ETV Bharat / entertainment

Rajinikanth Ram Charan Lose Blue Tick: রজনীকান্ত-রামচরণদের নামের পাশ থেকেও মুছল ব্লু টিক - রাম চরণদের ব্লু টিক সরিয়ে দিল টুইটার কর্তৃপক্ষ

শাহরুখ খান, বিরাট কোহলির পর রজনীকান্ত, কমল হাসান, রামচরণ এবং আরও অনেকের নামের পাশ থেকেই সরিয়ে দেওয়া হল ব্লু টিক ।

Rajinikanth Ram Charan Lose Blue Tick
রাম চরণদের নামের পাশ থেকে ব্লু টিক সরিয়ে দিল টুইটার কর্তৃপক্ষ
author img

By

Published : Apr 21, 2023, 5:23 PM IST

Updated : Apr 21, 2023, 6:07 PM IST

হায়দরাবাদ, 21 এপ্রিল: ক্রিকেটার থেকে রাজনীতিবিদ কিংবা অভিনেতা অনেকেই সরব হয়েছেন তাঁদের টুইটার অ্যাকাউন্টের ব্লু টিক হারানোর পর । ইতিমধ্যেই মজার ছলে বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিগ বি । দক্ষিণের বিভিন্ন সেলিব্রিটি যেমন রজনীকান্ত, কমল হাসান, রামচরণ এবং আরও অনেকেই ব্লু টিক হারিয়েছেন । ইলন মাস্ক আগেই ঘোষণা করেছিলেন সাবস্ক্রিপশন সার্ভিস না নিলে নামের পাশ থেকে ব্লু টিক মুছে দেবে টুইটার কর্তৃপক্ষ ।

আর সেই কারণেই একের পর তারকাদের নামের পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নীল টিক । তালিকায় যেমন রয়েছেন শাহরুখ খান, বিরাট কোহলির মতো তারকারা তেমনই রয়েছেন যোগী আদিত্যনাথ, মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, মহুয়া মৈত্র এবং রাহুল গান্ধির মতো রাজনীতিবিদরাও । এবার এই তালিকায় যোগ হল রজনীকান্ত, কমল হাসান, রামচরণদের নামও । এরপর থেকে প্রতিমাসে তাঁদের নামের পাশে ব্লু টিক বজায় রাখতে হলে 8 ডলার করে দিতে হবে টুইটার কর্তৃপক্ষকে । কেউ কেউ যেমন এই নিয়ে লিখতে গিয়ে জানিয়েছেন পরিচিতি পাওয়ার জন্য় তাঁর পয়সা দিতে পারবেন না । তেমনই আবার কেউ ব্যঙ্গ করে লিখেছেন, 'বাই বাই ব্লু টিক' ।

ব্লু চেক মার্কের সঙ্গে টুইটারবাসীদের পরিচয় হয় 2009 সালে । রাজনীতিবিদ, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রীদের নামে স্বাভাবিকভাবেই প্রচুর ফেক অ্যাকাউন্ট থাকে । তার মধ্য়ে থেকে যাতে সঠিক অ্যাকাউন্টটি চিনে নিতে সুবিধা হয় তার জন্যই এই পদ্ধতির উদ্ভাবন । এবার সেই ব্লু টিকের জন্য়ও পয়সা নেওয়ার ব্যবস্থা করছে টুইটার কর্তৃপক্ষ । ইলনের হাতে কোম্পানি হস্তান্তর হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেন তিনি ।

ইলন আগেই জানিয়েছিলেন, এবার টাকার বিনিময়ে যে কেউ ব্লু চেক মার্ক পেতে পারবে । সেই সিদ্ধান্ত অনুযায়ী, এবার সরিয়ে নেওয়া হল ব্লু টিক । এর আগে দক্ষিণী তারকা জয়ম রবি এবং তৃষা কৃষ্ণানের ব্লু টিকও সরিয়ে নেওয়া হয়েছিল কর্তৃপক্ষের তরফে । তাঁরা নাম বদল করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছিল টুইটার কর্তৃপক্ষ ।

আরও পড়ুন: ব্লু টিক পেতে কি এবার পায়ে পড়তে হবে ? রসিকতার সুরে টুইটারের প্রতি শ্লেষ অমিতাভের

হায়দরাবাদ, 21 এপ্রিল: ক্রিকেটার থেকে রাজনীতিবিদ কিংবা অভিনেতা অনেকেই সরব হয়েছেন তাঁদের টুইটার অ্যাকাউন্টের ব্লু টিক হারানোর পর । ইতিমধ্যেই মজার ছলে বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিগ বি । দক্ষিণের বিভিন্ন সেলিব্রিটি যেমন রজনীকান্ত, কমল হাসান, রামচরণ এবং আরও অনেকেই ব্লু টিক হারিয়েছেন । ইলন মাস্ক আগেই ঘোষণা করেছিলেন সাবস্ক্রিপশন সার্ভিস না নিলে নামের পাশ থেকে ব্লু টিক মুছে দেবে টুইটার কর্তৃপক্ষ ।

আর সেই কারণেই একের পর তারকাদের নামের পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নীল টিক । তালিকায় যেমন রয়েছেন শাহরুখ খান, বিরাট কোহলির মতো তারকারা তেমনই রয়েছেন যোগী আদিত্যনাথ, মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, মহুয়া মৈত্র এবং রাহুল গান্ধির মতো রাজনীতিবিদরাও । এবার এই তালিকায় যোগ হল রজনীকান্ত, কমল হাসান, রামচরণদের নামও । এরপর থেকে প্রতিমাসে তাঁদের নামের পাশে ব্লু টিক বজায় রাখতে হলে 8 ডলার করে দিতে হবে টুইটার কর্তৃপক্ষকে । কেউ কেউ যেমন এই নিয়ে লিখতে গিয়ে জানিয়েছেন পরিচিতি পাওয়ার জন্য় তাঁর পয়সা দিতে পারবেন না । তেমনই আবার কেউ ব্যঙ্গ করে লিখেছেন, 'বাই বাই ব্লু টিক' ।

ব্লু চেক মার্কের সঙ্গে টুইটারবাসীদের পরিচয় হয় 2009 সালে । রাজনীতিবিদ, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রীদের নামে স্বাভাবিকভাবেই প্রচুর ফেক অ্যাকাউন্ট থাকে । তার মধ্য়ে থেকে যাতে সঠিক অ্যাকাউন্টটি চিনে নিতে সুবিধা হয় তার জন্যই এই পদ্ধতির উদ্ভাবন । এবার সেই ব্লু টিকের জন্য়ও পয়সা নেওয়ার ব্যবস্থা করছে টুইটার কর্তৃপক্ষ । ইলনের হাতে কোম্পানি হস্তান্তর হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেন তিনি ।

ইলন আগেই জানিয়েছিলেন, এবার টাকার বিনিময়ে যে কেউ ব্লু চেক মার্ক পেতে পারবে । সেই সিদ্ধান্ত অনুযায়ী, এবার সরিয়ে নেওয়া হল ব্লু টিক । এর আগে দক্ষিণী তারকা জয়ম রবি এবং তৃষা কৃষ্ণানের ব্লু টিকও সরিয়ে নেওয়া হয়েছিল কর্তৃপক্ষের তরফে । তাঁরা নাম বদল করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছিল টুইটার কর্তৃপক্ষ ।

আরও পড়ুন: ব্লু টিক পেতে কি এবার পায়ে পড়তে হবে ? রসিকতার সুরে টুইটারের প্রতি শ্লেষ অমিতাভের

Last Updated : Apr 21, 2023, 6:07 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.