ETV Bharat / entertainment

Varun-Lavanya Wedding Reception: রূপকথার বিয়ের পর ল্যাভিশ রিসেপনপার্টি বরুণ-লাবন্যর, দেখুন ঝলক - Wedding Reception

মাধাপুরের এন কনভেনশন সেন্টারে রবিবার ছিল নবদম্পতি বরুণ তেজ-লাবন্য ত্রিপাঠীর রিসেপশন পার্টি ৷ অনুষ্ঠান ঘিরে বসেছিল চাঁদের হাট ৷ আল্লু অর্জুন থেকে রাম চরণ সকলেই উপস্থিত ছিলেন এদিন ৷

Etv Bharat
ল্যাভিশ রিসেপনপার্টি বরুণ-লাবন্যর
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 10:32 AM IST

Updated : Nov 6, 2023, 12:46 PM IST

হায়দরাবাদ, 6 নভেম্বর: ইতালির তাস্কানিতে রাজকীয় বিয়ের পর হায়দরাবাদে ল্যাভিশ বিয়ের রিসেপশনে পার্টির আয়োজন করেন নবদম্পতি বরুণ তেজ ও লাবন্য ত্রিপাঠী ৷ মাধাপুরের এন কনভেনশন সেন্টারে রবিবার বসেছিল চাঁদের হাট ৷ বরুণ তেজের বাবা-মা নাগাবাবু ও পদ্মজা উপস্থিত ছিলেন অতিথিদের স্বাগত জানাতে ৷ অতিথি তালিকায় কে ছিলেন না এদিন! মুতিয়ালি সুব্বেহ, নাগা চৈতন্য, কমেডিয়ান আলি কুপলে-সহ টেলিভিশন জগত ও ক্রীড়া জগতের একাধিক ব্যক্তিত্ব হাজির ছিলেন ৷

Varun-Lavanya Wedding Reception
বরুণ তেজ-লাবন্য ত্রিপাঠীর রিসেপশন পার্টি

ইতালিতে ড্রিমি ডেস্টিনেশন বিয়ের পর 4 তারিখ হায়দরাবাদ ফেরেন বরুণ ও লাবন্য ৷ সেদিন তাঁদের স্বাগত জানাতে অনুরাগীরা ভিড় জমিয়েছিলেন বিমানবন্দরে ৷ তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ৷ অনুরাগীদের কাছে তাঁরা পরিচিত বরুণলাভ নামে ৷ তেলুগু ফিল্ম ইন্ডাষ্ট্রিতে এই জুটি বেশ জনপ্রিয় ৷ দীর্ঘ প্রেমের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা ৷ পয়লা নভেম্বর ইতালির তাস্কানিতে কাছের বন্ধু ও পরিবারকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন বরুণ-লাবন্য ৷ সে ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷

Varun-Lavanya Wedding Reception
বরুণ-লাবন্যর সঙ্গে চিরঞ্জীবি

তাস্কানির বরগো স্যান ফেলিস হোটেলে বসেছিল বিয়ের আসর ৷ উপস্থিত ছিলেন চিরঞ্জীবী, পবন কল্যাণ, আল্লু আর্জুন ও রাম চরণ ৷ হিন্দু রীতি মেনেই বিয়ে হয়েছে তাঁদের ৷ বিয়ের দিন লাবন্য পরেছিলেন সব্যসাচীর তৈরি ডিজাইনার লাল কাঞ্জিভরম শাড়ি ৷ অন্যদিকে, বরুণের পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি ৷ আল্লু আর্জুন ও রাম চরণ বরুণের কাকার ছেলে হন ৷ চিরঞ্জীবী, পবন কল্যাণ বরুণের কাকা ৷

Varun-Lavanya Wedding Reception
বরুণ-লাবন্যর সঙ্গে পরিচালক সুকুমার

আরও পড়ুন: অজয়ের কথা অমান্য করেই হেলিকপ্টার থেকে ঝাঁপ অক্ষয়ের

অন্যদিকে, রিসেপশনের দিন সোনালি রঙের ঝলমলে শাড়িতে দেখা যায় লাবন্যকে ৷ গলায় ও কানে ম্যাচিং হিরের গয়না ৷ বরুণ এদিন পরেছিলেন কালো রঙের পাঞ্জাবি, সঙ্গে সোনালি রঙের জহর কোট ৷ এদিন বিগ পার্টিতে উপস্থিত ছিলেন ভেঙ্কটেশ, রোশান মেকা, জয়াসিন্ধু, সান্দীপ কিষাণ, সত্য দেব, ডিওপি জ্ঞানশঙ্কর, পরিচালক করুণা কুমার-সহ একাধিক তারকা ৷

Varun-Lavanya Wedding Reception
বরুণ-লাবন্যর সঙ্গে ভেঙ্কটেশ

হায়দরাবাদ, 6 নভেম্বর: ইতালির তাস্কানিতে রাজকীয় বিয়ের পর হায়দরাবাদে ল্যাভিশ বিয়ের রিসেপশনে পার্টির আয়োজন করেন নবদম্পতি বরুণ তেজ ও লাবন্য ত্রিপাঠী ৷ মাধাপুরের এন কনভেনশন সেন্টারে রবিবার বসেছিল চাঁদের হাট ৷ বরুণ তেজের বাবা-মা নাগাবাবু ও পদ্মজা উপস্থিত ছিলেন অতিথিদের স্বাগত জানাতে ৷ অতিথি তালিকায় কে ছিলেন না এদিন! মুতিয়ালি সুব্বেহ, নাগা চৈতন্য, কমেডিয়ান আলি কুপলে-সহ টেলিভিশন জগত ও ক্রীড়া জগতের একাধিক ব্যক্তিত্ব হাজির ছিলেন ৷

Varun-Lavanya Wedding Reception
বরুণ তেজ-লাবন্য ত্রিপাঠীর রিসেপশন পার্টি

ইতালিতে ড্রিমি ডেস্টিনেশন বিয়ের পর 4 তারিখ হায়দরাবাদ ফেরেন বরুণ ও লাবন্য ৷ সেদিন তাঁদের স্বাগত জানাতে অনুরাগীরা ভিড় জমিয়েছিলেন বিমানবন্দরে ৷ তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ৷ অনুরাগীদের কাছে তাঁরা পরিচিত বরুণলাভ নামে ৷ তেলুগু ফিল্ম ইন্ডাষ্ট্রিতে এই জুটি বেশ জনপ্রিয় ৷ দীর্ঘ প্রেমের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা ৷ পয়লা নভেম্বর ইতালির তাস্কানিতে কাছের বন্ধু ও পরিবারকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন বরুণ-লাবন্য ৷ সে ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷

Varun-Lavanya Wedding Reception
বরুণ-লাবন্যর সঙ্গে চিরঞ্জীবি

তাস্কানির বরগো স্যান ফেলিস হোটেলে বসেছিল বিয়ের আসর ৷ উপস্থিত ছিলেন চিরঞ্জীবী, পবন কল্যাণ, আল্লু আর্জুন ও রাম চরণ ৷ হিন্দু রীতি মেনেই বিয়ে হয়েছে তাঁদের ৷ বিয়ের দিন লাবন্য পরেছিলেন সব্যসাচীর তৈরি ডিজাইনার লাল কাঞ্জিভরম শাড়ি ৷ অন্যদিকে, বরুণের পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি ৷ আল্লু আর্জুন ও রাম চরণ বরুণের কাকার ছেলে হন ৷ চিরঞ্জীবী, পবন কল্যাণ বরুণের কাকা ৷

Varun-Lavanya Wedding Reception
বরুণ-লাবন্যর সঙ্গে পরিচালক সুকুমার

আরও পড়ুন: অজয়ের কথা অমান্য করেই হেলিকপ্টার থেকে ঝাঁপ অক্ষয়ের

অন্যদিকে, রিসেপশনের দিন সোনালি রঙের ঝলমলে শাড়িতে দেখা যায় লাবন্যকে ৷ গলায় ও কানে ম্যাচিং হিরের গয়না ৷ বরুণ এদিন পরেছিলেন কালো রঙের পাঞ্জাবি, সঙ্গে সোনালি রঙের জহর কোট ৷ এদিন বিগ পার্টিতে উপস্থিত ছিলেন ভেঙ্কটেশ, রোশান মেকা, জয়াসিন্ধু, সান্দীপ কিষাণ, সত্য দেব, ডিওপি জ্ঞানশঙ্কর, পরিচালক করুণা কুমার-সহ একাধিক তারকা ৷

Varun-Lavanya Wedding Reception
বরুণ-লাবন্যর সঙ্গে ভেঙ্কটেশ
Last Updated : Nov 6, 2023, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.