কলকাতা, 11 নভেম্বর: দোরগোড়ায় 53তম 'আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' (IFFI) । চলবে 20 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত । গোয়ায় বসবে এবারের চলচ্চিত্র উৎসবের আসর । এই উপলক্ষে 'ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড' (NFDC), কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের শতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে একটি অনলাইন ফিল্ম পোস্টার ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করে । প্রতিযোগিতার থিম ছিল ‘ওয়ান অ্যান্ড ওনলি রে’ (Tribute to Satyajit Ray)।
স্বাধীনতার 75তম বর্ষ উপলক্ষে, 53তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকের জন্য সারা দেশ থেকে যে 75টি ছবির পোস্টার ডিজাইন বেছে নেওয়া হয়েছে তা প্রদর্শিত হবে এক বিশেষ সত্যজিৎ রায় প্রদর্শনীতে(IFFI Special Competition) । ‘ওয়ান অ্যান্ড ওনলি রে’ প্রতিযোগিতার পোস্টার 53তম 'আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ বিশ্বের চলচ্চিত্র প্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা আনবে বলে বিশ্বাস কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের ।
ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রবিন্দর ভাকর বলেন, “আজাদি কা অমৃত মহোৎসব এবং সত্যজিৎ রায়ের শতবর্ষের সম্মানে, আমরা শিল্প, ভিজ্যুয়াল কমিউনিকেশন, গ্রাফিক ডিজাইন এবং চিত্রশিল্পের পেশাদারদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করেছিলাম ৷ আমরা এখন সেরা 75 জনকে পেয়েছি । আশা করি, 53 তম ইফি-তে প্রদর্শিত ছবির পোস্টার ডিজাইনের প্রশংসা করবেন মানুষ ।”
কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগল বলেন, “ওয়ান অ্যান্ড ওনলি রে শীর্ষক পোস্টার ডিজাইন প্রতিযোগিতা একজন চলচ্চিত্র পরিচালক হিসেবেই শুধু নয়, একজন টাইপোগ্রাফার এবং গ্রাফিক ডিজাইনারকে তাঁর উল্লেখযোগ্য কাজের জন্য সম্মান জানায় ।"
আরও পড়ুন: টেলিভিশনে নারী ক্ষমতায়নের কথা বলতে চান লীনা গঙ্গোপাধ্যায়
635টি পোস্টারের মধ্যে জুরি বোর্ড 75টি সেরা পোস্টার বাছাই করেছেন(Tribute to Satyajit Ray in IFFI) । গোটা প্রক্রিয়াটিই সম্পন্ন হয় অনলাইনে । প্রথম পুরস্কার বিজয়ীকে 1 লক্ষ টাকা, প্রথম এবং দ্বিতীয় রানার আপকে যথাক্রমে 75 হাজার এবং 50 হাজার টাকা পুরস্কারমূল্য দেওয়া হবে বলে জানা গিয়েছে । তিন বিজয়ীর ডিজাইন করা ছবির পোস্টার নিয়ে একটি স্যুভেনির তৈরি করা হবে যা 53তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া হবে । প্রসঙ্গত, গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ আমন্ত্রণ পেয়েছে প্রসূণ চট্টোপাধ্যায়ের প্রথম ছবি ‘দোস্তজী’।