ETV Bharat / entertainment

The Kerala Story BO Collection: 12 দিনেই 150 কোটির ক্লাবে সুদীপ্ত সেনের 'দ্য কেরালা স্টোরি' - 150 কোটির ক্লাবে সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি

150 কোটির ক্লাবে ঢুকে পড়ল সুদীপ্ত সেনের নতুন ছবি 'দ্য কেরালা স্টোরি' ৷ 12 দিনেই রেকর্ড গড়ল ছবিটি ৷ সবদিক থেকেই বোঝা যাচ্ছে এটি বছরের অন্যতম সফল বাণিজ্যিক সিনেমা হতে যাচ্ছে।

The Kerala Story BO Collection
150 কোটির ক্লাবে দ্য কেরালা স্টোরি
author img

By

Published : May 17, 2023, 1:44 PM IST

হায়দরাবাদ, 17 মে: 150 কোটির মাইলস্টোনে পৌঁছে গেল বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের বিতর্কিত ছবি 'দ্য কেরালা স্টোরি' ৷ 12 দিনের মাথাতেই বক্স অফিসে রেকর্ড গড়ল আদা শর্মা-সিদ্ধি ইদনানি অভিনীত ছবিটি ৷ রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুরের 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবির ম্যাজিকও কেরলের কাহিনির সামনে যেন ফিকে হতে শুরু করেছে ৷ বক্সঅফিসে আজও সমান গতিতে দৌড়োচ্ছে সুদীপ্তর অশ্বমেধের ঘোড়া ৷

5 মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আদা শর্মার 'দ্য কেরালা স্টোরি' ৷ কেরলের এক অজানা কাহিনিকে এই ছবিতে তুলে ধরার দাবি করেছিলেন নির্মাতারা ৷ তাঁদের দাবি কেরল হয়ে উঠেছে ধর্ম পরিবর্তনের মুুক্তাঞ্চল ৷ হিন্দু এবং অন্য ধর্মের নারীদের কার্যত মগজধোলাই করে ধর্ম পরিবর্তন করানো হচ্ছে এবং পরবর্তীতে তাঁদের বাধ্য করা হচ্ছে আইএসআইএসের মতো সংগঠনে যোগ দিতে ৷ নির্মাতারা প্রথমে দাবি করেন প্রায় 32 হাজার মহিলাকে এভাবে পরিকল্পনা করে ধর্মান্তরিত করা হয়েছে ৷ অনেকেই এই দাবির যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন। শেষমেশ আইএসআইএসে কতজন এভাবে যোগ দিয়েছেন তা নিয়ে বিতর্ক এখনও চলছে।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের দেওয়া রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার 150 কোটি পার করেছে 'দ্য কেরালা স্টোরি' ৷ মঙ্গলবার দেশ জুড়ে ছবিটি আয় করেছে 9.65 কোটি টাকা ৷ যার জেরে মোট আয় দাঁড়িয়েছে 156.84 কোটি টাকা ৷ শুধু ভারত নয় আমেরিকা, অস্ট্রেলিয়া এবং কানাডার মতো দেশগুলিতেও রম রমিয়ে চলেছে 'দ্য কেরালা স্টোরি' ৷

যদিও ইতিমধ্যেই বাংলা এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেছে মমতার সরকার ৷ পাশাপাশি তামিলনাড়ুতেও এই ছবি দেখার সুযোগ নেই ৷ কিন্তু তার জেরে ছবির ব্যবসায় বিরাট কিছু প্রভাব লক্ষ করা যায়নি ৷ ঠিক যে গতিতে সাফল্য়ের পথে এগিয়ে চলেছে 'দ্য কেরালা স্টোরি' তাতে বক্স অফিসে আরও অনেক রেকর্ড যে তৈরি হবে তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন: 'ওরম তাকিয়ো না...' জন্মদিনে ফিরে দেখা কৌশানির কিছু নজরকাড়া লুক

হায়দরাবাদ, 17 মে: 150 কোটির মাইলস্টোনে পৌঁছে গেল বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের বিতর্কিত ছবি 'দ্য কেরালা স্টোরি' ৷ 12 দিনের মাথাতেই বক্স অফিসে রেকর্ড গড়ল আদা শর্মা-সিদ্ধি ইদনানি অভিনীত ছবিটি ৷ রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুরের 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবির ম্যাজিকও কেরলের কাহিনির সামনে যেন ফিকে হতে শুরু করেছে ৷ বক্সঅফিসে আজও সমান গতিতে দৌড়োচ্ছে সুদীপ্তর অশ্বমেধের ঘোড়া ৷

5 মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আদা শর্মার 'দ্য কেরালা স্টোরি' ৷ কেরলের এক অজানা কাহিনিকে এই ছবিতে তুলে ধরার দাবি করেছিলেন নির্মাতারা ৷ তাঁদের দাবি কেরল হয়ে উঠেছে ধর্ম পরিবর্তনের মুুক্তাঞ্চল ৷ হিন্দু এবং অন্য ধর্মের নারীদের কার্যত মগজধোলাই করে ধর্ম পরিবর্তন করানো হচ্ছে এবং পরবর্তীতে তাঁদের বাধ্য করা হচ্ছে আইএসআইএসের মতো সংগঠনে যোগ দিতে ৷ নির্মাতারা প্রথমে দাবি করেন প্রায় 32 হাজার মহিলাকে এভাবে পরিকল্পনা করে ধর্মান্তরিত করা হয়েছে ৷ অনেকেই এই দাবির যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন। শেষমেশ আইএসআইএসে কতজন এভাবে যোগ দিয়েছেন তা নিয়ে বিতর্ক এখনও চলছে।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের দেওয়া রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার 150 কোটি পার করেছে 'দ্য কেরালা স্টোরি' ৷ মঙ্গলবার দেশ জুড়ে ছবিটি আয় করেছে 9.65 কোটি টাকা ৷ যার জেরে মোট আয় দাঁড়িয়েছে 156.84 কোটি টাকা ৷ শুধু ভারত নয় আমেরিকা, অস্ট্রেলিয়া এবং কানাডার মতো দেশগুলিতেও রম রমিয়ে চলেছে 'দ্য কেরালা স্টোরি' ৷

যদিও ইতিমধ্যেই বাংলা এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেছে মমতার সরকার ৷ পাশাপাশি তামিলনাড়ুতেও এই ছবি দেখার সুযোগ নেই ৷ কিন্তু তার জেরে ছবির ব্যবসায় বিরাট কিছু প্রভাব লক্ষ করা যায়নি ৷ ঠিক যে গতিতে সাফল্য়ের পথে এগিয়ে চলেছে 'দ্য কেরালা স্টোরি' তাতে বক্স অফিসে আরও অনেক রেকর্ড যে তৈরি হবে তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন: 'ওরম তাকিয়ো না...' জন্মদিনে ফিরে দেখা কৌশানির কিছু নজরকাড়া লুক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.