকি ৷ ছবির নাম 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি' ৷ ইতিমধ্যেই সামনে এসেছে এই ছবির প্রথম গান 'কানহাইয়া টুইটার পে আ যা ৷' আর এবার সামনে এল এই ছবির ট্রেলার মুক্তির দিনক্ষণ ৷

12 সেপ্টেম্বর মুক্তি পাবে ভিকি এবং মানুষী চিল্লার অভিনীত এই ছবির ট্রেলার ৷ এমনটাই জানালেন নির্মাতারা ৷ সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে সোমবার নির্মাতারা এই খবর সামনে এনেছেন ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছে বিজয় কৃষ্ণ আচার্য ৷ ছবিতে ভিকিকে দেখা যাবে একজন ভজন গায়ক হিসাবে ৷ সে বিভিন্ন গানের অনুষ্ঠান করে বেড়ায় ৷ তবে তার ভজনের স্টাইলটা একেবারে আধুনিক ৷ সে যে পরিবারে থাকে সেটিও তাঁর ভজনের মতোই অনন্য ৷ সব মিলিয়ে হাসির ফোয়ারা ছুটতে পারে এই ছবিতে ৷

এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে ভিকি বলেন, "এই ছবি মানুষের হৃদয়ে জায়গা করে নেবে এবং একটা দারুণ বার্তা সকলের কাছে পৌঁছে দেবে ৷ আমি আশা করি এই ছবি এমন একটি গল্প বলবে যে অনুরাগীরা তাঁদের নিজেদের খুঁজে পাবেন ছবিতে ৷ আর অন্য়দিকে এই ছবি যেমন আবেগে সকলকে বেঁধে রাখবে তেমনই বিনোদনও দেবে ৷"

আরও পড়ুন: মহিলাদের শ্লীলতাহানি, পদদলিত অনুরাগীরা! রহমানের কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলা

ভিকি-মানুষী এই ছবির প্রধান আকর্ষণ ঠিকই তবে সঙ্গে রয়েছেন সাদিয়া সিদ্দিকী, অলকা আমিন, সৃষ্টি দীক্ষিত, ভুবন অরোরা, আশুতোষ উজ্জ্বল, এবং ভারতী পারওয়ানির মতো অভিনেতা অভিনেত্রীরাও ৷ তাই এই ছবি নিয়ে আগ্রহ বেশ তুঙ্গে ৷ বিশেষত, 'জরা হাটকে জরা বাঁচকে'র বিপুল সাফল্যের পর এই ছবিতে ভিকি কতখানি জায়গা করতে পারবেন সেটাই এখন দেখার ৷ উত্তর মিলবে 22 সেপ্টেম্বর ৷ কারণ ওই দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি' ৷

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: সারা আলি খানের সঙ্গে জুটি বেঁধে ইতিমধ্যেই 'জরা হাটকে জরা বাঁচকে'র মতো একটি দারুণ ছবি উপহার দিয়েছেন ভিকি কৌশল ৷ এবার আরও একটি ফ্যামিলি এন্টারটেইনার নিয়ে পর্দায় ফিরছেন ভিকি ৷ ছবির নাম 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি' ৷ ইতিমধ্যেই সামনে এসেছে এই ছবির প্রথম গান 'কানহাইয়া টুইটার পে আ যা ৷' আর এবার সামনে এল এই ছবির ট্রেলার মুক্তির দিনক্ষণ ৷

12 সেপ্টেম্বর মুক্তি পাবে ভিকি এবং মানুষী চিল্লার অভিনীত এই ছবির ট্রেলার ৷ এমনটাই জানালেন নির্মাতারা ৷ সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে সোমবার নির্মাতারা এই খবর সামনে এনেছেন ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছে বিজয় কৃষ্ণ আচার্য ৷ ছবিতে ভিকিকে দেখা যাবে একজন ভজন গায়ক হিসাবে ৷ সে বিভিন্ন গানের অনুষ্ঠান করে বেড়ায় ৷ তবে তার ভজনের স্টাইলটা একেবারে আধুনিক ৷ সে যে পরিবারে থাকে সেটিও তাঁর ভজনের মতোই অনন্য ৷ সব মিলিয়ে হাসির ফোয়ারা ছুটতে পারে এই ছবিতে ৷

এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে ভিকি বলেন, "এই ছবি মানুষের হৃদয়ে জায়গা করে নেবে এবং একটা দারুণ বার্তা সকলের কাছে পৌঁছে দেবে ৷ আমি আশা করি এই ছবি এমন একটি গল্প বলবে যে অনুরাগীরা তাঁদের নিজেদের খুঁজে পাবেন ছবিতে ৷ আর অন্য়দিকে এই ছবি যেমন আবেগে সকলকে বেঁধে রাখবে তেমনই বিনোদনও দেবে ৷"

আরও পড়ুন: মহিলাদের শ্লীলতাহানি, পদদলিত অনুরাগীরা! রহমানের কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলা

ভিকি-মানুষী এই ছবির প্রধান আকর্ষণ ঠিকই তবে সঙ্গে রয়েছেন সাদিয়া সিদ্দিকী, অলকা আমিন, সৃষ্টি দীক্ষিত, ভুবন অরোরা, আশুতোষ উজ্জ্বল, এবং ভারতী পারওয়ানির মতো অভিনেতা অভিনেত্রীরাও ৷ তাই এই ছবি নিয়ে আগ্রহ বেশ তুঙ্গে ৷ বিশেষত, 'জরা হাটকে জরা বাঁচকে'র বিপুল সাফল্যের পর এই ছবিতে ভিকি কতখানি জায়গা করতে পারবেন সেটাই এখন দেখার ৷ উত্তর মিলবে 22 সেপ্টেম্বর ৷ কারণ ওই দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.