কলকাতা, 16 জানুয়ারি: আসন্ন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে সেরা পার্শ্বচরিত্রাভিনেতা হিসেবে নমিনেশন পেয়েছেন টোটা রায়চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বীরা হলেন অনিল কাপুর (অ্যানিম্যাল), আদিত্য রাওয়াল (ফারাজ), ববি দেওল (অ্যানিম্যাল), ইমরান হাসমি (টাইগার থ্রি), ভিকি কৌশল (ডাঙ্কি)। উল্লেখ্য, সেরা সহ-অভিনেত্রীর তালিকাতেও রয়েছেন এক বাঙালি, জয়া বচ্চন। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে বিশেষভাবে নজর কেড়েছিল টোটা রায়চৌধুরী আর রণবীর সিংয়ের যুগলবন্দি নাচ। টোটার নৃত্যশৈলী সারা বাংলা জানে। এবার সেই সত্ত্বা দেখার সুযোগ পেল মুম্বইও। এহেন টোটা রায়চৌধুরী মায়ানগরীতে গিয়ে মান রাখলেন বাংলার।
নমিনেশন পাওয়ায় ইটিভি ভারতের তরফে শুভেচ্ছা জানানো হয় অভিনেতাকে ৷ কেমন তাঁর অনুভূতি? তিনি বলেন, "এই নমিনেশনটা আমার কাছে ভীষণ সম্মানের । আমি খুবই খুশি। সব অভিনেতারই সর্বভারতীয় স্তরে নমিনেটেড হওয়ার স্বপ্ন থাকে। আমারও ছিল। সেই স্বপ্নটা আজ সত্যি হয়েছে। আমার সবচেয়ে ভালো লাগছে আমাদের টিমের জন্য। ভালো লাগছে করণ জোহরের জন্য। উনি বিশ্বাস করে আমাকে এত দূর থেকে নিয়ে গিয়েছেন মুম্বই এবং এত ভালো একটা রোল দিয়েছেন। ধর্মা প্রোডাকশন এত টাকা লগ্নি করেছিল। তবে, এটা শুধু তো আমার নমিনেশন নয়। সামগ্রিকভাবে সবার অবদান আছে আমার এই নমিনেশনের পিছনে। টিম ওয়ার্ক এটা। আলিয়া, রণবীর, জয়া জি, ধরম জি (ধর্মেন্দ্র), শাবানা জি, চূর্ণীদি সবার অবদান আছে।"
অভিনেতা আরও বলেন, "সর্বোপরি, আমি তো বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছি ছবিতে। ওখানে গিয়ে কাজটা করে আমি আমার বাংলার মান রাখতে পেরেছি এটা সবথেকে বেশি গর্বের। গত একশো বছরে সবাই যেমন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে সম্মানের চোখে দেখে, সেই সম্মানটা বজায় রাখার চেষ্টা করেছি।" প্রসঙ্গত, এই মুহূর্তে একগুচ্ছ কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন অভিনেতা টোটা। আসবে 'নিখোঁজ টু'। আসছে 'চালচিত্র'। হইচইতে স্ট্রিমিং চলছে 'যাহা বলিব সত্য বলিব' সিরিজ। সঙ্গে আছে মুম্বইয়ে একাধিক কাজ ৷ সবমিলিয়ে বাঙালি অভিনেতা টোটা সর্বভারতীয় মঞ্চে বাংলার মুখ আরও উজ্জ্বল করুন, চাইছেন বাংলার সিনে অনুরাগীরা ৷
আরও পড়ুন:
1. প্রকাশ্যে ফিল্মফেয়ারের নমিনেশন লিস্ট, সেরা-সহ অভিনেতার তালিকায় বাংলার টোটা
2. 'স্টেজ থেকে নামার পর সময় চাই, নাহলে প্রতিবাদ নেমেসিসের ভাষা হয়ে যাবে', মুখ খুললেন রকস্টার
3. আগে জীবন নাকি আবদারের সেলফি? তারকা বলেই ট্রোলড! উত্তর খুঁজল ইটিভি ভারত