ETV Bharat / entertainment

Trina Saha with Siddhartha Malhotra : সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নাচলেন তৃণা, নীল বললেন, জীবন শেষ আমার - Trina Saha with Siddhartha Malhotra

বলিতারকা সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে হাতে হাত ধরে নাচলেন তৃণা সাহা। ‘এসভিএফ ব্র্যান্ডস’-এর শর্ট ভিডিয়ো অ্যাপ ‘জোশ’-এর দৌলতে কাছাকাছি এলেন সিদ্ধার্থ এবং তৃণা (Trina Saha with Siddhartha Malhotra) । আর তাঁদের রিল দেখে স্বামী নীল বললেন, "ব্যস, জীবন শেষ আমার। সিডের সঙ্গে ভালো থেকো। তোমার সুখী জীবন কামনা করি, বিদায় । ভালো থেকো ।"

Trina Saha with Siddhartha Malhotra
বলি-ক্রাশ সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নাচলেন তৃণা, নীল বললেন, ব্যস, জীবন শেষ আমার
author img

By

Published : May 7, 2022, 10:31 AM IST

কলকাতা, 7 মে : বলিতারকা সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে হাতে হাত ধরে নাচলেন টেলিদর্শকের ঘরের মেয়ে গুনগুন থুড়ি তৃণা সাহা । 'এসভিএফ ব্র্যান্ডস'-এর শর্ট ভিডিয়ো অ্যাপ 'জোশ'-এর দৌলতে কাছাকাছি এলেন সিদ্ধার্থ এবং তৃণা । ‘জোশ রিয়্যাল হ্যায় ক্যাম্পেন’-এর প্রচারের ‘মুখ’ হিসেবে বেছে নেওয়া হয়েছে সিদ্ধার্থ এবং দক্ষিণী তারকা হন্সিকা মোটওয়ানিকে । বাংলায় এই অ্যাপের ‘মুখ’ হিসেবে রয়েছেন তৃণা । সম্প্রতি মুক্তি পেয়েছে একটি প্রচারমূলক গানের ভিডিয়ো ।

যেখানে সিদ্ধার্থর সঙ্গে হন্সিকা এবং তৃণাকে নাচতে দেখা গিয়েছে (Trina Saha with Siddhartha Malhotra) । পাশাপাশি বাংলার ‘রিল কুইন’ তৃণা আলাদা করে একটি রিল বানিয়েছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর নায়কের সঙ্গে । এই ছবিরই ‘ইশকওয়ালা লভ’ গানটির সঙ্গে নেচেছেন দু‘জনে । আর ব্যস, তৃণার পোস্ট মানেই তাঁর অগণিত ভক্তের কমেন্ট ঝড় । অনেকেই নানাবিধ মন্তব্যে সরব হয়েছেন । সবথেকে বেশি নজর কেড়েছে তৃণার স্বামী নীলের কমেন্ট। হ্যান্ডসাম এই অভিনেতা লিখেছেন, "ব্যস, জীবন শেষ আমার। সিডের সঙ্গে ভালো থেকো। তোমার সুখী জীবন কামনা করি, বিদায় । ভালো থেকো ।"

সিদ্ধার্থর সঙ্গে কাজ করে বেজায় খুশি তৃণা । এই নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “এটা দেখে খুব ভাল লাগছে যে, বর্তমান সময়ে শিল্পী বা নির্মাতাদের জন্য তাঁদের প্রতিভা প্রকাশ্য়ে আনার অনেক উপায় রয়েছে । বিভিন্ন স্রষ্টাদের তাঁদের প্রতিভা নিয়ে এগিয়ে আসার জন্য জোশ হল অন্যতম সেরা প্ল্যাটফর্ম । 'জোশ রিয়েল হ্যায়' ক্যাম্পেইন নিশ্চিতভাবে আরও বেশি সংখ্যক নির্মাতা এবং ব্যক্তিদের কাছে পৌঁছাবে ৷ যাঁরা ভবিষ্যতের ক্রিয়েটার হতে চলেছেন । এতে জোশ সম্পর্কে মানুষের মধ্যে আরও সচেতনতা তৈরি হবে । সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে স্ক্রিন শেয়ার করে নেওয়া একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল, তিনি খুব পেশাদার এবং একজন আশ্চর্য মানুষ । সবশেষে, এই প্রচারে বাংলার প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত ।”

আরও পড়ুন : এবার হিন্দি মিউজিক ব্যান্ড নিয়ে হাজির মনোময়, উজ্জয়িনী, রূপঙ্কর

এই মুহূর্তে 'খড়কুটো' ধারাবাহিকে চলছে তার কঠিন জীবন । বাবাকে হারিয়ে কাতর গুনগুন । ওদিকে সদ্য মা হয়েছে সে । চলছে শ্বশুরবাড়ির সঙ্গে তার মান অভিমানের পালা । বলাবাহুল্য, ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই পরপর বেশ কয়েকটি সপ্তাহে শীর্ষে জায়গা বহাল রেখেছিল । এখন তা অতীত । সম্প্রতি রেটিং কমেছে এই ধারাবাহিকের । কিন্তু ঘটনার ঘনঘটা নিয়ে এগিয়ে চলেছে 'খড়কুটো' । একইসঙ্গে একের পর এক নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছেন তৃণা । অরিন্দম শীলের পরিচালনায় ''ইস্কাবনের বিবি' ছবিতেও অভিনয় করছেন তৃণা ।

কলকাতা, 7 মে : বলিতারকা সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে হাতে হাত ধরে নাচলেন টেলিদর্শকের ঘরের মেয়ে গুনগুন থুড়ি তৃণা সাহা । 'এসভিএফ ব্র্যান্ডস'-এর শর্ট ভিডিয়ো অ্যাপ 'জোশ'-এর দৌলতে কাছাকাছি এলেন সিদ্ধার্থ এবং তৃণা । ‘জোশ রিয়্যাল হ্যায় ক্যাম্পেন’-এর প্রচারের ‘মুখ’ হিসেবে বেছে নেওয়া হয়েছে সিদ্ধার্থ এবং দক্ষিণী তারকা হন্সিকা মোটওয়ানিকে । বাংলায় এই অ্যাপের ‘মুখ’ হিসেবে রয়েছেন তৃণা । সম্প্রতি মুক্তি পেয়েছে একটি প্রচারমূলক গানের ভিডিয়ো ।

যেখানে সিদ্ধার্থর সঙ্গে হন্সিকা এবং তৃণাকে নাচতে দেখা গিয়েছে (Trina Saha with Siddhartha Malhotra) । পাশাপাশি বাংলার ‘রিল কুইন’ তৃণা আলাদা করে একটি রিল বানিয়েছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর নায়কের সঙ্গে । এই ছবিরই ‘ইশকওয়ালা লভ’ গানটির সঙ্গে নেচেছেন দু‘জনে । আর ব্যস, তৃণার পোস্ট মানেই তাঁর অগণিত ভক্তের কমেন্ট ঝড় । অনেকেই নানাবিধ মন্তব্যে সরব হয়েছেন । সবথেকে বেশি নজর কেড়েছে তৃণার স্বামী নীলের কমেন্ট। হ্যান্ডসাম এই অভিনেতা লিখেছেন, "ব্যস, জীবন শেষ আমার। সিডের সঙ্গে ভালো থেকো। তোমার সুখী জীবন কামনা করি, বিদায় । ভালো থেকো ।"

সিদ্ধার্থর সঙ্গে কাজ করে বেজায় খুশি তৃণা । এই নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “এটা দেখে খুব ভাল লাগছে যে, বর্তমান সময়ে শিল্পী বা নির্মাতাদের জন্য তাঁদের প্রতিভা প্রকাশ্য়ে আনার অনেক উপায় রয়েছে । বিভিন্ন স্রষ্টাদের তাঁদের প্রতিভা নিয়ে এগিয়ে আসার জন্য জোশ হল অন্যতম সেরা প্ল্যাটফর্ম । 'জোশ রিয়েল হ্যায়' ক্যাম্পেইন নিশ্চিতভাবে আরও বেশি সংখ্যক নির্মাতা এবং ব্যক্তিদের কাছে পৌঁছাবে ৷ যাঁরা ভবিষ্যতের ক্রিয়েটার হতে চলেছেন । এতে জোশ সম্পর্কে মানুষের মধ্যে আরও সচেতনতা তৈরি হবে । সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে স্ক্রিন শেয়ার করে নেওয়া একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল, তিনি খুব পেশাদার এবং একজন আশ্চর্য মানুষ । সবশেষে, এই প্রচারে বাংলার প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত ।”

আরও পড়ুন : এবার হিন্দি মিউজিক ব্যান্ড নিয়ে হাজির মনোময়, উজ্জয়িনী, রূপঙ্কর

এই মুহূর্তে 'খড়কুটো' ধারাবাহিকে চলছে তার কঠিন জীবন । বাবাকে হারিয়ে কাতর গুনগুন । ওদিকে সদ্য মা হয়েছে সে । চলছে শ্বশুরবাড়ির সঙ্গে তার মান অভিমানের পালা । বলাবাহুল্য, ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই পরপর বেশ কয়েকটি সপ্তাহে শীর্ষে জায়গা বহাল রেখেছিল । এখন তা অতীত । সম্প্রতি রেটিং কমেছে এই ধারাবাহিকের । কিন্তু ঘটনার ঘনঘটা নিয়ে এগিয়ে চলেছে 'খড়কুটো' । একইসঙ্গে একের পর এক নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছেন তৃণা । অরিন্দম শীলের পরিচালনায় ''ইস্কাবনের বিবি' ছবিতেও অভিনয় করছেন তৃণা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.