কলকাতা, 12 ডিসেম্বর: বড় পর্দায় আসছে কিংশুক দে পরিচালিত 'দ্য রেড ফাইলস'। এই ছবিতে তুলে ধরা হয়েছে বানতলার নৃশংস ধর্ষণ ও খুনের কাহিনি ৷ মুক্তি পেয়েছে ছবির অফিসিয়াল টিজার । যা দেখে আশা জাগছে সিনেপ্রেমীদের মধ্যে ৷
ছবি পরিবেশনায় 'ব্লু বেরি এন্টারটেইনমেন্ট'। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন নিলেশ পারেখ ও মিনু পারেখ । ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন মুমতাজ সরকার, বিদীপ্তা চক্রবর্তী, তানিকশা রায়, অভিরূপ চৌধুরী, শ্যামল চক্রবর্তী, সৌমেন্দ্র ভট্টাচার্য, সুব্রত নন্দী, বিক্রমজিৎ মুখোপাধ্যায়, জুঁই সরকার, কিঞ্জল নন্দ সঞ্জীব ঘোষ, দীপক হালদার, দেবপ্রসাদ হালদার-সহ আরও অনেকে । সৃজনশীল পরিচালনা এবং পোশাক পরিকল্পনায় সংযুক্তা দেব রায়।
ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় রয়েছেন কিংশুক দে । ক্যামেরায় রয়েছেন শুভদীপ নস্কর । পরিচালনায় রয়েছেন সৌম্য ঋত । এই ছবিতে গান গাইছেন সঙ্গীতশিল্পী পাপন, নচিকেতা চক্রবর্তী ও লগ্নজিতা চক্রবর্তী । বানতলা ধর্ষণ কাণ্ডকে কেন্দ্রে রেখে এগিয়েছে ছবির গল্প । এই ঘটনাকে কেন্দ্র করে তিনটি টাইমলাইনে ছবির কাহিনি বুনেছেন কিংশুক দে । টিজারেও রয়েছে তারই আভাস ।
ছবির বিষয়ে পরিচালক জানিয়েছেন, "সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত ধর্ষণ আমাদের সমাজে এক দুরারোগ্য ব্যাধির মতো রয়েই গিয়েছে । নারীর প্রতি এই লজ্জাজনক নৃশংস অন্যায়ের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে । মানুষ দাবি করে, তারা সভ্য হয়েছে । কিন্তু এই নৃশংসতার দিকে একটু সময় নিয়ে তাকালে পুরোটাই নিছক মিথ্যে মনে হয় । শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে প্রতি বছর এর সংখ্যা যদি সঠিকভাবে গণনা করা যায়, তাহলে চমকে উঠব আমরা । নব্বইয়ের দশকের এমনই এক শিউরে ওঠা ধর্ষণ কাণ্ড ছিল বানতলা ধর্ষণ কাণ্ড । একদিকে নৃশংসতা, অন্যদিকে এই ধর্ষণ কাণ্ড নিয়ে ঘটে যাওয়া রাজনৈতিক প্রহসন সত্যি আজও আমাকে ভাবায় । সেখান থেকেই এই ছবির কাহিনি লেখা । এমন অনেক কেস থাকে, যেগুলি নানা কারণে বছরের পর বছর চাপা পড়ে থাকে হাজার হাজার ফাইলের তলায় । এই সমস্ত ফাইলগুলিকে 'রেড ফাইলস' বলে । আমাদের এই ছবি বানতলা ধর্ষণ কাণ্ডের রেড ফাইলস নিয়েই, টিজারে বিষয়টি আরও সুস্পষ্ট হয়ে উঠেছে ।"
পরিচালক আরও বলেন, "1990 সালে বানতলায় তিনজন মহিলাকে ধর্ষণ করে নৃশংস হত্যা করা হয় । কিন্তু প্রমাণের অভাব, আর রাজনৈতিক চাপে সঠিক বিচার পায় না এই ধর্ষণ কাণ্ডের মূলে থাকা আসল অপরাধীরা । আমাদের এই ছবি মানুষকে আর একবার ভাবাবে । আমাদের ছবির অফিসিয়াল টিজার মানুষের ভালো লাগছে, অনেক রকম প্রতিক্রিয়া পাচ্ছি আমরা । আশা করি, ছবি বড় পর্দায় মুক্তি পেলেও একই রকম প্রতিক্রিয়া পাব ।" সব দিক ঠিক থাকলে 2024 সালের শুরুর দিকে মুক্তি পেতে চলেছে এই ছবি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: