মুম্বই, 22 জুন: মুক্তির আগেই নজির বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের 'বাওয়াল'-এর ৷ এই নজির ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এর আগে কখনও হয়নি ৷ প্রথমবার প্যারিসের আইফেল টাওয়ারে হতে চলেছে ভারতীয় ছবির গ্র্যান্ড ওয়ার্ল্ড প্রিমিয়ার ৷ জুলাইয়ের মাঝামাঝি প্যারিসের আইফেল টাওয়ার ও বিশ্ব সাক্ষী থাকতে চলেছে 'বাওয়াল'-এর প্রিমিয়ারের ৷
প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর ৷ পরিচালনায় নীতেশ তিওয়ারি ৷ প্রযোজনার দায়িত্বে সাজিদ নাদিয়াওয়ালা ৷ গত দু'বছর ধরে এই ছবি বি-টাউনে রয়েছে চর্চায় ৷ সূত্রের খবর, যেহেতু এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে , তাই সেই মুক্তি হবে লার্জার দ্যান লাইফের মতোই ৷ জানা গিয়েছে,প্যানারমিক ভিউতে বাওয়াল ছবির প্রিমিয়ার হবে সল্লে গুস্তাভ আইফেলে ৷ বরুণ, জাহ্নবী, সাজিদ ও নীতেশ ছাড়াও প্রিমিয়ারে উপস্থিত থাকবেন ফরাসি প্রতিনিধিরাও ৷
-
#VarunDhawan and #JanhviKapoor's #Bawaal will reportedly be the first Indian film to premiere at the Eiffel Tower.❤️ pic.twitter.com/HQDJhhtWCK
— Filmfare (@filmfare) June 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#VarunDhawan and #JanhviKapoor's #Bawaal will reportedly be the first Indian film to premiere at the Eiffel Tower.❤️ pic.twitter.com/HQDJhhtWCK
— Filmfare (@filmfare) June 22, 2023#VarunDhawan and #JanhviKapoor's #Bawaal will reportedly be the first Indian film to premiere at the Eiffel Tower.❤️ pic.twitter.com/HQDJhhtWCK
— Filmfare (@filmfare) June 22, 2023
প্রসঙ্গত, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি 'ছিঁছোড়ে'-র চারবছর পর সাজিদ নাদিয়াওয়ালা ও নীতেশ তিওয়ারি আবারও জুটি বেঁধেছেন ৷ কমেডির ছোঁয়ায় ভালোবাসার গল্প বলতে চলেছে 'বাওয়াল' ৷ আর যেহেতু এই ছবির অনেকটা জুড়ে রয়েছে ভালোবাসার শহর প্যারিস, তাই গ্র্যান্ড প্রিমিয়ারও হতে চলেছে এই শহরকে সাক্ষী রেখেই ৷
প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা বলেছেন, এই ছবি তাঁর কাছে স্পেশাল ৷ তিনি বলেন, " এটা তাঁর স্বপ্নের প্রোজেক্ট ৷ এই ছবি প্রযোজনা করতে পেরে আমি আনন্দিত ৷ যেহেতু আমার পছন্দের পরিচালক নীতেশ এটা পরিচালনা করছেন, তাতে আমি আরও খুশি হয়েছি ৷ প্রথমবার একসঙ্গে হলেও বরুণ-জাহ্নবী খুব ভালো কাজ করেছেন ৷ এই ছবি নিয়ে আমি গর্বিত ৷"
আরও পড়ুন: 'সিঙ্গেল ডিজিট'-এ নামল 'আদিপুরুষ' ছবির আয়! কমল টিকিটের দামও
2020 সালে হয়েছিল এই ছবির ঘোষণা ৷ শ্যুটিং শেষ হয় গতবছরের জুলাইতে ৷ প্রথম ঠিক ছিল এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অক্টোবরে ৷ কিন্তু নানা কারণে সেই সিদ্ধান্ত বাতিল হয়ে যায় ৷ তারপরেই ঠিক হয় অ্যামাজন প্রাইমে গ্লোবালি মুক্তি পাবে 'বাওয়াল' ৷ কিছুদিনের মধ্যেই সামনে আসতে চলেছে ছবির ট্রেলার ও গান ৷ জুলাইয়ে প্রায় 200টি দেশে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে বরুণ-জাহ্নবীর 'বাওয়াল' ৷