কলকাতা, 22 এপ্রিল: একদিকে খুশির ঈদ অন্যদিকে অক্ষয় তৃতীয়া । নতুন অভিযান শুরু করার এর থেকে ভালো দিন আর কী হতে পারে ! তাই চটপট রেডি হয়ে নিন। থাইল্যান্ড যেতে হবে তো! বুঝলেন না ? মুক্তি পেয়ে গিয়েছে অনিবার্ণ, অঙ্কুশ আর রুদ্রনীলের 'আবার বিবাহ অভিযান'-এর ট্রেলার । নতুন মোড়কে চমক থাকলেও, হাসি আর মজার সেই রেশ রেখেই শুরু নতুন অভিযান।
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল একমাস আগে থেকেই । তখন প্রথমবার সামনে আসে 'আবার বিবাহ অভিযান'-এর প্রোমো টিজার । গণশা-মালতি, অনুপম-রাই, রজত-মায়া-র দু'মিনিটের প্রোমো দেখেই আন্দাজ করা গিয়েছিল পর্দায় হাসির বোমা ফাটাতে আসছেন এই তিন জুটি। অবশেষে প্রতীক্ষার অবসান। সামনে এসে গিয়েছে 'আবার বিবাহ অভিযান'-এর বহু প্রতীক্ষীত ট্রেলার। প্রত্যেকের কমিক সেন্স ও টাইমিং জমজমাট করে তুলেছে ট্রেলারটিকে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
2019-এ মুক্তি পেয়েছিল বিরসা দাশগুপ্ত পরিচালিত 'বিবাহ অভিযান'। রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার আর বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়া ছিলেন মূল চরিত্রে । টানটান চিত্রনাট্য ও জমজমাট কমেডিতে এই ছবি দর্শকদের মনে ধরেছিল। 2022-এ ফের সেই ছবির সিক্যুয়েল আসার কথা ঘোষণা করেছিলেন নির্মাতারা। জানিয়েছিলেন আসছে, 'আবার বিবাহ অভিযান'। তবে এবার বদলেছে ছবির পরিচালক। 'আবার বিবাহ অভিযান' -এর হাত ধরে পরিচালক হিসেবে ডেবিউ হতে চলেছে টলিপাড়ার পরিচিত ডিওপি সৌমিক হালদারের। এর আগে, সৌমিক হালদার 'কর্ণসুবর্ণের গুপ্তধন', 'গুমনামী', 'দ্বিতীয় পুরুষ, 'বল্লভপুরের রূপকথা'র মতো ছবিতে ডিওপি'র দায়িত্ব সামলেছেন।
আরও পড়ুন: ক্যামেরার পিছনে ঋতুপর্ণা, 'দত্তা' ছবির স্মৃতিতে ডুব নায়িকার
গত বছর নভেম্বরেই শুরু হয়েছিল 'আবার বিবাহ অভিযান'-এর শ্যুটিং। সামনে এসেছিল ছবির চরিত্রদের ফার্স্ট লুক। তবে প্রথম ছবির মূল চরিত্রদের পাশাপাশি এবার এন্ট্রি হতে চলেছে সৌরভ দাসের। বিশেষ চরিত্র দেখা যাবে তাঁকে। কলকাতার পাশাপাশি এই ছবির বেশ কিছুটা অংশের শুটিং হয়েছে থাইল্যান্ডে। 'আবার বিবাহ অভিযান'-এর সঙ্গীত পরিচালনায় জিৎ গাঙ্গুলি।
প্রসঙ্গত, বউয়ের হাত থেকে পালিয়েও শেষে ধরা পড়ে গিয়েছিল রজত আর অনুপম। এবার তাঁদের সঙ্গী গণশা। এই তিন মূর্তি একজোট হয়েছে। আবারও কি তারা বউয়ের হাত থেকে পালাবে? কী হবে এবার? 25 মে জামাইষষ্ঠীর আবহে 'আবার বিবাহ অভিযান' দেবে সেই উত্তর ।