ETV Bharat / entertainment

Urvasi In Burj Al Arab : প্রথম ভারতীয় হিসাবে সাততারা হোটেল বুর্জ আরবে পারফর্ম করলেন উর্বশী - Urvasi In Burj Al Arab

প্রথম ভারতীয় হিসাবে সাততারা হোটেল বুর্জ আরবে পঞ্চাশ হাজার লোকের সামনে পারফর্ম করার সুযোগ পেলেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvasi Rautela Gets the Chance to Perform in Burj Al Arab)৷

Urvasi In Burj Al Arab
প্রথম ভারতীয় হিসাবে বিশ্বের একমাত্র সাত-তারা হোটেল বুর্জ আরবে পারফর্ম করলেন উর্বশী
author img

By

Published : Apr 4, 2022, 12:14 PM IST

হায়দরাবাদ, 4 এপ্রিল : বলিউডে সকলের মন তো এমনিতেই জয় করেছেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা ৷ এবার আরবও মেতে উঠল তাঁর সৌন্দর্যে ৷ প্রথম ভারতীয় হিসাবে সাততারা হোটেল বুর্জ আরবে পঞ্চাশ হাজার লোকের সামনে পারফর্ম করার সুযোগ পেলেন এই অভিনেত্রী (Urvasi Rautela Gets the Chance to Perform in Burj Al Arab) ৷

বলি দুনিয়ায় পা রাখার পর থেকেই সাফল্য ব্যর্থতার এই সাপলুডো খেলায় বেশ ভালভাবেই একের পর এক সিঁড়ি চড়ছেন এই অভিনেত্রী ৷ তিনি যেমন রূপে লক্ষ্মী তেমনি গুণেও সরস্বতী ৷ ইতিমধ্যেই এক্সপো 2020 প্যাভেলিয়নে রানির মর্যাদায় বরণ করে নেওয়া হয়েছে তাঁকে ৷ এছাড়া এমিগ্যালা অ্যাওয়ার্ডে তাঁর উপস্থিতি এই সুন্দরীর মুকুটে এক নতুন পালক যোগ করেছে ৷ একইসঙ্গে প্রথম ভারতীয় হিসাবে সাততারা হোটেল বুর্জ আরবে নিজের কলা প্রদর্শনের সুযোগও পেয়ে গেলেন তিনি ৷ জানা গিয়েছে, এর জন্য 5 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এই বলিসুন্দরী ৷

আরও পড়ুন :মা হলেন কমেডি কুইন ভারতী সিং, সুপারহিরোর সঙ্গে তুলনা নেটিজেনদের

অনুষ্ঠানের একটি ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী নিজেও ৷ ক্যাপশনে তিনি লেখেন, ‘‘ভীষণ কৃতজ্ঞ বোধ করছি ৷ সাততারা বুর্জ আল আরবে প্রথম ভারতীয় শিল্পী পারফর্ম করতে । আমাকে জীবনে এই সমস্ত বিশ্বমানের সুযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ ৷'’

হায়দরাবাদ, 4 এপ্রিল : বলিউডে সকলের মন তো এমনিতেই জয় করেছেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা ৷ এবার আরবও মেতে উঠল তাঁর সৌন্দর্যে ৷ প্রথম ভারতীয় হিসাবে সাততারা হোটেল বুর্জ আরবে পঞ্চাশ হাজার লোকের সামনে পারফর্ম করার সুযোগ পেলেন এই অভিনেত্রী (Urvasi Rautela Gets the Chance to Perform in Burj Al Arab) ৷

বলি দুনিয়ায় পা রাখার পর থেকেই সাফল্য ব্যর্থতার এই সাপলুডো খেলায় বেশ ভালভাবেই একের পর এক সিঁড়ি চড়ছেন এই অভিনেত্রী ৷ তিনি যেমন রূপে লক্ষ্মী তেমনি গুণেও সরস্বতী ৷ ইতিমধ্যেই এক্সপো 2020 প্যাভেলিয়নে রানির মর্যাদায় বরণ করে নেওয়া হয়েছে তাঁকে ৷ এছাড়া এমিগ্যালা অ্যাওয়ার্ডে তাঁর উপস্থিতি এই সুন্দরীর মুকুটে এক নতুন পালক যোগ করেছে ৷ একইসঙ্গে প্রথম ভারতীয় হিসাবে সাততারা হোটেল বুর্জ আরবে নিজের কলা প্রদর্শনের সুযোগও পেয়ে গেলেন তিনি ৷ জানা গিয়েছে, এর জন্য 5 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এই বলিসুন্দরী ৷

আরও পড়ুন :মা হলেন কমেডি কুইন ভারতী সিং, সুপারহিরোর সঙ্গে তুলনা নেটিজেনদের

অনুষ্ঠানের একটি ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী নিজেও ৷ ক্যাপশনে তিনি লেখেন, ‘‘ভীষণ কৃতজ্ঞ বোধ করছি ৷ সাততারা বুর্জ আল আরবে প্রথম ভারতীয় শিল্পী পারফর্ম করতে । আমাকে জীবনে এই সমস্ত বিশ্বমানের সুযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ ৷'’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.