ETV Bharat / entertainment

কিং খানের পর অ্যাটলির ছবিতে 'বাওয়াল' অভিনেতা, শীঘ্রই শুরু হবে শুটিং - Atlee

Varun Dhawan New Movie: শাহরুখ খানের পর এবার অ্যাটলির ছবিতে 'বাওয়াল' অভিনেতা বরুণ ধাওয়ান ৷ শুটিং সেটের শুভ মহরতের ছবি ও ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

Etv Bharat
অ্যাটলির ছবিতে বরুণ ধাওয়ান
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 7:44 PM IST

হায়দরাবাদ, 14 জানুয়ারি: পৌষ সংক্রান্তিতে নতুন ছবির কাজে হাত দিলেন অভিনেতা বরুণ ধাওয়ান ৷ হয়ে গেল ছবির শুভ মরহত ৷ ছবির নাম ঠিক না হলেও ভিডি 18 নামেই হল মুহরতের পুজো ৷ অ্যাকশনধর্মী এই ছবির পরিচালনা করছেন এ. কালেশ্বরন ৷ ছবি প্রযোজনার দায়িত্বে অ্যাটলি ৷ বাওয়াল অভিনেতা জানিয়েছেন, খুব শীঘ্রই ঘোষিত হবে ছবির নাম ৷

গতবছরই বিটাউনে পরিচালক হিসাবে হাতেখড়ি হয় অ্যাটলির ৷ শাহরুখ খানের হাত ধরে তিনি দর্শকদের উপহার দেন ব্লকব্লাস্টার ছবি জওয়ান ৷ আবারও তিনি অ্যাকশন ছবি বেছে নিয়েছেন ৷ তবে পরিচালক নয়, প্রযোজনা করবেন তিনি ৷ ভেড়িয়া অভিনেতা বরুণ ধাওয়ান এবার জুটি বাঁধছেন অ্যাটলির ব্যানারের ছবিতে ৷ অভিনেতার বিপরীতে দেখা যাবে কীর্তি সুরেশ এবং ওয়ামিকা গাব্বিকে ৷ সেটে তার আগে হয়ে গেল পুজো ৷ সেই ভিডিয়ো শেয়ার হতেই ভাইরাল নেটপাড়ায় ৷ নতুন ছবির খবরে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷ অভিনেতা জানিয়েছেন, খুব শীঘ্রই ছবির নাম ঘোষণা করা হবে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বরুণ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে দেখা যায়, পরিচালক-সহ অনান্য ছবির কলাকুশলীরা বসেছেন পুজোতে ৷ চারিদিক সাজানো ফুল দিয়ে ৷ তারপর হাতে ক্ল্যাপবোর্ড দেখা যায় ৷ একদিকে মকর সংক্রান্তি অন্যদিকে পোঙ্গল ৷ উৎসবের আমেজে নতুন ছবি নিয়ে যাত্রা শুরু করলেন অ্যাটলি ৷ পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন অ্যাটলি ৷ তাঁর সঙ্গে রয়েছেন প্রযোজক মুরাদ খেতানি ৷ এই ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ ৷ হলুদ রঙের শাড়িতে তাঁকে লাগছিল উজ্জ্বল ৷

অন্যদিকে, পুজো উপলক্ষ্যে বরুণ পরেছিলেন নীল রঙের শার্ট ও সাদা রঙের ট্রাউজার ৷ পাশাপাশি খুফিয়া ও জুবিলি খ্যাত অভিনেত্রী ওয়ামিকাকে এদিন দেখা গিয়েছে নীল সুটে ৷ বরুণের শেয়ার করা ভিডিয়োর শেষে কলাকুশলীদের অন্য মেজাজও ধরা পড়েছে ৷ মূলত, বলিউডে পা রেখেই সকলকে চমকে দিয়েছেন অ্যাটলি ৷ প্রথম ছবিতেই তিনি বক্সঅফিসে হাঁকিয়েছেন ছক্কা ৷ এবার দর্শকরা অপেক্ষায় অ্যাটলি-বরুণ জুটির ছবি সম্পর্কে বিস্তারিত জানতে ৷

আরও পড়ুন:

1. আরও জমকালো রাম লালার প্রাণ প্রতিষ্ঠা! নৃত্য পরিবেশনে হেমা মালিনী

2. রাধিকা আপ্তের পর সুরভি, বিমান পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ 'নাগিন' অভিনেত্রীর

3. কবে মুক্তি পাচ্ছে হৃতিক-দীপিকার 'ফাইটার' ট্রেলার, তারিখ ঘোষণা নির্মাতাদের

হায়দরাবাদ, 14 জানুয়ারি: পৌষ সংক্রান্তিতে নতুন ছবির কাজে হাত দিলেন অভিনেতা বরুণ ধাওয়ান ৷ হয়ে গেল ছবির শুভ মরহত ৷ ছবির নাম ঠিক না হলেও ভিডি 18 নামেই হল মুহরতের পুজো ৷ অ্যাকশনধর্মী এই ছবির পরিচালনা করছেন এ. কালেশ্বরন ৷ ছবি প্রযোজনার দায়িত্বে অ্যাটলি ৷ বাওয়াল অভিনেতা জানিয়েছেন, খুব শীঘ্রই ঘোষিত হবে ছবির নাম ৷

গতবছরই বিটাউনে পরিচালক হিসাবে হাতেখড়ি হয় অ্যাটলির ৷ শাহরুখ খানের হাত ধরে তিনি দর্শকদের উপহার দেন ব্লকব্লাস্টার ছবি জওয়ান ৷ আবারও তিনি অ্যাকশন ছবি বেছে নিয়েছেন ৷ তবে পরিচালক নয়, প্রযোজনা করবেন তিনি ৷ ভেড়িয়া অভিনেতা বরুণ ধাওয়ান এবার জুটি বাঁধছেন অ্যাটলির ব্যানারের ছবিতে ৷ অভিনেতার বিপরীতে দেখা যাবে কীর্তি সুরেশ এবং ওয়ামিকা গাব্বিকে ৷ সেটে তার আগে হয়ে গেল পুজো ৷ সেই ভিডিয়ো শেয়ার হতেই ভাইরাল নেটপাড়ায় ৷ নতুন ছবির খবরে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷ অভিনেতা জানিয়েছেন, খুব শীঘ্রই ছবির নাম ঘোষণা করা হবে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বরুণ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে দেখা যায়, পরিচালক-সহ অনান্য ছবির কলাকুশলীরা বসেছেন পুজোতে ৷ চারিদিক সাজানো ফুল দিয়ে ৷ তারপর হাতে ক্ল্যাপবোর্ড দেখা যায় ৷ একদিকে মকর সংক্রান্তি অন্যদিকে পোঙ্গল ৷ উৎসবের আমেজে নতুন ছবি নিয়ে যাত্রা শুরু করলেন অ্যাটলি ৷ পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন অ্যাটলি ৷ তাঁর সঙ্গে রয়েছেন প্রযোজক মুরাদ খেতানি ৷ এই ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ ৷ হলুদ রঙের শাড়িতে তাঁকে লাগছিল উজ্জ্বল ৷

অন্যদিকে, পুজো উপলক্ষ্যে বরুণ পরেছিলেন নীল রঙের শার্ট ও সাদা রঙের ট্রাউজার ৷ পাশাপাশি খুফিয়া ও জুবিলি খ্যাত অভিনেত্রী ওয়ামিকাকে এদিন দেখা গিয়েছে নীল সুটে ৷ বরুণের শেয়ার করা ভিডিয়োর শেষে কলাকুশলীদের অন্য মেজাজও ধরা পড়েছে ৷ মূলত, বলিউডে পা রেখেই সকলকে চমকে দিয়েছেন অ্যাটলি ৷ প্রথম ছবিতেই তিনি বক্সঅফিসে হাঁকিয়েছেন ছক্কা ৷ এবার দর্শকরা অপেক্ষায় অ্যাটলি-বরুণ জুটির ছবি সম্পর্কে বিস্তারিত জানতে ৷

আরও পড়ুন:

1. আরও জমকালো রাম লালার প্রাণ প্রতিষ্ঠা! নৃত্য পরিবেশনে হেমা মালিনী

2. রাধিকা আপ্তের পর সুরভি, বিমান পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ 'নাগিন' অভিনেত্রীর

3. কবে মুক্তি পাচ্ছে হৃতিক-দীপিকার 'ফাইটার' ট্রেলার, তারিখ ঘোষণা নির্মাতাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.