ETV Bharat / entertainment

SRK-Salman Shoot Tiger 3: 'টাইগার-থ্রি' ছবিতে শাহরুখ-সলমনের অ্যাকশন, মুম্বইয়ে তৈরি হচ্ছে বিশাল সেট - টাইগার থ্রি

'টাইগার-থ্রি' (Tiger 3)-তে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে ৷ সেই অ্যাকশন দৃশ্যের শুটিং করতেই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেট তৈরির কাজ ৷ সূত্রের খবর, সেটটি এতটাই বড় হচ্ছে যে প্রায় 45 দিন লাগবে তা তৈরি করতে ৷

Etv Bharat
শুরু হতে চলেছে 'টাইগার-থ্রি'র অ্যাকশন দৃশ্য
author img

By

Published : Mar 22, 2023, 10:53 PM IST

হায়দরাবাদ, 22 মার্চ: বলিউডের 'করণ-অর্জুন' যখনই পর্দায় আসেন সিটি আর করতালিতে ভরে ওঠে প্রেক্ষাগৃহ ৷ বলা ভালো বলিউডের এই দুই খানকে পর্দায় একসঙ্গে দেখা মানেই 'ফুল পয়সাওয়াসুল' ৷ 'পাঠান'(Pathaan) ছবির অ্যাকশন সিকোয়েন্সেই টাইগার জানিয়ে দিয়েছিলেন (Salman appeared in Pathaan) মিশনে সাহায্য লাগবে কিং খানের ৷ ভাইজানের কথা ! রাখতে তো হবেই ৷ ফলে এটা সকলেই জানতেন 'টাইগার-থ্রি' (Tiger 3)-তে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে ৷ সেই অ্যাকশন দৃশ্যের শুটিং করতেই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেট তৈরির কাজ (SRK and Salman Khan to shoot action scenes) ৷ সূত্রের খবর, সেটটি এতটাই বড় হচ্ছে যে প্রায় 45 দিন লাগবে তা তৈরি করতে ৷

2013 র অন্যতম ব্লকব্লাস্টার ছবি 'পাঠান' ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি বক্সঅফিস কালেকশনে পিছনে ফেলেছে 'বাহুবলি-2' কেও ৷ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত এই ছবির বিশেষ অ্যাকশন দৃশ্যে ধামাকাদার 'এন্ট্রি' নিয়েছিলেন বলিউডের 'টাইগার' সলমন খান ৷ শাহরুখের মিশন কমপ্লিট হওয়ার পর এবার শত্রু দমনে মাঠে নামছেন টাইগার ৷ সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমি ৷ যশ রাজ ফিল্মস প্রযোজিত, মনীশ শর্মা পরিচালিত 'টাইগার -3' তে আগের ফ্রাঞ্চাইজির মতোই ভরপুর ড্রামা-অ্যাকশনের পাশাপাশি থাকবে টুইস্ট ৷ যার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷

সূত্রের খবর, এক অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন শাহরুখ-সলমন ৷ মুম্বইয়ে তৈরি হতে চলেছে বিশাল বড় শুটিং সেট ৷ আনুমানিক প্রায় 45 দিন লাগবে এই সেটটি তৈরি করতে ৷ জানা গিয়েছে, শাহরুখ-সলমনের এই দৃশ্যের শুটিং শুরু হবে এপ্রিলে ৷

আরও পড়ুন: দক্ষিণী ছবি 'সুরারাই পোত্রু'র হিন্দি রিমেকে অক্ষয়, সামনে এল ছবি মুক্তির দিন

উল্লেখ্য, 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়'-র পর আসতে চলেছে 'টাইগার-থ্রি' ৷ হিন্দির পাশাপাশি তামিল, তেলুগুতেও মুক্তি পাবে 'টাইগার-থ্রি' ৷ চলতি বছরের দিওয়ালিতে সিলভারস্ক্রিনে মুক্তি পেতে চলেছে 'টাইগার-থ্রি' ৷ অন্যদিকে, শাহরুখ খানের 'পাঠান' বড় পর্দায় ব্লকব্লাস্টার হওয়ার পর আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ মার্চের 22 হিন্দি, তামিল ও তেলুগুতে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে 'পাঠান' ৷ যেখানে দর্শকদের জন্য উপহার হিসাবে থাকবে সিনেমাতে বাতিল হওয়া বিশেষ কিছু দৃশ্য ৷

হায়দরাবাদ, 22 মার্চ: বলিউডের 'করণ-অর্জুন' যখনই পর্দায় আসেন সিটি আর করতালিতে ভরে ওঠে প্রেক্ষাগৃহ ৷ বলা ভালো বলিউডের এই দুই খানকে পর্দায় একসঙ্গে দেখা মানেই 'ফুল পয়সাওয়াসুল' ৷ 'পাঠান'(Pathaan) ছবির অ্যাকশন সিকোয়েন্সেই টাইগার জানিয়ে দিয়েছিলেন (Salman appeared in Pathaan) মিশনে সাহায্য লাগবে কিং খানের ৷ ভাইজানের কথা ! রাখতে তো হবেই ৷ ফলে এটা সকলেই জানতেন 'টাইগার-থ্রি' (Tiger 3)-তে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে ৷ সেই অ্যাকশন দৃশ্যের শুটিং করতেই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেট তৈরির কাজ (SRK and Salman Khan to shoot action scenes) ৷ সূত্রের খবর, সেটটি এতটাই বড় হচ্ছে যে প্রায় 45 দিন লাগবে তা তৈরি করতে ৷

2013 র অন্যতম ব্লকব্লাস্টার ছবি 'পাঠান' ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি বক্সঅফিস কালেকশনে পিছনে ফেলেছে 'বাহুবলি-2' কেও ৷ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত এই ছবির বিশেষ অ্যাকশন দৃশ্যে ধামাকাদার 'এন্ট্রি' নিয়েছিলেন বলিউডের 'টাইগার' সলমন খান ৷ শাহরুখের মিশন কমপ্লিট হওয়ার পর এবার শত্রু দমনে মাঠে নামছেন টাইগার ৷ সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমি ৷ যশ রাজ ফিল্মস প্রযোজিত, মনীশ শর্মা পরিচালিত 'টাইগার -3' তে আগের ফ্রাঞ্চাইজির মতোই ভরপুর ড্রামা-অ্যাকশনের পাশাপাশি থাকবে টুইস্ট ৷ যার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷

সূত্রের খবর, এক অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন শাহরুখ-সলমন ৷ মুম্বইয়ে তৈরি হতে চলেছে বিশাল বড় শুটিং সেট ৷ আনুমানিক প্রায় 45 দিন লাগবে এই সেটটি তৈরি করতে ৷ জানা গিয়েছে, শাহরুখ-সলমনের এই দৃশ্যের শুটিং শুরু হবে এপ্রিলে ৷

আরও পড়ুন: দক্ষিণী ছবি 'সুরারাই পোত্রু'র হিন্দি রিমেকে অক্ষয়, সামনে এল ছবি মুক্তির দিন

উল্লেখ্য, 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়'-র পর আসতে চলেছে 'টাইগার-থ্রি' ৷ হিন্দির পাশাপাশি তামিল, তেলুগুতেও মুক্তি পাবে 'টাইগার-থ্রি' ৷ চলতি বছরের দিওয়ালিতে সিলভারস্ক্রিনে মুক্তি পেতে চলেছে 'টাইগার-থ্রি' ৷ অন্যদিকে, শাহরুখ খানের 'পাঠান' বড় পর্দায় ব্লকব্লাস্টার হওয়ার পর আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ মার্চের 22 হিন্দি, তামিল ও তেলুগুতে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে 'পাঠান' ৷ যেখানে দর্শকদের জন্য উপহার হিসাবে থাকবে সিনেমাতে বাতিল হওয়া বিশেষ কিছু দৃশ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.