হায়দরাবাদ, 25 ডিসেম্বর: সিনে জার্নিটা ফ্লপ দিয়ে শুরু হলেও ঘুরে দাঁড়িয়েছিলেন পরের বছরই ৷ উচ্চারণ ও অভিনয় নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন ৷ কিন্তু সেই সব গায়ে না-মেখে নিজের সেরাটা উপহার দেওয়ার চেষ্টা করে গিয়েছেন ৷ দেখতে দেখতে টলিউডে 17টা বছর পার করে ফেললেন অভিনেতা-সাংসদ দেব ৷
1982 সালের 25 ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের কেশপুরের কাছে ছোট্ট একটি গ্রামে গুরুদাস অধিকারী ও মৌসুমী অধিকারীর কোল আলো করে জন্ম হয় দেবের ৷ যীশুখ্রিস্টের জন্মদিনে গুরুদাস-মৌসুমীর জীবনে সেটা ছিল 'বড়দিন' ৷ তাঁর জন্মদিনে ফিরে দেখা এমন কয়েকটি সেরা ছবি, যা দর্শক মনের পাশাপাশি ছাপ ফেলেছে বক্সঅফিসেও ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আই লাভ ইউ- রবি কিনাগি পরিচালিত আই লাভ ইউ টলিপাড়ায় দেবকে প্রথমবার পরিচিতি দেয় ৷ তেলুগু ছবির রিমেক আই লাভ ইউ-তে যেমন দেব-পায়েলের কেমিষ্ট্রি নজর কাড়ে দর্শকদের তেমনই জিৎ গঙ্গোপাধ্যায়-দেবী শ্রী প্রসাদের সুরে প্রতিটি গান আজও নাড়া দেয় শ্রোতাদের মন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
চ্যালেঞ্জ- এই ছবি মুক্তি পায় 2009 সালে ৷ ততদিনে দেব দর্শকদের হার্টথ্রব হয়ে গিয়েছেন ৷ দেবের ফার্স্ট ডে-ফার্স্ট শোয়ে দর্শকদের উপচে পড়া ভিড় বাংলা ছবিতে নতুন জোয়ার আনে ৷ রাজ চক্রবর্তীর পরিচালনায় অ্যাকশন-রোমান্স ছবি সামনে আনে দেব-শুভশ্রী জুটিকেও ৷ এই ছবিটিও ছিল তেলুগু ছবির রিমেক ৷ অভিমুন্য মুখোপাধ্যায়ের লেখা ও জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে ও কণ্ঠে 'চ্যালেঞ্জ নিবি না-শালা' এখনও বাংলার সেরা গানের মধ্যে অন্যতম
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
চাঁদের পাহাড়- মাস হিরো থেকে অন্যরকম চরিত্রে এসে এক ধাক্কায় নিজেকে বদলে ফেলেছিলেন দেব ৷ 2013 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় চাঁদের পাহাড় বক্সঅফিসে দারুণ ব্যবসা করে ৷ দক্ষিণ আফ্রিকার জঙ্গলে শঙ্কর রায় চৌধুরী তথা দেবের অভিযান তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ছবি হয়ে রয়ে গিয়েছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
গোলন্দাজ- সত্যঘটনা অবলম্বনে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবন রূপোলি পর্দায় ফুটিয়ে তোলেন অভিনেতা ৷ আবারও সেই নিজের চেনা খোলস থেকে বেরিয়ে অন্যরকম রূপে দর্শক দরবারে আসেন তিনি ৷ দেবের কেরিয়ারগ্রাফ দেখলে বোঝাই যায় কমফোর্ট জোনে নিজেকে কখনও আটকে রাখেননি ৷ ফলে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত দেবের এই ছবি দর্শকদের পাশাপাশি নজর কাড়ে নেটিজেনদেরও ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
টনিক/প্রজাপতি- 2021 ও 2022-এ দেবের দুটি ছবির কথা অবশ্যই বলতে হয় ৷ একটি টনিক ও অন্যটি প্রজাপতি ৷ ভিন্ন স্বাদের দুটো গল্প দেব অভিনীত সেরা ছবির তালিকায় থেকে যাবে আজীবন ৷ পরিচালক অভিজিৎ সেন যেভাবে দেবকে সাধারণ কিন্তু অসাধারণভাবে পর্দায় মেলে ধরেন, তার প্রশংসা আলাদা করে করতেই হয় ৷ টনিক ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ও প্রজাপতি ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবের কেমিষ্ট্রি দর্শকদের হাসিয়েছে, কাঁদিয়েছে, ভাবিয়েছে ৷
চলতি বছর বড়দিন তথা জন্মদিনের আগে মুক্তি পেয়েছে দেবের 'প্রধান' ৷ এই ছবিও ইতিমধ্যেই ভালো ছাপ ফেলেছে বক্সঅফিসে ৷ একদিকে ছবির সাফল্য অন্যদিকে জন্মদিনে বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত অভিনেতা দেব শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন দুটি ছবি ৷
একটিতে দেখা গিয়েছে, গাড়ির মধ্যে বসে রয়েছেন তিনি ৷ হাতে পরোটা ও ঘুগনি ৷ লিখেছেন, "বড়দিনের সকাল কিছুটা এরকম ৷" আর একটি ছবিতে মাটির ভাঁড়ে চা হাতে দাঁড়িয়ে রয়েছেন বন্ধুদের সঙ্গে ৷ লিখেছেন, "আজ সকালে মনটা কিছু স্পেশাল চায় ৷" নিজের প্রিয়জনদের সঙ্গে বিশেষ দিন বিশেষভাবে কাটাচ্ছেন অভিনেতা দেব ৷ তাঁর আগামী ভালো হোক- জন্মদিনে এই শুভেচ্ছা রইল ইটিভি ভারতের তরফ থেকে ৷
আরও পড়ুন
1. ফের বিয়ে করলেন আরবাজ, দিলেন সারাজীবন স্ত্রী সৌরার পাশে থাকার বার্তা; শুভেচ্ছা ছেলে আরহানেরও
3. 'বয়সের সঙ্গেই পরিণত হয়েছি , শাহরুখের কাছে কৃতজ্ঞ-' তিন খানের সঙ্গে সম্পর্কের সমীকরণে মুখ খুললেন সানি