কলকাতা, 30 নভেম্বর: টলিউডের সুপারস্টার জিতের আজ জন্মদিন। আজ অনেক বছর ধরে অবাঙালি হয়েও বাংলার সিনেমাকে সমৃদ্ধ করে চলেছেন তিনি ৷ বাংলা ধারাবাহিক 'বিষবৃক্ষ'তে তারাচরণ চরিত্রে এবং 'জননী'তে অনিল চরিত্রে অভিনয় করেন তিনি। তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি তেলুগু ভাষাতে। ছবির নাম 'চাঁদু'৷ এরপর 'সাথী', 'সঙ্গী', বন্ধন, 'বস 2', 'ওয়ান্টেড', 'ইন্সপেক্টর নটি কে', 'চেঙ্গিজ' ছবিতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। জিৎ অভিনীত 'চেঙ্গিজ' ছবিটি বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পায়। একইসঙ্গে 'মানুষ' ছবিটিও মুক্তি পেয়েছে বাংলা ও হিন্দি ভাষায়। জিত কেমন তা জানালেন অভিনেতারই দুই কনিষ্ঠা অভিনেত্রী ৷
জিৎ-কে 'মানুষ' ছবিতে দেখা গিয়েছে এক কিশোরীর বাবার চরিত্রে। যে মেয়ের বয়স প্রায় তাঁর নিজের মেয়েরই সমান। সেই অয়ন্যা চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ইটিভি ভারত। অয়ন্যা জানায়, "জিৎ আঙ্কেল সুপারস্টার। তাঁর সঙ্গে কাজ করাটাই আমার কাছে বড় ব্যাপার। তাই নার্ভাস তো ছিলামই। আমার জীবনের প্রথম অডিশন জিৎ আঙ্কেলের অফিসেই হয়। খুব ভালো একজন মানুষ। অনেক কিছু শিখেছি জিৎ আঙ্কেলের কাছ থেকে। সেটে খুব মজা করত জিৎ আঙ্কেল।"এই মুহূর্ত পড়াশুনা নিয়েই ব্যস্ত অয়ন্যা। কেননা 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'-এ অভিনয় করাকালীন বেশ অনেকদিন পড়াশুনোয় ঘাটতি পড়েছে। তাই এখন পডা়শোনাতেই মন অয়ন্যার।
জিতের সঙ্গে 'ওয়ান্টেড' ছবিতে অভিনয় করেন আয়েষা ভট্টাচার্য। এরপর 'চেঙ্গিজ' ছবিতেও তাঁর সঙ্গে অভিনয় করেন আয়েষা। সুপারস্টারের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন তিনিও। তিনি বলেন, "তখন আমি খুব ছোট। আমার মা একটা কন্টিনিউয়েশন কস্টিউম বাড়িতে নিয়ে এসেছিল ধোওয়ার জন্য। সেটা পরদিন মা নিয়ে যেতে ভুলে যাওয়ায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মাকে খুব বাজেভাবে বকছিলেন। জিৎ দা সেটা শুনে ওঁকে বলেন, আমি আমার কন্টিনিউয়েশন জুতো আনতে ভুলে গিয়েছি। আমাকে বল এবার। আমি জিৎ বলে বলতে পারছিস না। আর ওনাদের বলছিস ? একটা গাড়ি দে আয়েষার মাকে। উনি গিয়ে নিয়ে আসুক বাড়ি থেকে। ব্যস তাহলেই তো হয়ে গেল। এরপর মা বাড়ি থেকে আমার সেই কস্টিউম নিয়ে যায় ফ্লোরে। এমনই ডাউন টু আর্থ একজন মানুষ উনি। উনি জানেন জুনিয়র আর্টিস্টদেরও কীভাবে সম্মান করতে হয়।"
জিতের সঞ্চালনায় বাংলা টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে 'ইস্মার্ট জোড়ি'। এ ছাড়াও তিনি বিচারক হিসেবে 'ডান্স বাংলা ডান্স - সিজন 11'তে দেখা যায় তাঁকে। এ ছাড়াও হোস্ট করতে দেখা যায় তাঁকে- 'বাংলার তারকা', 'কোটি টাকার বাজি', 'বিগ বস সিজন 2'-তে। 'রাবণ', 'বাজি', 'অসুর', 'বাচ্চা শ্বশুর', 'সুলতান', 'পাওয়ার', 'অভিমান' ছাড়াও আরও বহু ছবি রয়েছে তাঁর অভিনীত ছবির তালিকায়। নির্মাণের পথে 'বুমেরাং'। আগামী বছরই শুরু এই ছবির কাজ। সেখানে বিজ্ঞানীর চরিত্রে পাওয়া যাবে তাঁকে।
আরও পড়ুন: