ETV Bharat / entertainment

Kiara On Sidharth: 'হৃদয় জুড়ে শুধু তুমি..' সিদ্ধার্থকে নিয়ে মিষ্টি প্রেমের অনুভূতি প্রকাশ বেটার হাফ কিয়ারার

author img

By

Published : Mar 25, 2023, 6:06 PM IST

বিয়ের পর থেকে বিভিন্ন পাবলিক অ্যাপিয়ারেন্সে স্পটলাইট কেড়ে নিচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা (Sidharth Malhotra-Kiara Advani) ৷ নজর কাড়ছে তাঁদের ফ্যাশন ট্রেন্ডও ৷ শুক্রবার এক অ্যাওয়ার্ড সেরেমনিতে টপ ফ্যাশন স্টেটমেন্ট-বিভাগে পুরস্কৃত হন 'মিশন মজনু' স্টার ৷ মঞ্চে পুরস্কার নিতে এসে স্পীচ দেন সিদ্ধার্থ ৷ প্রশংসা করেন কিয়ারার ৷ সেই স্পীচ নতুন করে মন চুরি করে নিয়েছে কিয়ারার ৷

Etv Bharat
মঞ্চে কিয়ারার প্রশংসা করলেন সিদ্ধার্থ

হায়দরাবাদ, 25 মার্চ: লম্বা সময় ধরে চুপিসারে প্রেমের পর সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদবানি (Kiara Advani) ৷ বিয়ের পর তাঁদের ব্যক্তিগত সময়ের অনেক ছবিই ধীরে ধীরে আসতে থাকে সোশাল মাধ্যমে ৷ যা অনুরাগীদের হৃদয় হরণ করেছে ৷ সম্প্রতি অভিনেত্রী কিয়ারার আরও একটি ভিডিয়ো ঘুরছে নেট দুনিয়ায় ৷ যেখানে স্বামী সিদ্ধার্থকে নিয়ে কিয়ারার অনুভূতি প্রকাশ্যে ৷ যা 'চেরিশ' করেছেন অনুরাগীরাও ৷

বিয়ের পর থেকে বিভিন্ন পাবলিক অ্যাপিয়ারেন্সে স্পটলাইট কেড়ে নিচ্ছেন 'শেরশাহ' জুটি ৷ নজর কাড়ছে তাঁদের ফ্যাশন ট্রেন্ডও ৷ শুক্রবার এক অ্যাওয়ার্ড সেরেমনিতে টপ ফ্যাশন স্টেটমেন্ট-বিভাগে পুরস্কৃত হন 'মিশন মজনু' স্টার ৷ মঞ্চে পুরস্কার নিতে এসে দু-চার কথাও বলেন সিদ্ধার্থ ৷ প্রশংসা করেন কিয়ারার (Sidharth Malhotra dedicates style award to wife) ৷ যা নতুন করে মন চুরি করে নিয়েছে কিয়ারার ৷

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সিড পুরস্কার নিয়ে বলেন, "বিয়ের পর এটা আমার দ্বিতীয় পুরস্কার ৷ প্রথমটা ছবিতে অভিনয়ের জন্য, দ্বিতীয়টা স্টাইলের জন্য ৷ তাই আমি মনে করি আমার স্ত্রী খুশি হবে ৷ ও খুব ভাল অভিনেত্রী ও দারুণ স্টাইলিশ ৷ এই অ্যাওয়ার্ডটা আমি ওকে উৎসর্গ করলাম ৷" পাশাপাশি সিড ধন্যবাদ জানান তাঁর পুরো টিমকেও ৷ ভিডিয়োটির একটা ক্লিপিংস, কিয়ারা নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেন শনিবার ৷ ক্যাপশনে লেখেন, "হৃদয় জুড়ে শুধু এই মানুষটাই রয়েছে ৷" পাশে দিয়েছেন ভালবাসার ইমোজি ৷

EXCLUSIVE Video: @SidMalhotra won the 'Most Stylish Actor' (Male) & dedicated the award to his wife Kiara Advani and all the stylists and designers associated worked with him at Bollywood Hungama Style Icons Awards 2023 😍🙌🫶👏👏💥#SidharthMalhotra #BHStyleIcons23 pic.twitter.com/KLeX4ulrAy

— Sidharth Malhotra FC (@SidharthFC_) March 24, 2023 ">

আরও পড়ুন: জাহ্নবী, অনন্যা থেকে কৃতি; রেড কার্পেটে চোখ ধাঁধালেন বলি ডিভারা

সব জল্পনার অবসান ঘটিয়ে গত 7 ফেব্রুয়ারি নিজেদের প্রেমকে পূর্ণতা দেন 'শেরশাহ' জুটি ৷ রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে চারহাত এক হয় সিড-কিয়ারার ৷ নিমন্ত্রিতদের মধ্যে ছিল দু'জনের পরিবার ও কাছের বন্ধু করণ জোহর, শাহিদ কাপুর, মিরা কাপুর ও মণীশ মলহোত্রা ৷ পাশাপাশি, মণীশ মলহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা এবং শেরওয়ানিতেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা ৷

হায়দরাবাদ, 25 মার্চ: লম্বা সময় ধরে চুপিসারে প্রেমের পর সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদবানি (Kiara Advani) ৷ বিয়ের পর তাঁদের ব্যক্তিগত সময়ের অনেক ছবিই ধীরে ধীরে আসতে থাকে সোশাল মাধ্যমে ৷ যা অনুরাগীদের হৃদয় হরণ করেছে ৷ সম্প্রতি অভিনেত্রী কিয়ারার আরও একটি ভিডিয়ো ঘুরছে নেট দুনিয়ায় ৷ যেখানে স্বামী সিদ্ধার্থকে নিয়ে কিয়ারার অনুভূতি প্রকাশ্যে ৷ যা 'চেরিশ' করেছেন অনুরাগীরাও ৷

বিয়ের পর থেকে বিভিন্ন পাবলিক অ্যাপিয়ারেন্সে স্পটলাইট কেড়ে নিচ্ছেন 'শেরশাহ' জুটি ৷ নজর কাড়ছে তাঁদের ফ্যাশন ট্রেন্ডও ৷ শুক্রবার এক অ্যাওয়ার্ড সেরেমনিতে টপ ফ্যাশন স্টেটমেন্ট-বিভাগে পুরস্কৃত হন 'মিশন মজনু' স্টার ৷ মঞ্চে পুরস্কার নিতে এসে দু-চার কথাও বলেন সিদ্ধার্থ ৷ প্রশংসা করেন কিয়ারার (Sidharth Malhotra dedicates style award to wife) ৷ যা নতুন করে মন চুরি করে নিয়েছে কিয়ারার ৷

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সিড পুরস্কার নিয়ে বলেন, "বিয়ের পর এটা আমার দ্বিতীয় পুরস্কার ৷ প্রথমটা ছবিতে অভিনয়ের জন্য, দ্বিতীয়টা স্টাইলের জন্য ৷ তাই আমি মনে করি আমার স্ত্রী খুশি হবে ৷ ও খুব ভাল অভিনেত্রী ও দারুণ স্টাইলিশ ৷ এই অ্যাওয়ার্ডটা আমি ওকে উৎসর্গ করলাম ৷" পাশাপাশি সিড ধন্যবাদ জানান তাঁর পুরো টিমকেও ৷ ভিডিয়োটির একটা ক্লিপিংস, কিয়ারা নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেন শনিবার ৷ ক্যাপশনে লেখেন, "হৃদয় জুড়ে শুধু এই মানুষটাই রয়েছে ৷" পাশে দিয়েছেন ভালবাসার ইমোজি ৷

আরও পড়ুন: জাহ্নবী, অনন্যা থেকে কৃতি; রেড কার্পেটে চোখ ধাঁধালেন বলি ডিভারা

সব জল্পনার অবসান ঘটিয়ে গত 7 ফেব্রুয়ারি নিজেদের প্রেমকে পূর্ণতা দেন 'শেরশাহ' জুটি ৷ রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে চারহাত এক হয় সিড-কিয়ারার ৷ নিমন্ত্রিতদের মধ্যে ছিল দু'জনের পরিবার ও কাছের বন্ধু করণ জোহর, শাহিদ কাপুর, মিরা কাপুর ও মণীশ মলহোত্রা ৷ পাশাপাশি, মণীশ মলহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা এবং শেরওয়ানিতেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.