নরেন্দ্রপুর, 12 মে: টলিউড অভিনেত্রী তথা সুচরিতা বিশ্বাসের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ৷ এমনকী অভিনেত্রীর মায়ের ওপরেও চড়াও হওয়ার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার ঢালুয়ায় ৷ ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে । ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন সুচরিতা বিশ্বাস ও তাঁর মা ৷
জানা গিয়েছে, অভিনেত্রী সুচরিতা বিশ্বাসের সঙ্গে 2011 সালে বিয়ে হয়েছিল নরেন্দ্রপুর থানা এলাকার শ্রীনগরের বাসিন্দা পিনাকী মজুমদারের ৷ 2015 সালে তাঁদের মধ্যে বিচ্ছেদও হয়ে যায় ৷ অভিযোগ, অভিনেত্রীর অনুপস্থিতিতে আচমকা এতগুলো বছর পর গত 10 তারিখ পিনাকী তাঁর বর্তমান স্ত্রী ও শালিকে নিয়ে এসে সুচরিতার বাড়িতে হামলা চালায়। পরেরদিন অর্থাৎ 11 তারিখেও হামলা চালানো হয়েছে বলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে ৷
অভিনেত্রী সুচরিতা কাজের সূত্রে বাইরে ছিলেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হামলা চলেছে তাঁর অনুুপস্থিতিতে । তাঁর মা কল্পনা বিশ্বাস বাড়িতে ছিলেন ৷ তাঁকে মারধর করা হয়েছ ৷ প্রাণের হুমকি দিয়ে আলমারি থেকে তাঁর গয়না ছিনতাই করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে প্রাক্তন স্বামী পিনাকী মজুমদারের বিরুদ্ধে ৷ পাশাপাশি অভিযোগ, জোর করে 2 লাখ টাকার চেক নিয়ে গিয়েছেন তাঁরা । ব্যাংকে গিয়ে সেই টাকা তোলার চেষ্টাও করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী ।
আরও পড়ুন: এবার ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের ভূমিকায় বুম্বাদা, সামনে এল 'স্কুপ' মুক্তির দিনক্ষণ
এই ঘটনায় 11 তারিখ রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি। ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী সুচরিতা বিশ্বাস বলেন, "একটা কাজে আমি দক্ষিণ ভারতে গিয়েছিলাম। সেখানেই আমার মা ফোন করে জানায় আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। হামলা করেছে আমার প্রাক্তন স্বামী পিনাকী মজুমদার। বাড়িতে এসে আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। কাচের বোতল ভেঙে আমার মাকে মারা হয়েছে। আমার বাবাকে খুনের হুমকি দেওয়া হয়েছে । আমাকে অ্যাসিড দিয়ে আক্রমণ করবে বলেও শাসানো হয়েছে। আমার ভাইকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। জোর করে 2 লক্ষ টাকার চেক নিয়ে গিয়েছে। ডিভোর্সের পর আমাদের কোনও যোগাযোগই ছিল না। কেন ও এরকম করেছে আমি জানি না। আমাদের বাড়ি ছাড়া করারও হুমকি দিয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। ওঁর কড়া শাস্তি চাইছি।" ঘটনায় বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷