হায়দরাবাদ, 17 মে: 150 কোটির মাইলস্টোনে পৌঁছে গেল বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের বিতর্কিত ছবি 'দ্য কেরালা স্টোরি' ৷ 12 দিনের মাথাতেই বক্স অফিসে রেকর্ড গড়ল আদা শর্মা-সিদ্ধি ইদনানি অভিনীত ছবিটি ৷ রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুরের 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবির ম্যাজিকও কেরলের কাহিনির সামনে যেন ফিকে হতে শুরু করেছে ৷ বক্সঅফিসে আজও সমান গতিতে দৌড়োচ্ছে সুদীপ্তর অশ্বমেধের ঘোড়া ৷
5 মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আদা শর্মার 'দ্য কেরালা স্টোরি' ৷ কেরলের এক অজানা কাহিনিকে এই ছবিতে তুলে ধরার দাবি করেছিলেন নির্মাতারা ৷ তাঁদের দাবি কেরল হয়ে উঠেছে ধর্ম পরিবর্তনের মুুক্তাঞ্চল ৷ হিন্দু এবং অন্য ধর্মের নারীদের কার্যত মগজধোলাই করে ধর্ম পরিবর্তন করানো হচ্ছে এবং পরবর্তীতে তাঁদের বাধ্য করা হচ্ছে আইএসআইএসের মতো সংগঠনে যোগ দিতে ৷ নির্মাতারা প্রথমে দাবি করেন প্রায় 32 হাজার মহিলাকে এভাবে পরিকল্পনা করে ধর্মান্তরিত করা হয়েছে ৷ অনেকেই এই দাবির যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন। শেষমেশ আইএসআইএসে কতজন এভাবে যোগ দিয়েছেন তা নিয়ে বিতর্ক এখনও চলছে।
-
#TheKeralaStory is now the SECOND HIGHEST GROSSING #Hindi film of 2023… Overtakes #TJMM and #KBKJ to claim the second spot… [Week 2] Fri 12.35 cr, Sat 19.50 cr, Sun 23.75 cr, Mon 10.30 cr, Tue 9.65 cr. Total: ₹ 156.69 cr. #India biz. #Boxoffice pic.twitter.com/Ixwggms6QM
— taran adarsh (@taran_adarsh) May 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#TheKeralaStory is now the SECOND HIGHEST GROSSING #Hindi film of 2023… Overtakes #TJMM and #KBKJ to claim the second spot… [Week 2] Fri 12.35 cr, Sat 19.50 cr, Sun 23.75 cr, Mon 10.30 cr, Tue 9.65 cr. Total: ₹ 156.69 cr. #India biz. #Boxoffice pic.twitter.com/Ixwggms6QM
— taran adarsh (@taran_adarsh) May 17, 2023#TheKeralaStory is now the SECOND HIGHEST GROSSING #Hindi film of 2023… Overtakes #TJMM and #KBKJ to claim the second spot… [Week 2] Fri 12.35 cr, Sat 19.50 cr, Sun 23.75 cr, Mon 10.30 cr, Tue 9.65 cr. Total: ₹ 156.69 cr. #India biz. #Boxoffice pic.twitter.com/Ixwggms6QM
— taran adarsh (@taran_adarsh) May 17, 2023
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের দেওয়া রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার 150 কোটি পার করেছে 'দ্য কেরালা স্টোরি' ৷ মঙ্গলবার দেশ জুড়ে ছবিটি আয় করেছে 9.65 কোটি টাকা ৷ যার জেরে মোট আয় দাঁড়িয়েছে 156.84 কোটি টাকা ৷ শুধু ভারত নয় আমেরিকা, অস্ট্রেলিয়া এবং কানাডার মতো দেশগুলিতেও রম রমিয়ে চলেছে 'দ্য কেরালা স্টোরি' ৷
যদিও ইতিমধ্যেই বাংলা এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেছে মমতার সরকার ৷ পাশাপাশি তামিলনাড়ুতেও এই ছবি দেখার সুযোগ নেই ৷ কিন্তু তার জেরে ছবির ব্যবসায় বিরাট কিছু প্রভাব লক্ষ করা যায়নি ৷ ঠিক যে গতিতে সাফল্য়ের পথে এগিয়ে চলেছে 'দ্য কেরালা স্টোরি' তাতে বক্স অফিসে আরও অনেক রেকর্ড যে তৈরি হবে তা বলাই বাহুল্য ৷
আরও পড়ুন: 'ওরম তাকিয়ো না...' জন্মদিনে ফিরে দেখা কৌশানির কিছু নজরকাড়া লুক