ETV Bharat / entertainment

Upcoming Web Series: সুস্মিতা টু কাজল, 2023-এ নজরে কোন কোন নারীকেন্দ্রিক ওয়েব সিরিজ ? রইল বিস্তারিত

2023-এ ওটিটিজুড়ে একগুচ্ছ সারপ্রাইজ। আসছে চমকে দেওয়া সব সিরিজ ও ওরিজিনাল ছবি। যার মধ্যে নারীকেন্দ্রিক চরিত্রগুলি বেশি আর্কষণীয় ৷ গল্পের কাহিনি, সিরিজগুলি কবে কোথায় দেখা যাবে তা জেনে নিন বিস্তারিত...

Upcoming Web Series
নারীকেন্দ্রিক ওয়েব সিরিজ
author img

By

Published : Apr 26, 2023, 10:35 PM IST

Updated : Apr 26, 2023, 11:00 PM IST

হায়দরাবাদ, 26 এপ্রিল: নারীকেন্দ্রিক ওয়েব সিরিজগুলো সম্প্রতি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পাচ্ছে । 2023-এ ওটিটিজুড়ে রয়েছে একগুচ্ছ সারপ্রাইজ। যার মধ্যে নারীকেন্দ্রিক চরিত্রগুলি বেশি আর্কষণীয় ৷ আসছে রোম শিহরিত ও চমকে দেওয়া কিছু ওয়েব সিরিজ ও ওরিজিনাল ছবি। এর মধ্যে রয়েছে দাহাদ, আরিয়া 3, গুড ওয়াইফ-সহ অন্যান্য। গল্পের কাহিনি, সিরিজগুলি কবে কোথায় দেখা যাবে তা রইল বিস্তারিত...

Upcoming Web Series
পুলিশের চরিত্রে দাহাদ ওয়েব সিরিজে সোনাক্ষীর লুক
  • দাহাদ

বলিউডের অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সোনাক্ষী সিনহা। সলমনের বিপরীতে 'দাবাং' সিনেমায় অভিনয় জগতে ডেবিউ করেছিলেন তিনি। সেই সিনেমায় পুলিশ অফিসার তথা চুলবুল পান্ডের স্ত্রী'র চরিত্রে ব্যাপক সাড়া ফেলেছিলেন। এবার একেবারে পুলিশের চরিত্রেই দেখা যাবে সোনাক্ষীকে। সোনাক্ষী সিনহা বিপরীতে থাকছেন বিজয় বর্মা ৷ সিরিজটি 8টি এপিসোড নিয়ে একটি ক্রাইম ঘটনার ওপরে তৈরি ৷ ওয়েব সিরিজটির শুরুতেই দেখা যায় সুলভ শৌচালয়ে রহস্যজনকভাবে একাধিক মহিলার মৃতদেহ পাওয়া যাচ্ছে, সাব-ইন্সপেক্টর অঞ্জলি ভাটি তথা সোনাক্ষী সিনহার ওপর তদন্তভার যায়। আগামী 12 মে সিরিজটি ওটিট প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পেতে চলেছে ৷

Upcoming Web Series
আরিয়া সিজন থ্রিতে অ্যাকশনমুখী সুস্মিতা
  • আরিয়া সিজন 3

মারমুখী মেজাজে গতকাল মিডিয়ায় ধরা দিয়েছেন ওটিটি দুনিয়ার আরিয়া ওরফে সুস্মিতা সেন। মার্চ মাসে আরিয়া সিজন 3-র শ্যুটিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন মিস ইউনিভার্স ৷ সুস্থ হয়ে গত সপ্তাহেই আরিয়া সিজন 3-র সেটে যোগ দিয়েছেন সুস্মিতা সেন। সিরিজের প্রথম সিজনেই খুন হয়ে যায় আরিয়ার স্বামী তেজ সারিন ৷ দ্বিতীয় সিজনে তিনি জানতে পেরেছেন তেজকে কে খুন করেছে ৷ এবার পালা সেই হত্যাকারীকে খুঁজে শাস্তি দেওয়ার। সেই গল্পই তৃতীয় সিজনে দেখাতে চলেছেন পরিচালক রাম মাধবানি ৷ প্রথম দু'টি সিজনের থেকে আরিয়া সিজন 3 যে আরও টানটান ও অ্যাকশপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এবছরের শেষে ডিজনি প্লাস হটস্টারে এটি দেখা যাবে ৷

Upcoming Web Series
সাস বহু অর ফ্ল্যামিঙ্গো ওসেব সিরিজ
  • সাস বহু অর ফ্ল্যামিঙ্গো

মাদক, বন্দুক, যৌনতায় ভরা সাস বহু অর ফ্ল্যামিঙ্গো ৷ আসন্ন নারী-কেন্দ্রিক অ্যাকশন থ্রিলার সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, রাধিকা মদন, অঙ্গিরা ধর এবং ইশা তলওয়ার। ভেষজ ওষুধ আর হস্তশিল্পের আড়ালে মাদকের ব্যবসা। এই ব্যবসায় রাজত্ব রানির। মেয়ে-বউমাদের নিয়ে মহিলা ব্রিগেড তৈরি করেছে সে। রানির যোদ্ধারা যতখানি হিংস্র, ততখানিই নিষ্ঠুর আর চালাক। এমন কাহিনি নিয়েই আগামী 5 মে ডিজনি প্লাস হটস্টারে আসছে সাস বহু অর ফ্ল্যামিঙ্গো ৷

Upcoming Web Series
গুড ওয়াইফের লুকে কাজল
  • গুড ওয়াইফ

এবার জনপ্রিয় শো 'দ্য গুড ওয়াইফ'-এর হিন্দি রিমেকে অভিনয় করতে যাচ্ছেন কাজল। এতে তাঁর সহ-অভিনেতা হিসেবে রয়েছেন ব্রিটিশ-পাকিস্তানি অভিনেতা আলি খান। শো'টিতে কাজলের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্য রয়েছে এই অভিনেতার। সম্প্রতি সেই অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিংয়ের কথা স্মরণ করেছেন অভিনেতা এবং এটিও স্বীকার করেছেন, কাজল তাঁর দীর্ঘদিনের ক্রাশ ছিলেন। শো'টির 7টি সিজন রয়েছে ৷ কাজলকে একজন গৃহবধূর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ৷ পরে তিনি হবেন আইনজীবী ৷ কেন এমনটা তার জন্য নজর রাখতে হবে ডিজনি প্লাস হটস্টারে ৷

Upcoming Web Series
ওয়েব সিরিজ হীরামান্দি
  • হীরামান্দি

ভক্তদের জন্য দারুণ চমক নিয়েই আসছেন সঞ্জয় লীলা বনসালী । তার আসন্ন নাম ওয়েব সিরিজের নাম 'হীরামান্দি'। এই প্রথমবারের মতো ওয়েব সিরিজে হাত দিলেন এই গুণী পরিচালক। সেই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। এক ফ্রেমে নিয়ে এলেন মনীশা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সেগাল ও সনজিদা শেখকে। বনশালি প্রোডাকশনের পক্ষ থেকে দু'টি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "সঞ্জয় লীলা বনশালি আপনাদের সেই দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছেন যেখানে যৌনকর্মীরাই ছিলেন রানি!" সিরিজটির প্রযোজনা সংস্থা নেটফ্লিক্স। হীরামান্দি অবিভক্ত ভারতের লাহোরের এক পতিতালয়ের গল্পে নির্মিত। যে পতিতালয়ের গল্পে উঠে এসেছে প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার এবং রাজনীতির।

হায়দরাবাদ, 26 এপ্রিল: নারীকেন্দ্রিক ওয়েব সিরিজগুলো সম্প্রতি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পাচ্ছে । 2023-এ ওটিটিজুড়ে রয়েছে একগুচ্ছ সারপ্রাইজ। যার মধ্যে নারীকেন্দ্রিক চরিত্রগুলি বেশি আর্কষণীয় ৷ আসছে রোম শিহরিত ও চমকে দেওয়া কিছু ওয়েব সিরিজ ও ওরিজিনাল ছবি। এর মধ্যে রয়েছে দাহাদ, আরিয়া 3, গুড ওয়াইফ-সহ অন্যান্য। গল্পের কাহিনি, সিরিজগুলি কবে কোথায় দেখা যাবে তা রইল বিস্তারিত...

Upcoming Web Series
পুলিশের চরিত্রে দাহাদ ওয়েব সিরিজে সোনাক্ষীর লুক
  • দাহাদ

বলিউডের অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সোনাক্ষী সিনহা। সলমনের বিপরীতে 'দাবাং' সিনেমায় অভিনয় জগতে ডেবিউ করেছিলেন তিনি। সেই সিনেমায় পুলিশ অফিসার তথা চুলবুল পান্ডের স্ত্রী'র চরিত্রে ব্যাপক সাড়া ফেলেছিলেন। এবার একেবারে পুলিশের চরিত্রেই দেখা যাবে সোনাক্ষীকে। সোনাক্ষী সিনহা বিপরীতে থাকছেন বিজয় বর্মা ৷ সিরিজটি 8টি এপিসোড নিয়ে একটি ক্রাইম ঘটনার ওপরে তৈরি ৷ ওয়েব সিরিজটির শুরুতেই দেখা যায় সুলভ শৌচালয়ে রহস্যজনকভাবে একাধিক মহিলার মৃতদেহ পাওয়া যাচ্ছে, সাব-ইন্সপেক্টর অঞ্জলি ভাটি তথা সোনাক্ষী সিনহার ওপর তদন্তভার যায়। আগামী 12 মে সিরিজটি ওটিট প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পেতে চলেছে ৷

Upcoming Web Series
আরিয়া সিজন থ্রিতে অ্যাকশনমুখী সুস্মিতা
  • আরিয়া সিজন 3

মারমুখী মেজাজে গতকাল মিডিয়ায় ধরা দিয়েছেন ওটিটি দুনিয়ার আরিয়া ওরফে সুস্মিতা সেন। মার্চ মাসে আরিয়া সিজন 3-র শ্যুটিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন মিস ইউনিভার্স ৷ সুস্থ হয়ে গত সপ্তাহেই আরিয়া সিজন 3-র সেটে যোগ দিয়েছেন সুস্মিতা সেন। সিরিজের প্রথম সিজনেই খুন হয়ে যায় আরিয়ার স্বামী তেজ সারিন ৷ দ্বিতীয় সিজনে তিনি জানতে পেরেছেন তেজকে কে খুন করেছে ৷ এবার পালা সেই হত্যাকারীকে খুঁজে শাস্তি দেওয়ার। সেই গল্পই তৃতীয় সিজনে দেখাতে চলেছেন পরিচালক রাম মাধবানি ৷ প্রথম দু'টি সিজনের থেকে আরিয়া সিজন 3 যে আরও টানটান ও অ্যাকশপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এবছরের শেষে ডিজনি প্লাস হটস্টারে এটি দেখা যাবে ৷

Upcoming Web Series
সাস বহু অর ফ্ল্যামিঙ্গো ওসেব সিরিজ
  • সাস বহু অর ফ্ল্যামিঙ্গো

মাদক, বন্দুক, যৌনতায় ভরা সাস বহু অর ফ্ল্যামিঙ্গো ৷ আসন্ন নারী-কেন্দ্রিক অ্যাকশন থ্রিলার সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, রাধিকা মদন, অঙ্গিরা ধর এবং ইশা তলওয়ার। ভেষজ ওষুধ আর হস্তশিল্পের আড়ালে মাদকের ব্যবসা। এই ব্যবসায় রাজত্ব রানির। মেয়ে-বউমাদের নিয়ে মহিলা ব্রিগেড তৈরি করেছে সে। রানির যোদ্ধারা যতখানি হিংস্র, ততখানিই নিষ্ঠুর আর চালাক। এমন কাহিনি নিয়েই আগামী 5 মে ডিজনি প্লাস হটস্টারে আসছে সাস বহু অর ফ্ল্যামিঙ্গো ৷

Upcoming Web Series
গুড ওয়াইফের লুকে কাজল
  • গুড ওয়াইফ

এবার জনপ্রিয় শো 'দ্য গুড ওয়াইফ'-এর হিন্দি রিমেকে অভিনয় করতে যাচ্ছেন কাজল। এতে তাঁর সহ-অভিনেতা হিসেবে রয়েছেন ব্রিটিশ-পাকিস্তানি অভিনেতা আলি খান। শো'টিতে কাজলের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্য রয়েছে এই অভিনেতার। সম্প্রতি সেই অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিংয়ের কথা স্মরণ করেছেন অভিনেতা এবং এটিও স্বীকার করেছেন, কাজল তাঁর দীর্ঘদিনের ক্রাশ ছিলেন। শো'টির 7টি সিজন রয়েছে ৷ কাজলকে একজন গৃহবধূর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ৷ পরে তিনি হবেন আইনজীবী ৷ কেন এমনটা তার জন্য নজর রাখতে হবে ডিজনি প্লাস হটস্টারে ৷

Upcoming Web Series
ওয়েব সিরিজ হীরামান্দি
  • হীরামান্দি

ভক্তদের জন্য দারুণ চমক নিয়েই আসছেন সঞ্জয় লীলা বনসালী । তার আসন্ন নাম ওয়েব সিরিজের নাম 'হীরামান্দি'। এই প্রথমবারের মতো ওয়েব সিরিজে হাত দিলেন এই গুণী পরিচালক। সেই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। এক ফ্রেমে নিয়ে এলেন মনীশা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সেগাল ও সনজিদা শেখকে। বনশালি প্রোডাকশনের পক্ষ থেকে দু'টি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "সঞ্জয় লীলা বনশালি আপনাদের সেই দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছেন যেখানে যৌনকর্মীরাই ছিলেন রানি!" সিরিজটির প্রযোজনা সংস্থা নেটফ্লিক্স। হীরামান্দি অবিভক্ত ভারতের লাহোরের এক পতিতালয়ের গল্পে নির্মিত। যে পতিতালয়ের গল্পে উঠে এসেছে প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার এবং রাজনীতির।

Last Updated : Apr 26, 2023, 11:00 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.