ETV Bharat / entertainment

Sourav Ganguly Bday: দাদার জন্মদিন পালনে মাতোয়ারা টলিপাড়া, সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা - সৌরভ গঙ্গোপাধ্যায়

52তম জন্মদিনে কলকাতাতেই নিজের পরিবারের সঙ্গে সময় কাটালেন ক্রিকেটের মহারাজ ৷ সোশাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন টলি তারকারাও ৷

Etv Bharat
দাদার জন্মদিন পালনে মাতোয়ারা টলিপাড়া
author img

By

Published : Jul 8, 2023, 8:13 PM IST

কলকাতা, 8 জুলাই: বাঙালির আবেগের আজ জন্মদিন ৷ বাঙালির চিরকালের দাদার আজ জন্মদিন ৷ আজ জন্মদিন লর্ডসের দাদার ৷ ক্রিকেট দুনিয়ায় যার দাদাগিরি আপামর বিশ্বকে চমকে দিয়েছে ৷ প্রতিবারই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ঘিরে আগ্রহ উৎসাহের অন্ত থাকে না বাঙালি মনে । তাঁকে শুভেচ্ছা জ্ঞাপনের পালা চলে সকাল থেকে । ভোটের মরসুমেও তার ব্যতিক্রম হয়নি । টলিউডের একাধিক তারকা দাদার জন্মদিন আরও স্পেশাল করে তুলেছেন তাঁর সঙ্গে কাটানো মুহূর্ত আরও একবার শেয়ার করে ৷ ছবি পোস্ট করে দাদাকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের ৷

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷ ক্যাপশনে লিখেছেন, "জন্মদিনের শুভেচ্ছা ৷ কামনা করি সুস্থ থাকো, আনন্দে থাকো ৷ তোমার জার্নি আগামী দিনে সবাইকে অনুপ্রাণিত করুক ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

রনিতা দাস একবার এসেছিলেন 'দাদাগিরি'র মঞ্চে। তখনই তুলেছিলেন দাদার সঙ্গে ছবি । সেই ছবিই তিনি ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অর্ঘ মিত্রও ভোলেননি দাদার সঙ্গে ছবি শেয়ার করতে । ক্যাপশনে লিখেছেন, "আমাদের সকলের প্রিয় 'দাদা'-কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা !"

'দাদাগিরি'র মঞ্চে ইমন চক্রবর্তীকেও পাওয়া গিয়েছে দাদার পাশে । পোস্টে লিখেছেন, "দাদার জন্মদিন ৷" সেই মঞ্চেই দাদার সঙ্গে ছবি তুলেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য ৷ তিনিও ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'কুইন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট' ঝুলন গোস্বামীও দাদার সঙ্গে এক উজ্জ্বল মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন নিজের সামাজিক মাধ্যমে । পোস্টে লিখেছেন, "শুভ জন্মদিন দাদা ৷ তুমি প্রিন্স অফ কলকাতা ৷ তোমাকে অনেক জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷ ভালো থাকো, হাসতে থাকো ৷" পাশাপাশি, মহারাজের সঙ্গে ছবি ভাগ করে নিয়ে মীর লিখেছেন, "তখন দাদার 24 । আর আমি 3 রান পিছিয়ে । আজ 51 পীঠে মহারাজ ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: জন্মদিনে সৌরভের নেতৃত্বে 'মাস্টার ক্লাস'

প্রসঙ্গত, গতবার সৌরভ 50 বছর পূর্ণ করেন ইংল্যান্ডে । স্ত্রী ডোনা, মেয়ে সানাকে নিয়ে ব্রিটেনের রাস্তায় পালন করেছিলেন জন্মদিন । শুধু তাই নয়, নাচতেও দেখা গিয়েছিল দাদাকে ৷ কিন্তু এ বার নিজের বাড়িতেই জন্মদিন কাটাচ্ছেন সৌরভ । বাবার জন্মদিন সেলিব্রেট করতে ইংল্যান্ড থেকে কলকাতায় উড়ে এসেছেন সানাও ।

কলকাতা, 8 জুলাই: বাঙালির আবেগের আজ জন্মদিন ৷ বাঙালির চিরকালের দাদার আজ জন্মদিন ৷ আজ জন্মদিন লর্ডসের দাদার ৷ ক্রিকেট দুনিয়ায় যার দাদাগিরি আপামর বিশ্বকে চমকে দিয়েছে ৷ প্রতিবারই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ঘিরে আগ্রহ উৎসাহের অন্ত থাকে না বাঙালি মনে । তাঁকে শুভেচ্ছা জ্ঞাপনের পালা চলে সকাল থেকে । ভোটের মরসুমেও তার ব্যতিক্রম হয়নি । টলিউডের একাধিক তারকা দাদার জন্মদিন আরও স্পেশাল করে তুলেছেন তাঁর সঙ্গে কাটানো মুহূর্ত আরও একবার শেয়ার করে ৷ ছবি পোস্ট করে দাদাকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের ৷

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷ ক্যাপশনে লিখেছেন, "জন্মদিনের শুভেচ্ছা ৷ কামনা করি সুস্থ থাকো, আনন্দে থাকো ৷ তোমার জার্নি আগামী দিনে সবাইকে অনুপ্রাণিত করুক ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

রনিতা দাস একবার এসেছিলেন 'দাদাগিরি'র মঞ্চে। তখনই তুলেছিলেন দাদার সঙ্গে ছবি । সেই ছবিই তিনি ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অর্ঘ মিত্রও ভোলেননি দাদার সঙ্গে ছবি শেয়ার করতে । ক্যাপশনে লিখেছেন, "আমাদের সকলের প্রিয় 'দাদা'-কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা !"

'দাদাগিরি'র মঞ্চে ইমন চক্রবর্তীকেও পাওয়া গিয়েছে দাদার পাশে । পোস্টে লিখেছেন, "দাদার জন্মদিন ৷" সেই মঞ্চেই দাদার সঙ্গে ছবি তুলেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য ৷ তিনিও ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'কুইন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট' ঝুলন গোস্বামীও দাদার সঙ্গে এক উজ্জ্বল মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন নিজের সামাজিক মাধ্যমে । পোস্টে লিখেছেন, "শুভ জন্মদিন দাদা ৷ তুমি প্রিন্স অফ কলকাতা ৷ তোমাকে অনেক জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷ ভালো থাকো, হাসতে থাকো ৷" পাশাপাশি, মহারাজের সঙ্গে ছবি ভাগ করে নিয়ে মীর লিখেছেন, "তখন দাদার 24 । আর আমি 3 রান পিছিয়ে । আজ 51 পীঠে মহারাজ ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: জন্মদিনে সৌরভের নেতৃত্বে 'মাস্টার ক্লাস'

প্রসঙ্গত, গতবার সৌরভ 50 বছর পূর্ণ করেন ইংল্যান্ডে । স্ত্রী ডোনা, মেয়ে সানাকে নিয়ে ব্রিটেনের রাস্তায় পালন করেছিলেন জন্মদিন । শুধু তাই নয়, নাচতেও দেখা গিয়েছিল দাদাকে ৷ কিন্তু এ বার নিজের বাড়িতেই জন্মদিন কাটাচ্ছেন সৌরভ । বাবার জন্মদিন সেলিব্রেট করতে ইংল্যান্ড থেকে কলকাতায় উড়ে এসেছেন সানাও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.