ওয়াশিংটন, 8 জুলাই: 'দ্য গডফাদার' ছবিতে সনি কার্লিওন চরিত্রে অভিনয় করে একসময় রীতিমত সকলের মন জয় করে নিয়েছিলেন মার্কিন অভিনেতা জেমন ক্যান ৷ এই অভিনয়ের জন্য অস্কার মঞ্চে মনোনয়নও পেয়েছিলেন তিনি ৷ বৃহস্পতিবার 82 বছর বয়সে অভিনেতা ক্যানের বর্ণময় চলচ্চিত্র সফরের যবনিকা থামল (James Caan passes away at 82 ) ৷ বৃহস্পতিবার জিমির পরিবারের তরফেই সোশাল মিডিয়ায় ক্যানের মৃত্যু সংবাদ জানানো হয়েছে ৷
টুইটারে ক্যান পরিবারের তরফে জানানো হয়, "অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আপনাদের জানাচ্ছি যে, 6 জুলাই সন্ধ্যায় জিমি ইহলোক ত্যাগ করেছেন ৷ ক্যান পরিবার আপনাদের ভালবাসা, আবেগ এবং সমবেদেনার জন্য় কৃতজ্ঞ ৷ আমাদের আশা কঠিন সময়ে আপনারা পরিবারের ব্যক্তিগত পরিসরের সম্মান রাখবেন ৷" শুধু 'দ্য গডফাদার' নয় 'থিফ', 'মিসরি', 'রোলারবল'-এর মত ছবিগুলিতেও জেমসের অভিনয় দর্শক হৃদয়ের আরও কাছে পৌঁছে গিয়েছিলেন ক্যান ৷
-
It is with great sadness that we inform you of the passing of Jimmy on the evening of July 6.
— James Caan (@James_Caan) July 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The family appreciates the outpouring of love and heartfelt condolences and asks that you continue to respect their privacy during this difficult time.
End of tweet
">It is with great sadness that we inform you of the passing of Jimmy on the evening of July 6.
— James Caan (@James_Caan) July 7, 2022
The family appreciates the outpouring of love and heartfelt condolences and asks that you continue to respect their privacy during this difficult time.
End of tweetIt is with great sadness that we inform you of the passing of Jimmy on the evening of July 6.
— James Caan (@James_Caan) July 7, 2022
The family appreciates the outpouring of love and heartfelt condolences and asks that you continue to respect their privacy during this difficult time.
End of tweet
আরও পড়ুন: 'ঘর মে ঘুসকে মারা থা'... 'কফি উইথ করণ' এ তাঁর পর্বকে সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে তুলনা কঙ্গনার
জেমসের অভিনয় জীবন শুরু 1961 সালে ৷ 'ব্লাড সোয়েট অ্যান্ড স্ট্যানলি পোল' ছবিতে পিটার ফোন্ডার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি ৷ এরপর 'দ্য় আনাটাচেবল', 'কেজড', 'এল ডোরাডো, 'বেন ক্যাসি'-র মত ছবিগুলি থেকে ধীরে ধীরে পরিচিত হতে শুরু করে তাঁর নাম ৷
এরপর তাঁর হাতে আসে 'কাউন্টডাউন' ৷ এই ছবিতে তিনি প্রথম জুটি বাঁধেন রবার্ট ডুভালের সঙ্গে ৷ যিনি পরবর্তীতে 'দ্য গডফাদার'-এও জেমসের সঙ্গে কাজ করেছেন ৷ কার্যত 'দ্য গডফাদার' এবং 'ব্রেনস সং' জেমসের জীবন পুরোপুরি বদলে দেয় ৷