ETV Bharat / entertainment

The Lady Killer Trailer Out: হাড়হিম ট্রেলার ! লালসা, রাগ ও প্রেমের জোয়ারে রক্তাক্ত পথে অর্জুন-ভূমি - অর্জুন কাপুর

The Lady Killer trailer released: দ্য লেডি কিলারের ট্রেলার আজ প্রকাশ করলেন নির্মাতারা । অর্জুন কাপুর এবং ভূমি পেদনেকরের এই ফিল্ম আগামী 3 নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ৷

The Lady Killer Trailer Out
দ্য লেডি কিলারের ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 6:19 PM IST

হায়দরবাদ, 29 অক্টোবর: প্রকাশিত হল অর্জুন কাপুর এবং ভূমি পেদনেকরের আসন্ন ছবি দ্য লেডি কিলারের ট্রেলার । এই সাসপেন্স থ্রিলারটিতে বিপজ্জনক এক রোম্যান্সের গল্প তুলে ধরা হয়েছে ৷ সেকশন 375, বিএ পাশ, ব্লারের পরিচালক অজয় বহল এই ছবিতে অন্ধকারময় এক ন্যারেটিভ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে ৷

2 মিনিট 22 সেকেন্ডের ট্রেলারে দেখা গিয়েছে যে, অর্জুন কাপুর ছোট একটি শহরের এক প্লেবয় ৷ তিনি একটি তুষারে ঢাকা পাহাড়ি এলাকায় উপস্থিত হয়েছেন । সেখানে তিনি ভূমি পেদনেকরের মুখোমুখি হন, যিনি একজন প্রাক্তন মহারাজার কাছে ছোটি রানি উপাধি পেয়েছিলেন ৷ নানা ব্যক্তিগত অশান্তির মোকাবিলা করছেন তিনি ।

প্লটটি উন্মোচিত হওয়ার সঙ্গে সঙ্গে অর্জুন ভূমির আসল পরিচয় আবিষ্কার করেন, যা তাঁর পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়ায় । লালসা, ক্রোধ এবং প্রেমের দ্বারা উজ্জীবিত তাঁদের অনির্ধারিত সম্পর্কটি তাঁদেরকে বিশ্বাসঘাতকতা এবং ধ্বংসাত্মক পথে নিয়ে যায় ৷ শেষ দৃশ্যে যা হত্যার ইঙ্গিত দিয়েছে ৷ দ্য লেডি কিলারের ট্রেলারে ভূমি এবং অর্জুনের চরিত্র দেখে বেশ উৎসাহী দর্শকরা ৷

আরও পড়ুন: থ্যালাইভার 170-এর মুম্বইয়ের শুটিং শেষ বিগ বি-রজনীর

ছবিটি সম্পর্কে কথা বলার সময় বহল এর আগে বলেছিলেন যে, ভূমি এবং অর্জুনের সঙ্গে কাজ করা খুব আনন্দের ছিল । তিনি আরও বলেন যে, এই নতুন যুগের অভিনেতারা সুপার কমিটেড এবং পরিপক্ক । তিনি বিশেষভাবে অর্জুনের অভিনয়ের প্রশংসা করেন, বলেন যে, অর্জুন তাঁর অভিনয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন । অর্জুন কাপুর নিজেই আগে স্বীকার করেছিলেন যে, দ্য লেডি কিলার তাঁর কেরিয়ারের সবচেয়ে আবেগপূর্ণ চলচ্চিত্র । তিনি ছবিটির ইনটেনসিটির উপর জোর দিয়েছিলেন ৷ তাঁর মতে, এটি একটি খুব বাস্তব প্রেমের গল্প । ছবিটির শুটিংয়ের পরে, তীব্র অভিজ্ঞতা থেকে নিজেকে পুনরুদ্ধার করতে তাঁকে কিছুদিনের বিরতি নিতে হয়েছিল ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

করমা মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের সহযোগিতায় টি-সিরিজের ভূষণ কুমার উপস্থাপন করেছেন লেডি কিলার । ছবিটি বড় পর্দায় আসছে 3 নভেম্বর ।

হায়দরবাদ, 29 অক্টোবর: প্রকাশিত হল অর্জুন কাপুর এবং ভূমি পেদনেকরের আসন্ন ছবি দ্য লেডি কিলারের ট্রেলার । এই সাসপেন্স থ্রিলারটিতে বিপজ্জনক এক রোম্যান্সের গল্প তুলে ধরা হয়েছে ৷ সেকশন 375, বিএ পাশ, ব্লারের পরিচালক অজয় বহল এই ছবিতে অন্ধকারময় এক ন্যারেটিভ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে ৷

2 মিনিট 22 সেকেন্ডের ট্রেলারে দেখা গিয়েছে যে, অর্জুন কাপুর ছোট একটি শহরের এক প্লেবয় ৷ তিনি একটি তুষারে ঢাকা পাহাড়ি এলাকায় উপস্থিত হয়েছেন । সেখানে তিনি ভূমি পেদনেকরের মুখোমুখি হন, যিনি একজন প্রাক্তন মহারাজার কাছে ছোটি রানি উপাধি পেয়েছিলেন ৷ নানা ব্যক্তিগত অশান্তির মোকাবিলা করছেন তিনি ।

প্লটটি উন্মোচিত হওয়ার সঙ্গে সঙ্গে অর্জুন ভূমির আসল পরিচয় আবিষ্কার করেন, যা তাঁর পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়ায় । লালসা, ক্রোধ এবং প্রেমের দ্বারা উজ্জীবিত তাঁদের অনির্ধারিত সম্পর্কটি তাঁদেরকে বিশ্বাসঘাতকতা এবং ধ্বংসাত্মক পথে নিয়ে যায় ৷ শেষ দৃশ্যে যা হত্যার ইঙ্গিত দিয়েছে ৷ দ্য লেডি কিলারের ট্রেলারে ভূমি এবং অর্জুনের চরিত্র দেখে বেশ উৎসাহী দর্শকরা ৷

আরও পড়ুন: থ্যালাইভার 170-এর মুম্বইয়ের শুটিং শেষ বিগ বি-রজনীর

ছবিটি সম্পর্কে কথা বলার সময় বহল এর আগে বলেছিলেন যে, ভূমি এবং অর্জুনের সঙ্গে কাজ করা খুব আনন্দের ছিল । তিনি আরও বলেন যে, এই নতুন যুগের অভিনেতারা সুপার কমিটেড এবং পরিপক্ক । তিনি বিশেষভাবে অর্জুনের অভিনয়ের প্রশংসা করেন, বলেন যে, অর্জুন তাঁর অভিনয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন । অর্জুন কাপুর নিজেই আগে স্বীকার করেছিলেন যে, দ্য লেডি কিলার তাঁর কেরিয়ারের সবচেয়ে আবেগপূর্ণ চলচ্চিত্র । তিনি ছবিটির ইনটেনসিটির উপর জোর দিয়েছিলেন ৷ তাঁর মতে, এটি একটি খুব বাস্তব প্রেমের গল্প । ছবিটির শুটিংয়ের পরে, তীব্র অভিজ্ঞতা থেকে নিজেকে পুনরুদ্ধার করতে তাঁকে কিছুদিনের বিরতি নিতে হয়েছিল ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

করমা মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের সহযোগিতায় টি-সিরিজের ভূষণ কুমার উপস্থাপন করেছেন লেডি কিলার । ছবিটি বড় পর্দায় আসছে 3 নভেম্বর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.