হাওড়া, 14 অগস্ট: 1993 সালের 14 অগস্ট প্রকাশিত হয়েছিল নচিকেতা চক্রবর্তীর প্রথম অ্যালবাম, 'এই বেশ ভালো আছি'। প্রায় 30 বছর সম্পন্ন হয়েছে শিল্পী নচিকেতার সঙ্গীত জীবন। বিশেষ এই দিনে অভিনব উপায়ে শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছে অগ্রগতি ইন্সটিটিউট অফ হেলথ নার্সিং এডুকেশন ইউনিট। হাওড়ার আমতার রসপুরে নচিকেতা চক্রবর্তীর নামেই একটি প্রেক্ষাগৃহ উদ্বোধন হয়েছে সোমবার। নচিকেতা এদিন নিজেই সেই প্রেক্ষাগৃহের উদ্বোধন করেছেন ৷ উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন।
সংস্থার সম্পাদক তপন মণ্ডল বলেন, "নচিকেতা জীবন্ত কিংবদন্তি। তাঁকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরাই সম্মানিত হয়েছি। তিনি নিজের হাতে নিজের নামে প্রেক্ষাগৃহ উদ্বোধন করেছেন। এমন ঘটনা, বাংলায় অন্য কোনও, জীবিত শিল্পীর ক্ষেত্রে এখনও পর্যন্ত হয়নি বলে মনে হয়। তাই এই ঘটনা একেবারেই বিরল।" অন্যদিকে নচিকেতা চক্রবর্তী এইদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেই জানান "আমি জীবনে এত বড় সম্মান কোনওদিন পাইনি।
শুধু তাই নয়, এদিনের অনুষ্ঠানে নচিকেতা অনুরাগীদের আরও একটি খুশির খবর জানিয়েছে এই সংস্থা ৷ গত 32 বছর ধরে হাওড়ার আমতায় দামোদর মেলায় যে থিম হয়, সেখানেও উঠে আসবে শিল্পীর নাম ৷ অর্থাৎ গত 32 বছরে যেখানে কখনও থিমের পুনরাবৃত্তি হয়নি, সেখানে নচিকেতার 30 বছরের সংগীত জীবনকে শ্রদ্ধা জানাতে এই বছরের দামোদর মেলা পুনরায় নচিকেতার থিমেই ফিরে আসছে।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের প্রাক্কালে নতুন উপহার, মুক্তি পেল দেবের 'বাঘা যতীন' ছবির প্রি টিজার
নচিকেতার প্রথম অ্যালবাম মুক্তির পরেই নয়ের দশকে আলোড়ন তুলেছিল ৷ কবির সুমন, অঞ্জন দত্তের পর বাংলা গানের ধারাকে অন্য পর্যায় নিয়ে গিয়েছিলেন শিল্পী নচিকেতা। একদিকে প্রতিবাদ অন্যদিকে বাংলা গানের মধ্যে সুচারু ভাবে ধ্রুপদী সংগীতের ব্যবহার নচিকেতাকে জনসমক্ষে জনপ্রিয় করে তুলেছিল। 30 বছর পর একই ভাবে জনপ্রিয় তিনি। তার প্রমাণ হিসাবে বলা যেতে পারে, শিল্পীর একক অনুষ্ঠানে টিকিট বিক্রির কথা ৷ আগামী ১৯ আগস্ট নচিকেতার একক অনুষ্ঠান রয়েছে কলকাতার রবীন্দ্র সদনে। 30 বছরের সংগীত জীবনকে শ্রদ্ধা জানতে ফ্যান অ্যাসোসিয়েশন 'আগুনপাখি' অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের অনলাইন টিকিট বেরোনোর 6 দিনের মধ্যে হাউসফুল হয়ে গিয়েছে রবীন্দ্র সদন।