ETV Bharat / entertainment

The Great Indian Family Trailer: হিন্দু পণ্ডিত পরিবারে মুসলিম সন্তানের খবরে শোরগোল, মুক্তি পেল ভিকির নয়া ছবির ট্রেলার

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 7:54 PM IST

Vicky Kaushal and Manushi Chillar Film: সেপ্টেম্বরের শেষের দিকে মুক্তি পেতে চলেছে ভিকি কৌশলের নতুন ছবি 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি' ৷ মঙ্গলবার মুক্তি পেল এই ছবির ট্রেলার ৷ ভিকির সঙ্গে ছবিতে জুটি বাঁধতে চলেছেন মানুষী চিল্লার ৷

The Great Indian Family Trailer
ভিকি কৌশলের নতুন ছবির ট্রেলার প্রকাশ্যে

হায়দরাবাদ, 12 সেপ্টেম্বর: ভিকি কৌশলের সাম্প্রতিক ছবি 'জরা হাটকে জরা বাঁচকে' বিপুল সাফল্য পেয়েছে বক্স অফিসে ৷ সেই রেশ কাটতে না-কাটতেই এবার হাজির ভিকি কৌশল-মানুষী চিল্লার অভিনীত 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি'র ট্রেলার ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় ট্রেলারটি শেয়ার করা হয়েছে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস ৷

1 মিনিট 55 সেকেন্ডের এই ট্রেলারে উঠে এসেছে ত্রিপাঠী পরিবারের কাহিনি ৷ ভিকির রিল লাইফ নাম এখানে ভজন কুমার ৷ যাকে লোকে চেনে বেদব্যাস ত্রিপাঠী হিসাবেও ৷ পণ্ডিত পরিবারের ছেলে ভজন কুমার বিখ্যাত ভক্তি গীতির জন্য ৷ তবে এই ধরনের কেরিয়ার কিন্তু তাঁর জীবনে একাধিক সমস্য়ার কারণ হয়ে দাঁড়ায় ৷ তার পেশার কারণেই তার প্রেম জীবনে তৈরি হয় বড় সমস্য়া ৷ এরই মাঝে ত্রিপাঠী পরিবারের হাতে হঠাৎ একটি চিঠি আসে ৷

তাতে লেখা ভজন আসলে নাকি মুসলিম পরিবারের সন্তান ৷ এইবার এই হিন্দু পরিবারটি কীভাবে মানিয়ে নেবে এই নতুন পরিস্থিতির সঙ্গে? তাই নিয়েই গড়ে ওঠে এই কাহিনি ৷ 22 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এই একই দিনে বাংলায় মুক্তি পাবে 'পালান' ছবিটি ৷ এই ছবিতেও উঠে আসবে এক পরিবারের কাহিনি ৷ কার্নিশ ভেঙে পরে সেন পরিবারের পরিচারিকার হঠাৎ মৃত্যু থেকে কোনদিকে মোড় নেবে এই কাহিনি সেটাই দেখার ৷ কোন ছবি বেশি মন কাড়বে বাঙালির তার উত্তর রয়েছে সময়ের কাছেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'পুরানো সেই দিনের কথা', ইউভানের জন্মদিনে স্মৃতির ডায়েরি মেলে ধরলেন শুভশ্রী

'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি' ভারতের আর পাঁচটা পরিবারের মতোই ৷ কিন্তু পরিস্থিতি অনেক সময় ডুগডুগির তালে নাচতে বাধ্য করে মানুষকে ৷ ঠিক এই ঘটনাই ঘটেছে ভিকির সঙ্গেও ৷ বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত এই ছবিতে ভিকি আর মানুষী ছাড়াও রয়েছেন কুমুদ মিশ্র, মনোজ পাহওয়া, সাদিয়া সিদ্দিকী, অলকা আমিন, সৃষ্টি দীক্ষিত এবং ভুবন অরোরার মতো কলাকুশলীরাও ৷

হায়দরাবাদ, 12 সেপ্টেম্বর: ভিকি কৌশলের সাম্প্রতিক ছবি 'জরা হাটকে জরা বাঁচকে' বিপুল সাফল্য পেয়েছে বক্স অফিসে ৷ সেই রেশ কাটতে না-কাটতেই এবার হাজির ভিকি কৌশল-মানুষী চিল্লার অভিনীত 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি'র ট্রেলার ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় ট্রেলারটি শেয়ার করা হয়েছে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস ৷

1 মিনিট 55 সেকেন্ডের এই ট্রেলারে উঠে এসেছে ত্রিপাঠী পরিবারের কাহিনি ৷ ভিকির রিল লাইফ নাম এখানে ভজন কুমার ৷ যাকে লোকে চেনে বেদব্যাস ত্রিপাঠী হিসাবেও ৷ পণ্ডিত পরিবারের ছেলে ভজন কুমার বিখ্যাত ভক্তি গীতির জন্য ৷ তবে এই ধরনের কেরিয়ার কিন্তু তাঁর জীবনে একাধিক সমস্য়ার কারণ হয়ে দাঁড়ায় ৷ তার পেশার কারণেই তার প্রেম জীবনে তৈরি হয় বড় সমস্য়া ৷ এরই মাঝে ত্রিপাঠী পরিবারের হাতে হঠাৎ একটি চিঠি আসে ৷

তাতে লেখা ভজন আসলে নাকি মুসলিম পরিবারের সন্তান ৷ এইবার এই হিন্দু পরিবারটি কীভাবে মানিয়ে নেবে এই নতুন পরিস্থিতির সঙ্গে? তাই নিয়েই গড়ে ওঠে এই কাহিনি ৷ 22 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এই একই দিনে বাংলায় মুক্তি পাবে 'পালান' ছবিটি ৷ এই ছবিতেও উঠে আসবে এক পরিবারের কাহিনি ৷ কার্নিশ ভেঙে পরে সেন পরিবারের পরিচারিকার হঠাৎ মৃত্যু থেকে কোনদিকে মোড় নেবে এই কাহিনি সেটাই দেখার ৷ কোন ছবি বেশি মন কাড়বে বাঙালির তার উত্তর রয়েছে সময়ের কাছেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'পুরানো সেই দিনের কথা', ইউভানের জন্মদিনে স্মৃতির ডায়েরি মেলে ধরলেন শুভশ্রী

'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি' ভারতের আর পাঁচটা পরিবারের মতোই ৷ কিন্তু পরিস্থিতি অনেক সময় ডুগডুগির তালে নাচতে বাধ্য করে মানুষকে ৷ ঠিক এই ঘটনাই ঘটেছে ভিকির সঙ্গেও ৷ বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত এই ছবিতে ভিকি আর মানুষী ছাড়াও রয়েছেন কুমুদ মিশ্র, মনোজ পাহওয়া, সাদিয়া সিদ্দিকী, অলকা আমিন, সৃষ্টি দীক্ষিত এবং ভুবন অরোরার মতো কলাকুশলীরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.