ETV Bharat / entertainment

Swastika Mukhejee: বডি শেমিং নিয়ে ট্রলড, সপাটে জবাব অভিনেত্রী স্বস্তিকার - স্বস্তিকা মুখোপাধ্যায়

ফের একবার বডি শেমিং নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ তোয়ালে পরে সেলফি তুলে তা সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷ তারপরেই ধেয়ে আসে একের পর এক কটাক্ষ ৷ তার জবাবও দেন অভিনেত্রী ৷

Swastika Mukhejee
বডি শেমিং নিয়ে জবাব অভিনেত্রী স্বস্তিকার
author img

By

Published : Aug 21, 2023, 11:02 PM IST

হায়দরাবাদ, 21 অগস্ট: বরাবরই স্পষ্ট বক্তা, ঠোঁট কাটা হিসাবে পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ তাঁকে নিয়ে সমালোচনা হলে তার উত্তর দিতে পিছপা হন না তিনি ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ রবিবার টাওয়াল জড়িয়ে বেশ কয়েকটি বাথরুম সেলফি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷ নিজের শরীরকে ভালোবাসার নানা বার্তা দেন এই ছবির মধ্য দিয়ে ৷ তারপরেই নেটিজেনদের একের পর এক বিরূপ মন্তব্য ধেয়ে আসে তার দিকে ৷

রবিবার নানা মুডে, নানা অঙ্গভঙ্গিতে বাথরুমে আয়নার সামনে নিজের সেলফি তোলেন অভিনেত্রী ৷ ক্যাপশনে তিনি সেই সব ছবির নানা ব্যাখ্যাও করেন ৷ তিনি লেখেন, "আমার শরীরের প্রতিটা অংশ নিখুঁত না হলেও, তার সবকিছু নিয়ে আমি খুশি ৷ অন্তর্বাসের দাগ, মুখের দাগ সবকিছু আমাকে আরও পরিণত করে ৷" ছবিতে আরও নানান ব্যাখ্যা দেন তিনি ৷

নায়িকার ব্যক্তিগত এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ অনেকেই স্বস্তিকার সাহসীকতার প্রশংসা করেছেন ৷ প্রশংসা করেছেন তাঁর চিন্তাধারার ৷ তবে বেশিরভাগ নেটিজেনরাই সামলোচনা করেছেন স্বস্তিকার সেলফি মিরর-এর ৷ একজন লিখেছেন, "বাথরুমে টাওয়াল পড়ে ছবি! এটা তো অত্যন্ত ব্যক্তিগত স্থান ৷ তুমি এখানে কী দেখাতে চাইছ? আমার বিশ্বাস, এটা স্বস্তিকা টাইপ হতে পারে না ৷" এই মন্তব্যের নীচে আবার এক অনুরাগী মন্তব্য করেন, কেন তাঁকে এই ছবি চিন্তিত করছে? এই মন্তব্য সারিতে উত্তর দেন অভিনেত্রী নিজেই ৷

তিনি বলেন, "প্রত্যেকের নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার জন্মগত অধিকার রয়েছে ৷ তবে কোথায় লেখা রয়েছে, একজন মহিলা তোয়ালে পড়ে ছবি তুলতে পারবে না বা সেটা পোস্ট করতে পারবে না ৷ শুধু তাই নয়, সেই তোয়ালের টাকা যিনি ব্যবহার করছেন তিনিই দিচ্ছেন ৷ আবার সেটা তারই সোশাল হ্যান্ডেলে পোস্ট করছে ৷ তাও মানুষজন অন্যের বিষয়ে চিন্তিত ৷"

এরপর একজন মন্তব্য করেন, "ম্যাডাম শরীর দেখিয়ে জনগণের মনোযোগ ও খ্যাতি পাচ্ছেন ৷ এটা আসলে দেহব্যবসা ৷" এই মন্তব্যের পর চুপ থাকেননি অভিনেত্রী ৷ তিনি জবাবে বলেন, "কী প্রগতিশীল মন্তব্য ৷ এটা কোন ধরণের সংবিধানে লেখা রয়েছে, কেউ একটু আমাকে জানাবেন দয়া করে ৷"

তবে এই ধরণের মন্তব্য যে সাহসী স্বস্তিকাকে দমিয়ে রাখতে পারবে না বা তাঁকে বিচলিত করবে না, তা আরও একবার প্রমাণিত ৷

আরও পড়ুন: লুকেই চমক ! করণের নতুন ছবির জন্য তৈরি সলমন খান

হায়দরাবাদ, 21 অগস্ট: বরাবরই স্পষ্ট বক্তা, ঠোঁট কাটা হিসাবে পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ তাঁকে নিয়ে সমালোচনা হলে তার উত্তর দিতে পিছপা হন না তিনি ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ রবিবার টাওয়াল জড়িয়ে বেশ কয়েকটি বাথরুম সেলফি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷ নিজের শরীরকে ভালোবাসার নানা বার্তা দেন এই ছবির মধ্য দিয়ে ৷ তারপরেই নেটিজেনদের একের পর এক বিরূপ মন্তব্য ধেয়ে আসে তার দিকে ৷

রবিবার নানা মুডে, নানা অঙ্গভঙ্গিতে বাথরুমে আয়নার সামনে নিজের সেলফি তোলেন অভিনেত্রী ৷ ক্যাপশনে তিনি সেই সব ছবির নানা ব্যাখ্যাও করেন ৷ তিনি লেখেন, "আমার শরীরের প্রতিটা অংশ নিখুঁত না হলেও, তার সবকিছু নিয়ে আমি খুশি ৷ অন্তর্বাসের দাগ, মুখের দাগ সবকিছু আমাকে আরও পরিণত করে ৷" ছবিতে আরও নানান ব্যাখ্যা দেন তিনি ৷

নায়িকার ব্যক্তিগত এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ অনেকেই স্বস্তিকার সাহসীকতার প্রশংসা করেছেন ৷ প্রশংসা করেছেন তাঁর চিন্তাধারার ৷ তবে বেশিরভাগ নেটিজেনরাই সামলোচনা করেছেন স্বস্তিকার সেলফি মিরর-এর ৷ একজন লিখেছেন, "বাথরুমে টাওয়াল পড়ে ছবি! এটা তো অত্যন্ত ব্যক্তিগত স্থান ৷ তুমি এখানে কী দেখাতে চাইছ? আমার বিশ্বাস, এটা স্বস্তিকা টাইপ হতে পারে না ৷" এই মন্তব্যের নীচে আবার এক অনুরাগী মন্তব্য করেন, কেন তাঁকে এই ছবি চিন্তিত করছে? এই মন্তব্য সারিতে উত্তর দেন অভিনেত্রী নিজেই ৷

তিনি বলেন, "প্রত্যেকের নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার জন্মগত অধিকার রয়েছে ৷ তবে কোথায় লেখা রয়েছে, একজন মহিলা তোয়ালে পড়ে ছবি তুলতে পারবে না বা সেটা পোস্ট করতে পারবে না ৷ শুধু তাই নয়, সেই তোয়ালের টাকা যিনি ব্যবহার করছেন তিনিই দিচ্ছেন ৷ আবার সেটা তারই সোশাল হ্যান্ডেলে পোস্ট করছে ৷ তাও মানুষজন অন্যের বিষয়ে চিন্তিত ৷"

এরপর একজন মন্তব্য করেন, "ম্যাডাম শরীর দেখিয়ে জনগণের মনোযোগ ও খ্যাতি পাচ্ছেন ৷ এটা আসলে দেহব্যবসা ৷" এই মন্তব্যের পর চুপ থাকেননি অভিনেত্রী ৷ তিনি জবাবে বলেন, "কী প্রগতিশীল মন্তব্য ৷ এটা কোন ধরণের সংবিধানে লেখা রয়েছে, কেউ একটু আমাকে জানাবেন দয়া করে ৷"

তবে এই ধরণের মন্তব্য যে সাহসী স্বস্তিকাকে দমিয়ে রাখতে পারবে না বা তাঁকে বিচলিত করবে না, তা আরও একবার প্রমাণিত ৷

আরও পড়ুন: লুকেই চমক ! করণের নতুন ছবির জন্য তৈরি সলমন খান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.