কলকাতা, 15 মার্চ: একইদিনে সামনে এসেছে দু'টি নতুন ছবির ট্রেলার ৷ একদিকে রয়েছে অনির্বান-সুহোত্র-সোমকদের নতুন অ্য়াডভেঞ্চার 'দ্য় একেন: রুদ্ধশ্বাস রাজস্থান' আর অন্যদিকে রয়েছে প্রসেনজিৎ-গার্গীর 'শেষপাতা' ৷ অর্থাৎ বক্স অফিসে মুখোমুখি সম্মুখ সমরে এবার পর্দার কাকাবাবু এবং একেনবাবু ৷ যদিও মঙ্গলবার মুক্তি পাওয়া ট্রেলার যেভাবে সাড়া ফেলেছে ইউটিউবে, তাতে পিছিয়ে পড়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের 'শেষপাতা' ৷ এখনও পর্যন্ত গত কয়েক ঘণ্টায় 'শেষপাতা' ট্রেলার দেখেছেন প্রায় 28 হাজার মানুষ (Prosenjit Shesh Pata Trailer out)৷ কিন্তু 'দ্য় একেন: রুদ্ধশ্বাস রাজস্থান' ছবির ট্রেলার দেখেছেন 42 হাজারেরও বেশি মানুষ (The Eken Ruddhaswas Rajasthan trailer) ৷
দু'টি গল্প একেবারেই ভিন্ন স্বাদের ৷ একেনবাবু এবার রাজস্থানে বেড়াতে গিয়েছেন ঠিকই কিন্তু সেখানেও রক্তপাত এড়াতে পারেননি তিনি ৷ তাঁকে আবার নামতে হয়েছে তদন্তে ৷ সঙ্গে বাপি এবং প্রমথ ৷ রাজস্থানের বিভিন্ন প্রাসাদের প্রাচীন মূর্তির চোরাচালানের ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই গল্পে ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন, অনির্বাণ চক্রবর্তী, সোমক, সুহোত্র মুখোপাধ্য়ায়, সন্দীপ্তা সেন, রজতাভ দত্ত-সহ আরও অনেকে ৷ জয়দীপ মুখোপাধ্য়ায় পরিচালিত এই ছবিতে দেখা যাবে রহস্যের অচেনা মায়াজাল ৷ যা ভেদ করবেন একেনবাবু ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে 'শেষ পাতা' ছবিতে দেখা যাবে একজন বৃদ্ধের ভূমিকায় ৷ যাঁর কাছে একটি লেখা পেতে মরিয়া সকলে ৷ তাঁকে লিখতে হবে তাঁর স্ত্রী'র জীবনী ৷ আসলে একসময় ময়দানে নগ্ন অবস্থায় উদ্ধার হয়েছিল যাঁর লাশ ৷ 22 দিন ধরে প্রথম পাতায় খবর হয়েছিল এই ঘটনা ৷ কিন্তু তাঁর স্বামী এই নিয়ে মুখ খোলেননি ৷ তাই এই মানুষটির কাছ থেকে তাঁর স্ত্রী'কে নিয়ে জানতে আগ্রহী সকলেই ৷ প্রসেনজিৎ অভিনীত চরিত্রটি নিজে হাতে লিখতে পারছেন না বলে পাঠানো হয়েছে একজন অনুলেখিকাকেও ৷ এই চরিত্রেই রয়েছেন গার্গী ৷ তাঁদের দু'জনের রসায়ন এবং এই লেখক ও তাঁর স্ত্রী'র রসায়ন নিয়েই পরিচালক অতনু ঘোষ বানিয়েছেন এই ছবি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: মহাপ্রভু থেকে ব্যোমকেশ, জন্মদিনে ফিরে দেখা যীশুর 'ফিল্মি জার্নি'
দু'টি ছবিই মুক্তি পেতে চলেছে আগামী 14 এপ্রিল ৷ এখন 'দ্য় একেন: রুদ্ধশ্বাস রাজস্থান' নাকি 'শেষ পাতা' কোন ছবি বক্স অফিসে বেশি সাফল্য় পায় তা অবশ্য় বলে দেবে সময়ই ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে সম্প্রতি দেখা গিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'কাবেরী অন্তর্ধান' ছবিতে ৷ এই ছবি প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই 50 দিন পার করে ফেলেছে ৷