ETV Bharat / entertainment

The Elephant Whisperers: একটি বাচ্চা হাতি আর এক দম্পতির ভালোবাসাই অস্কার এনে দিল 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স'কে

স্বল্প দৈর্ঘের তথ্যচিত্র বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিল গুনিত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকি গঞ্জালভেস পরিচালিত ছবি 'দ্য এলিফ্য়ান্ট হুইসপারার্স' ৷ ছবিতে ফুটে উঠে একটি হাতি এবং এক দম্পতির ভালোবাসার কাহিনি ৷

The Elephant Whisperers
অস্কার মঞ্চে জয় জয়কার দ্য এলিফ্য়ান্ট হুইসপারার্সের
author img

By

Published : Mar 13, 2023, 12:15 PM IST

Updated : Mar 13, 2023, 12:37 PM IST

হায়দরাবাদ, 13 মার্চ: অস্কারের মঞ্চে স্বর্ণাক্ষরে লেখা রইল তামিল ভাষার ছবি 'দ্য এলিফ্য়ান্ট হুইসপারার্স'-এর নাম ৷ স্বল্প দৈর্ঘের এই তথ্যচিত্রটি সকলের মন জয় করে নিয়েছে ৷ 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' পরিচালনার দায়িত্বে ছিলেন কার্তিকি গঞ্জালভেস আর প্রযোজনা করেছেন গুনিত মোঙ্গা ৷ তাঁদের এই ছবি ভারতীয় স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র হিসাবে পুরস্কার জিতে নিল অস্কারের মঞ্চে (Best documentary short film at Oscars 2023 )৷

'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে ৷ এই তথ্য়চিত্র তুলে ধরে আদিবাসী দম্পতি বোমান এবং বেলির গল্প ৷ ওঁরা দায়িত্ব নিয়েছে রঘু নামের একটি বাচ্চা হাতির দেখভাল করার ৷ আদতে এই ছবি তুলে ধরে বাচ্চা হাতিটির সঙ্গে একজন মানুষের একটি সুন্দর ভালোবাসার অধ্য়ায় ৷ ছবি সম্পর্কে বেশকিছু তথ্য সত্যিই চমকে দেওয়ার মতো ৷ যেমন 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' তৈরি করতে মোট সময় লেগেছে 5 বছর ৷ ছবিটির রান টাইম ছিল 450 মিনিটেরও বেশি ৷ এর থেকেই বোঝা যায় সম্পাদনার ক্ষেত্রে কতটা যত্ন নিয়েছেন নির্মাতারা ৷

এর আগেই সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে কার্তিকি বলেন, 'আমি উটি থেকে ব্যাঙ্গালোর যাওয়া পথে প্রথম এই বাচ্চা হাতিটাকে দেখি ৷ আর সেখান থেকেই সবকিছুর সূত্রপাত ৷ আমি দেখলাম একটা হাতির বাচ্চা একটা মহিলার হাত ধরে যাচ্ছে ৷ আমি ওদের মধ্যে বিশেষ বন্ধনটাকে অনুভব করলাম ৷ গাড়িটা পাশে দাঁড় করালাম ৷ আর তারপর নেমে ওদের সঙ্গে যোগ দিলাম ৷'

'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' এমন মানুষের গল্পকে তুলে ধরে যাঁরা বছরের পর বছর ধরে কাজ করে আসছেন হাতির সঙ্গে ৷ তাঁরা এ ব্যাপারে খুব সচেতন যে জঙ্গল কী চায় ৷ গুনিত বলেন, 'ছবিতে খুব সুন্দর একটি দৃশ্য রয়েছে যেখানে জঙ্গল থেকে ততটুকুই নেওয়ার কথা বলা হয়েছে যতটা দরকার ৷ জঙ্গল সকলের চাহিদা পূর্ণ করতে সক্ষম ৷...কিন্তু মানুষের চাহিদা অফুরন্ত ৷ তাই আমাদের উচিত এই চাহিদায় রাশ টানা এবং প্রাণীদের তাঁদের প্রাপ্য সম্মান দেওয়া ৷'

আরও পড়ুন: 'ভারত আজ গর্বিত', 'নাতু নাতু'র অস্কার জয়ে আপ্লুত মোদি, অভিনন্দন জানালেন অন্যরাও

হায়দরাবাদ, 13 মার্চ: অস্কারের মঞ্চে স্বর্ণাক্ষরে লেখা রইল তামিল ভাষার ছবি 'দ্য এলিফ্য়ান্ট হুইসপারার্স'-এর নাম ৷ স্বল্প দৈর্ঘের এই তথ্যচিত্রটি সকলের মন জয় করে নিয়েছে ৷ 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' পরিচালনার দায়িত্বে ছিলেন কার্তিকি গঞ্জালভেস আর প্রযোজনা করেছেন গুনিত মোঙ্গা ৷ তাঁদের এই ছবি ভারতীয় স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র হিসাবে পুরস্কার জিতে নিল অস্কারের মঞ্চে (Best documentary short film at Oscars 2023 )৷

'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে ৷ এই তথ্য়চিত্র তুলে ধরে আদিবাসী দম্পতি বোমান এবং বেলির গল্প ৷ ওঁরা দায়িত্ব নিয়েছে রঘু নামের একটি বাচ্চা হাতির দেখভাল করার ৷ আদতে এই ছবি তুলে ধরে বাচ্চা হাতিটির সঙ্গে একজন মানুষের একটি সুন্দর ভালোবাসার অধ্য়ায় ৷ ছবি সম্পর্কে বেশকিছু তথ্য সত্যিই চমকে দেওয়ার মতো ৷ যেমন 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' তৈরি করতে মোট সময় লেগেছে 5 বছর ৷ ছবিটির রান টাইম ছিল 450 মিনিটেরও বেশি ৷ এর থেকেই বোঝা যায় সম্পাদনার ক্ষেত্রে কতটা যত্ন নিয়েছেন নির্মাতারা ৷

এর আগেই সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে কার্তিকি বলেন, 'আমি উটি থেকে ব্যাঙ্গালোর যাওয়া পথে প্রথম এই বাচ্চা হাতিটাকে দেখি ৷ আর সেখান থেকেই সবকিছুর সূত্রপাত ৷ আমি দেখলাম একটা হাতির বাচ্চা একটা মহিলার হাত ধরে যাচ্ছে ৷ আমি ওদের মধ্যে বিশেষ বন্ধনটাকে অনুভব করলাম ৷ গাড়িটা পাশে দাঁড় করালাম ৷ আর তারপর নেমে ওদের সঙ্গে যোগ দিলাম ৷'

'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' এমন মানুষের গল্পকে তুলে ধরে যাঁরা বছরের পর বছর ধরে কাজ করে আসছেন হাতির সঙ্গে ৷ তাঁরা এ ব্যাপারে খুব সচেতন যে জঙ্গল কী চায় ৷ গুনিত বলেন, 'ছবিতে খুব সুন্দর একটি দৃশ্য রয়েছে যেখানে জঙ্গল থেকে ততটুকুই নেওয়ার কথা বলা হয়েছে যতটা দরকার ৷ জঙ্গল সকলের চাহিদা পূর্ণ করতে সক্ষম ৷...কিন্তু মানুষের চাহিদা অফুরন্ত ৷ তাই আমাদের উচিত এই চাহিদায় রাশ টানা এবং প্রাণীদের তাঁদের প্রাপ্য সম্মান দেওয়া ৷'

আরও পড়ুন: 'ভারত আজ গর্বিত', 'নাতু নাতু'র অস্কার জয়ে আপ্লুত মোদি, অভিনন্দন জানালেন অন্যরাও

Last Updated : Mar 13, 2023, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.