মুম্বই, 3 জানুয়ারি: ভি-ক্যাটের প্রতিটা কর্মকাণ্ডের সাক্ষী হতে ভালোবাসেন তাঁদের নেটপাড়ার অনুরাগীরা ৷ এবারও তাঁদের একটি পুরনো ভিডিয়ো নিয়ে শুরু হল চর্চা (Vicky Katrina Old Video) ৷ ভিডিয়োতে ক্যাটরিনার মুখে হাসি ফোটাতে যথাসাধ্য চেষ্টা করেছেন ভিকি (Vicky Kaushal viral dance video ) ৷ তাঁর ডান্স মুভ দেখে রীতিমতো মন মেতেছে অনুরাগীদের ৷ অভিনেত্রী শর্বরী ওয়াঘের সঙ্গে তাঁর 'ফানি ডান্স' এখন বেশ ভাইরাল নেটপাড়ায় ৷ এই ক্লিপিংটি আসলে ক্য়াটরিনার বার্থ ডে পার্টির ৷
মলদ্বীপের ক্লিপটিতে দেখা যাচ্ছে ভিকি মেঝেতে হাঁটু গেড়ে বসে নাচছেন (Vicky Katrina viral videos )। তাঁর অভিব্যক্তিতে রোম্যান্টিক আবেদন ৷ পিছন থেকে এই নাচে যোগ দিয়েছেন শর্বরীও ৷ ভিকির ভাই সানি কৌশলের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে ইতিমধ্য়েই কানাঘুষো শুরু হয়েছে ৷ এবার এই ভিডিয়োতেও দেখা গেল তাঁকে ৷ আর ক্যাটরিনা? তিনি কী করছিলেন এই সমস্ত কিছুর মধ্য়ে ৷ তিনি যদিও বসেছিলেন সোফায় ৷ তবে স্বামীর কর্মকাণ্ডে হাসি ধরে রাখতে পারেননি ক্যাটও ৷ সব মিলিয়ে নেটপাড়ায় এখন হট টপিক ভিক্যাট-এর এই ভিডিয়োটি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বারোয়ারাতে 2021 সালের 7 ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন এই তারকা জুটি ৷ তারপর থেকেই নেটপাড়ার অন্যতম সেনসেশন এই পাওয়ার কাপল ৷ সম্প্রতি কফি উইথ করণ-এর অনুষ্ঠানে এসে তাঁদের সম্পর্কের বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন ক্যাটরিনাও ৷ ক্যাটরিনা কাইফ জানিয়েছিলেন, তাঁর ভিকিকে নিয়ে সেরকম কোনও ভাবনাচিন্তা ছিল না ৷ বরং তাঁর ভাবনার পরিসীমাতেই ভিকি ছিল না ৷ কিন্তু এটাই ছিল নিয়তি ৷ আর এটাই সত্যি হওয়ার ছিল ৷
ক্যাটরিনা আরও জানান, তিনি খুব বেশি কিছুই জানতেন না ভিকিকে নিয়ে ৷ তিনি বলেন, "এমনকী আমি ওর সম্পর্কে তেমন কিছুই জানতাম না । ওর নামটুকুই যা আমি শুনেছিলাম, কিন্তু কোনওদিন ওর সঙ্গে যোগাযোগ হয়নি ।" অভিনেত্রী জানান, ভিকির সঙ্গে যখন সামনাসামনি দেখা করেন তিনি তখনই এই রিল লাইফ নায়ক রিয়েল লাইফেও তাঁর মন জিতে নেন ৷
আরও পড়ুন: ভেবেছিলাম সুস্থ হয়ে ফিরবেন ! মাতৃসমা শিল্পীর প্রয়াণে স্মৃতিমেদুর অজয় চক্রবর্তী
অভিনয়ের কথা বলতে গেলে ক্যাটরিনা ইতিমধ্য়েই 'টাইগার 3' এর কাজ শেষ করেছেন ৷ এবার বিজয় সেতুপতির 'মেরি ক্রিসমাস' ছবির কাজ চলছে অভিনেত্রীর ৷ এছাড়া আগামীতে 'জি লে জারা' ছবিতেও দেখা যাবে তাঁকে ৷ অন্যদিকে ভিকি তাঁর আসন্ন প্রজেক্টে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ'র চরিত্রে অভিনয় করতে চলেছেন ৷ ছবির নাম 'শ্যাম বাহাদুর' ৷ জাতীয় পুরস্কারজয়ী পরিচালক মেঘনা গুলজারের হাত ধরে পর্দায় পূর্ণতা পেতে চলেছে শ্য়াম বাহাদুরের কাহিনি ৷ ব্লকবাস্টার হিট 'রাজি' ছবির পর এই ছবির মাধ্যমে দ্বিতীয়বার মেঘনার সঙ্গে কাজ করতে চলেছেন ভিকি ৷