হায়দরাবাদ, 25 মার্চ: শুরু হয়ে গেল করিনা কাপুর-কৃতি শ্যাননের নতুন প্রজেক্ট 'দ্য় ক্রু'-এর কাজ ৷ শনিবার ক্ল্যাপ বোর্ডের ছবি শেয়ার করেছেন দু'জনেই ৷ তাঁদের সঙ্গে এই প্রজেক্টে সঙ্গী হতে চলেছেন টাব্বুও ৷ পরিচালক রাজেশ কৃষ্ণানের হাত ধরে মুক্তি পাচ্ছে এই ছবি ৷ প্রজেক্ট প্রযোজনা করেছেন রিয়া কাপুর এবং একতা কাপুর ৷ নারীকেন্দ্রিক এই ছবিতে তিন অভিনেত্রী কীভাবে তাঁদের আগামিদিনে নিজেদের ফুটিয়ে তোলেন সেটাই এখন দেখার (Kriti Kareena The Crew Shoot Begins)৷
কৃতি এদিন তাঁর ইনস্টাগ্রাম পোস্ট ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করে লেখেন, 'এই প্রজেক্ট নিয়ে ভীষণ উত্তেজিত ৷ নতুন শুরু ৷ একটা নতুন গল্প এবং নতুন চরিত্রের অনুভূতি ৷ এই যাত্রাটা স্মরণীয় হয়ে থাকবে ৷' টাব্বু এবং করিনাকে মিস করছেন তিনি এমনটাও এদিন লিখেছেন নায়িকা ৷ অন্যদিকে তাঁর ইনস্টাগ্রাম স্টোরি শ্যুটিং শুরুর মুহূর্তের এই ছবি শেয়ার করে করিনা কাপুর লিখেছেন 'আনন্দের অশ্রু আসুন শুরু করা যাক ৷'
তিন নারীকে নিয়ে তৈরি 'দ্য় ক্রু'-এর কাহিনি কেমন হতে চলেছে, তা জানা যাবে যথা সময়ে ৷ বোঝাই যায় বিমান কর্মীদের সংগ্রামের কোনও গল্পকেই ফুটিয়ে তুলতে চলেছে ছবি ৷ এর আগে এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে করিনা জানিয়েছিলেন, 'ভির দি ওয়েডিং' তাঁর জীবনে একটি বিশেষ স্থান করে নিয়েছে ৷ এই ছবিটিও ছিল রিয়া এবং একতা জুটির ৷ তাই তাঁরাই যখন দ্য ক্রু-এর কাহিনি নিয়ে তাঁর কাছে আসেন তিনি এই প্রজেক্ট নিয়ে ভীষণ কৌতূহলী হয়ে ওঠেন ৷ এছাড়া টাব্বু এবং কৃতির সঙ্গে কাজের সুযোগ পাবেন তিনি সেটাও ছিল বড় কারণ ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অন্যদিকে করিনা এবং টাব্বুর সঙ্গে কাজ করা নিয়ে একইরকম উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন কৃতিও ৷ তাঁর মতে এই গল্পে তিনি একটি শক্তিশালী চরিত্র পেয়েছেন যা তাঁকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে ৷ আগে জানা গিয়েছিল, ফেব্রুয়ারি থেকে শ্য়ুটিং শুরু হতে চলেছে এই প্রজেক্টের ৷ পরে অবশ্য সেই তারিখ বদলে যায় ৷ অবশেষে শুরু হল কাজ ৷
আরও পড়ুন: জাহ্নবী, অনন্যা থেকে কৃতি; রেড কার্পেটে চোখ ধাঁধালেন বলি ডিভারা