হায়দরাবাদ, 13 মার্চ: অস্কারের মঞ্চে স্বর্ণাক্ষরে লেখা রইল তামিল ভাষার ছবি 'দ্য এলিফ্য়ান্ট হুইসপারার্স'-এর নাম ৷ স্বল্প দৈর্ঘের এই তথ্যচিত্রটি সকলের মন জয় করে নিয়েছে ৷ 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' পরিচালনার দায়িত্বে ছিলেন কার্তিকি গঞ্জালভেস আর প্রযোজনা করেছেন গুনিত মোঙ্গা ৷ তাঁদের এই ছবি ভারতীয় স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র হিসাবে পুরস্কার জিতে নিল অস্কারের মঞ্চে (Best documentary short film at Oscars 2023 )৷
'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে ৷ এই তথ্য়চিত্র তুলে ধরে আদিবাসী দম্পতি বোমান এবং বেলির গল্প ৷ ওঁরা দায়িত্ব নিয়েছে রঘু নামের একটি বাচ্চা হাতির দেখভাল করার ৷ আদতে এই ছবি তুলে ধরে বাচ্চা হাতিটির সঙ্গে একজন মানুষের একটি সুন্দর ভালোবাসার অধ্য়ায় ৷ ছবি সম্পর্কে বেশকিছু তথ্য সত্যিই চমকে দেওয়ার মতো ৷ যেমন 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' তৈরি করতে মোট সময় লেগেছে 5 বছর ৷ ছবিটির রান টাইম ছিল 450 মিনিটেরও বেশি ৷ এর থেকেই বোঝা যায় সম্পাদনার ক্ষেত্রে কতটা যত্ন নিয়েছেন নির্মাতারা ৷
-
'The Elephant Whisperers' wins the Oscar for Best Documentary Short Film. Congratulations! #Oscars #Oscars95 pic.twitter.com/WeiVWd3yM6
— The Academy (@TheAcademy) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">'The Elephant Whisperers' wins the Oscar for Best Documentary Short Film. Congratulations! #Oscars #Oscars95 pic.twitter.com/WeiVWd3yM6
— The Academy (@TheAcademy) March 13, 2023'The Elephant Whisperers' wins the Oscar for Best Documentary Short Film. Congratulations! #Oscars #Oscars95 pic.twitter.com/WeiVWd3yM6
— The Academy (@TheAcademy) March 13, 2023
এর আগেই সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে কার্তিকি বলেন, 'আমি উটি থেকে ব্যাঙ্গালোর যাওয়া পথে প্রথম এই বাচ্চা হাতিটাকে দেখি ৷ আর সেখান থেকেই সবকিছুর সূত্রপাত ৷ আমি দেখলাম একটা হাতির বাচ্চা একটা মহিলার হাত ধরে যাচ্ছে ৷ আমি ওদের মধ্যে বিশেষ বন্ধনটাকে অনুভব করলাম ৷ গাড়িটা পাশে দাঁড় করালাম ৷ আর তারপর নেমে ওদের সঙ্গে যোগ দিলাম ৷'
-
Congratulations to the entire team of #TheElephantWhisperers on winning an #Oscar for the best documentary short!! 🤩🤩. #Oscars
— RRR Movie (@RRRMovie) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations to the entire team of #TheElephantWhisperers on winning an #Oscar for the best documentary short!! 🤩🤩. #Oscars
— RRR Movie (@RRRMovie) March 13, 2023Congratulations to the entire team of #TheElephantWhisperers on winning an #Oscar for the best documentary short!! 🤩🤩. #Oscars
— RRR Movie (@RRRMovie) March 13, 2023
'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' এমন মানুষের গল্পকে তুলে ধরে যাঁরা বছরের পর বছর ধরে কাজ করে আসছেন হাতির সঙ্গে ৷ তাঁরা এ ব্যাপারে খুব সচেতন যে জঙ্গল কী চায় ৷ গুনিত বলেন, 'ছবিতে খুব সুন্দর একটি দৃশ্য রয়েছে যেখানে জঙ্গল থেকে ততটুকুই নেওয়ার কথা বলা হয়েছে যতটা দরকার ৷ জঙ্গল সকলের চাহিদা পূর্ণ করতে সক্ষম ৷...কিন্তু মানুষের চাহিদা অফুরন্ত ৷ তাই আমাদের উচিত এই চাহিদায় রাশ টানা এবং প্রাণীদের তাঁদের প্রাপ্য সম্মান দেওয়া ৷'
আরও পড়ুন: 'ভারত আজ গর্বিত', 'নাতু নাতু'র অস্কার জয়ে আপ্লুত মোদি, অভিনন্দন জানালেন অন্যরাও