ETV Bharat / entertainment

Tonushree on Sunny Deol: 'মাটির মানুষ সানি দেওল', নতুন ছবিতে কাজের অভিজ্ঞতা জানালেন তনুশ্রী - টলিউডের ব্যস্ত নায়িকা তনুশ্রী

সানি দেওল একেবারে মাটির মানুষ ৷ তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা এভাবেই শেয়ার করলেন তনুশ্রী চক্রবর্তী ৷

Pic Tonushree Chakraborty Sunny Deol Instagram
সানি দেওলকে প্রশংসায় ভাসালেন তনুশ্রী
author img

By

Published : Aug 17, 2023, 9:12 PM IST

কলকাতা, 17 অগস্ট: সদ্য মুক্তি পেয়েছে 'গদর 2' । সানি দেওল, আমিশা প্যাটেল অভিনীত 'গদর-এক প্রেম কথা'র পর 'গদর 2' ছবিটিও ভালোই সাড়া ফেলেছে বক্স অফিসে । নয়ের দশকের সিনেমার নস্টালজিয়াকে ফিরিয়ে দেওয়া এই ছবি ইতিমধ্যেই ঢুকে পড়েছে 250 কোটির ক্লাবে ৷ এর মাঝেই আবার বাঙালির জন্য রয়েছে বড় খবর । বলিউডে অভিষেক করছেন টলিউডের নায়িকা তনুশ্রী চক্রবর্তী । আর এইসময়ে সবচেয়ে চর্চিত নায়ক সানি দেওলের সঙ্গেই জুটি বেঁধেছেন এই বঙ্গললনা । ছবির নাম 'সুরিয়া' ।

পরিচালক কে ? "বলা যাবে না।" সাফ জানালেন তনুশ্রী চক্রবর্তী । ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, "এই ছবির ব্যাপারে কোনও তথ্য আমি দিতে পারব না । আমার চরিত্রটা কেমন সেটাও জানাতে পারব না ।" তবে ছবির বাকি বিষয় নিয়ে মুখে কুলুপ দিলেও সানি দেওলের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা দরাজ গলায় জানালেন অভিনেত্রী ৷

সানি দেওলের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ? তনুশ্রী বলেন, "একজন ওরকম দরের মানুষও কতটা মাটির কাছাকাছি তা দেখে এলাম। আমরা তো ওঁর পাশে কিছুই না । কী ভীষণ ভদ্র কথাবার্তা আর আদবকায়দা ৷ সত্যিই শেখার আছে ওঁর কাছ থেকে । কারও থেকে নিজেকে আলাদা করে দেখাতে চান না উনি । সকলের সঙ্গে মিশে যান । সবথেকে বড় কথা হল সব আর্টিস্ট, টেকনিশিয়ানদের খোঁজ নেন । যেগুলো বিরল দৃষ্টান্ত । ভাবতেই পারি না ।" তনুশ্রী আরও বলেন, "ওঁর বিপরীতে কাজ করছি, এ তো এক বড় পাওনা আমার । শুধু সানিজি নন, প্রত্যেক আর্টিস্ট, টেকনিশিয়ান সকলের সঙ্গে এই সফরে কাজের অভিজ্ঞতা আমার দারুণ । এখনও বেশ কিছুটা শুটিংয়ের কাজ বাকি রয়েছে আমাদের । সেটা ঠিক ভাবে করার অপেক্ষায় রয়েছি ।"
আরও পড়ুন: মঞ্চে ফেলুদার ভূমিকায় অবতীর্ণ হওয়ার আগে সরোদে মন ভোলালেন সৌম্য বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, যোধপুর-উদয়পুরে তিনটি শুটিং শিডিউলে আপাতত কাজ হয়েছে এই ছবির বাকি রয়েছে আরও বেশ খানিকটা শুটিং । 'গদর টু'র অন্যতম প্রযোজক কমল মুকুটের পরিচিত টলিউডের জনৈক প্রযোজকের মারফত এই ছবিটির জন্য অডিশন দেওয়ার সুযোগ আসে তনুশ্রীর কাছে । পরে সব ঠিক হলে সানি দেওলের সঙ্গে একটি সাক্ষাতের সুযোগ পান তনুশ্রী ।

কলকাতা, 17 অগস্ট: সদ্য মুক্তি পেয়েছে 'গদর 2' । সানি দেওল, আমিশা প্যাটেল অভিনীত 'গদর-এক প্রেম কথা'র পর 'গদর 2' ছবিটিও ভালোই সাড়া ফেলেছে বক্স অফিসে । নয়ের দশকের সিনেমার নস্টালজিয়াকে ফিরিয়ে দেওয়া এই ছবি ইতিমধ্যেই ঢুকে পড়েছে 250 কোটির ক্লাবে ৷ এর মাঝেই আবার বাঙালির জন্য রয়েছে বড় খবর । বলিউডে অভিষেক করছেন টলিউডের নায়িকা তনুশ্রী চক্রবর্তী । আর এইসময়ে সবচেয়ে চর্চিত নায়ক সানি দেওলের সঙ্গেই জুটি বেঁধেছেন এই বঙ্গললনা । ছবির নাম 'সুরিয়া' ।

পরিচালক কে ? "বলা যাবে না।" সাফ জানালেন তনুশ্রী চক্রবর্তী । ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, "এই ছবির ব্যাপারে কোনও তথ্য আমি দিতে পারব না । আমার চরিত্রটা কেমন সেটাও জানাতে পারব না ।" তবে ছবির বাকি বিষয় নিয়ে মুখে কুলুপ দিলেও সানি দেওলের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা দরাজ গলায় জানালেন অভিনেত্রী ৷

সানি দেওলের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ? তনুশ্রী বলেন, "একজন ওরকম দরের মানুষও কতটা মাটির কাছাকাছি তা দেখে এলাম। আমরা তো ওঁর পাশে কিছুই না । কী ভীষণ ভদ্র কথাবার্তা আর আদবকায়দা ৷ সত্যিই শেখার আছে ওঁর কাছ থেকে । কারও থেকে নিজেকে আলাদা করে দেখাতে চান না উনি । সকলের সঙ্গে মিশে যান । সবথেকে বড় কথা হল সব আর্টিস্ট, টেকনিশিয়ানদের খোঁজ নেন । যেগুলো বিরল দৃষ্টান্ত । ভাবতেই পারি না ।" তনুশ্রী আরও বলেন, "ওঁর বিপরীতে কাজ করছি, এ তো এক বড় পাওনা আমার । শুধু সানিজি নন, প্রত্যেক আর্টিস্ট, টেকনিশিয়ান সকলের সঙ্গে এই সফরে কাজের অভিজ্ঞতা আমার দারুণ । এখনও বেশ কিছুটা শুটিংয়ের কাজ বাকি রয়েছে আমাদের । সেটা ঠিক ভাবে করার অপেক্ষায় রয়েছি ।"
আরও পড়ুন: মঞ্চে ফেলুদার ভূমিকায় অবতীর্ণ হওয়ার আগে সরোদে মন ভোলালেন সৌম্য বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, যোধপুর-উদয়পুরে তিনটি শুটিং শিডিউলে আপাতত কাজ হয়েছে এই ছবির বাকি রয়েছে আরও বেশ খানিকটা শুটিং । 'গদর টু'র অন্যতম প্রযোজক কমল মুকুটের পরিচিত টলিউডের জনৈক প্রযোজকের মারফত এই ছবিটির জন্য অডিশন দেওয়ার সুযোগ আসে তনুশ্রীর কাছে । পরে সব ঠিক হলে সানি দেওলের সঙ্গে একটি সাক্ষাতের সুযোগ পান তনুশ্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.