ETV Bharat / entertainment

Uorfi Javed : 'আজকের মেয়েরা অলস', সোনালিকে 'অসংবেদনশীল' বলে কটাক্ষ উরফির

'আজকের দিনের মেয়েরা অলস ৷ নিজের পাঁয়ে না-দাঁড়িয়ে স্বামীর রোজগারের দিকে তাকিয়ে থাকে' ৷ অভিনেত্রী সোনালি কুলকার্নির এমন মন্তব্যের সমালোচনা করেছেন মডেল উরফি জাভেদ (Uorfi Javed lashes out at Sonali Kulkarni) ৷

Etv Bharat
সোনালিকে 'অসংবেদনশীল' বলে কটাক্ষ উরফির
author img

By

Published : Mar 18, 2023, 10:09 PM IST

হায়দরাবাদ, 18 মার্চ: "ভারতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে মেয়েরা অলসতার পরিচয় দেয় ৷ তাঁরা নিজেদের পায়ে না-দাঁড়িয়ে এমন একজন স্বামী চান, যিনি ভাল রোজগার করবেন" ৷ সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে মহিলাদেরকে নিয়ে এমন মন্তব্যের জেরে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী সোনালি কুলকার্নি (Sonali Kulkarni) ৷ টুইটারে পালটা তাঁকে একহাত নিয়েছেন অভিনেত্রী উরফি জাভেদও (Uorfi Javed lashes out at Sonali Kulkarni) ৷

অভিনেত্রী সোনালি কুলকার্নি, মারাঠি, তামিল, কন্নড়, হিন্দি-সহ আরও বেশ কিছু ভাষায় 70টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন ৷ 2022 সালে পেয়েছেন জাতীয় পুরস্কার ৷ তবে সম্প্রতি অভিনেত্রীর এহেন মন্তব্যে ঝড় উঠেছে সোশাল মিডিয়ায় ৷ টুইটারে সোনালির সমালোচনা করেন উরফি ৷ তাঁকে 'অসংবেদনশীল' বলেও কটাক্ষ করেছেন মডেল উরফি ৷

  • How insensitive , whatever you said !
    You’re calling modern day women lazy when they are handling their work as well as household chores together ?
    What’s wrong in wanting a husband whose earning good ? Men for centuries only saw women as child vending machine and yes the main… https://t.co/g1rQGyuSDg

    — Uorfi (@uorfi_) March 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সোনালি একটি সাংবাদিক সম্মেলনে বর্তমান সময়ের মহিলাদের নিয়ে বলেন, "এখন মেয়েদের স্বপ্ন থাকে এমন এক স্বামীর, যিনি ভালো কাজ করবেন ৷ নিজের বাড়ি থাকবে ৷ বাবা-মায়ের থেকে দূরে থাকবে ৷ এখনকার মহিলারা নিজের স্বামী বা স্পেশাল বন্ধুর ওপরে আর্থিক চাপ তৈরি করে ৷ বরং তাঁদের উচিত আর্থিক দিক থেকে স্বামীর ওপর নির্ভরশীল না-হয়ে পাশে থাকা ৷"

এই কথাতেই চটেছেন অভিনেত্রী উরফি জাভেদ (Uorfi Javed) ৷ তিনি টুইটারে লিখেছেন, "কতই না অসংবেদনশীল ! যাই বলুন না কেন, আপনি কী করে আধুনিক দিনের নারীদের অলস বলছেন, যখন তারা বাইরের কাজ এবং ঘরের কাজের মধ্যে সমতা বজায় রেখে চলেছেন ? কেউ যদি ভালো রোজগেরে স্বামী চান, তাতে দোষ কী ? বছর বছর ধরে পুরুষেরা নারীকে শুধুমাত্র শিশু তৈরির যন্ত্র হিসেবে দেখেছে ৷ হ্যাঁ আপনি ঠিক বলেছেন, মহিলাদের কাজ করা উচিত ৷ তবে সেটা সবাই করতে পারেন না ।" উরফির এই বক্তব্যকে অনেক নেটিজেনই সমর্থন করেছেন ৷

আরও পড়ুন: 17 বছর বাদে 'হেরাফেরি' নিয়ে ফিরছেন প্রিয়দর্শন, শুটিং ফ্লোরে যেতে ভয় সুনীলের

হায়দরাবাদ, 18 মার্চ: "ভারতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে মেয়েরা অলসতার পরিচয় দেয় ৷ তাঁরা নিজেদের পায়ে না-দাঁড়িয়ে এমন একজন স্বামী চান, যিনি ভাল রোজগার করবেন" ৷ সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে মহিলাদেরকে নিয়ে এমন মন্তব্যের জেরে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী সোনালি কুলকার্নি (Sonali Kulkarni) ৷ টুইটারে পালটা তাঁকে একহাত নিয়েছেন অভিনেত্রী উরফি জাভেদও (Uorfi Javed lashes out at Sonali Kulkarni) ৷

অভিনেত্রী সোনালি কুলকার্নি, মারাঠি, তামিল, কন্নড়, হিন্দি-সহ আরও বেশ কিছু ভাষায় 70টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন ৷ 2022 সালে পেয়েছেন জাতীয় পুরস্কার ৷ তবে সম্প্রতি অভিনেত্রীর এহেন মন্তব্যে ঝড় উঠেছে সোশাল মিডিয়ায় ৷ টুইটারে সোনালির সমালোচনা করেন উরফি ৷ তাঁকে 'অসংবেদনশীল' বলেও কটাক্ষ করেছেন মডেল উরফি ৷

  • How insensitive , whatever you said !
    You’re calling modern day women lazy when they are handling their work as well as household chores together ?
    What’s wrong in wanting a husband whose earning good ? Men for centuries only saw women as child vending machine and yes the main… https://t.co/g1rQGyuSDg

    — Uorfi (@uorfi_) March 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সোনালি একটি সাংবাদিক সম্মেলনে বর্তমান সময়ের মহিলাদের নিয়ে বলেন, "এখন মেয়েদের স্বপ্ন থাকে এমন এক স্বামীর, যিনি ভালো কাজ করবেন ৷ নিজের বাড়ি থাকবে ৷ বাবা-মায়ের থেকে দূরে থাকবে ৷ এখনকার মহিলারা নিজের স্বামী বা স্পেশাল বন্ধুর ওপরে আর্থিক চাপ তৈরি করে ৷ বরং তাঁদের উচিত আর্থিক দিক থেকে স্বামীর ওপর নির্ভরশীল না-হয়ে পাশে থাকা ৷"

এই কথাতেই চটেছেন অভিনেত্রী উরফি জাভেদ (Uorfi Javed) ৷ তিনি টুইটারে লিখেছেন, "কতই না অসংবেদনশীল ! যাই বলুন না কেন, আপনি কী করে আধুনিক দিনের নারীদের অলস বলছেন, যখন তারা বাইরের কাজ এবং ঘরের কাজের মধ্যে সমতা বজায় রেখে চলেছেন ? কেউ যদি ভালো রোজগেরে স্বামী চান, তাতে দোষ কী ? বছর বছর ধরে পুরুষেরা নারীকে শুধুমাত্র শিশু তৈরির যন্ত্র হিসেবে দেখেছে ৷ হ্যাঁ আপনি ঠিক বলেছেন, মহিলাদের কাজ করা উচিত ৷ তবে সেটা সবাই করতে পারেন না ।" উরফির এই বক্তব্যকে অনেক নেটিজেনই সমর্থন করেছেন ৷

আরও পড়ুন: 17 বছর বাদে 'হেরাফেরি' নিয়ে ফিরছেন প্রিয়দর্শন, শুটিং ফ্লোরে যেতে ভয় সুনীলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.