ETV Bharat / entertainment

Vijay Leo Shoot in Kashmir: ভূমিকম্পে কাশ্মীরে শ্যুটিং, কেমন আছেন নায়ক বিজয়ের টিম ? - कश्मीर में लियो की शूटिंग

আফগানিস্তান-পাকিস্তানের ভূমিকম্পের প্রভাব পড়েছিল কাশ্মীরেও ৷ আর সেখানই শ্যুটিং করছিল বিজয়ের 'লিও' ছবির টিম ৷ তবে তাঁদের কারও কোনও ক্ষতি হয়নি (Thalapathy Vijay leo shooting) বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
ভূ কম্পনের মাঝেই কাশ্মীরে বিজয়ের ছবির শ্যুটিং
author img

By

Published : Mar 22, 2023, 12:56 PM IST

হায়দরাবাদ, 22 মার্চ: দক্ষিণ ভারতের সুপারস্টার থলাপতি বিজয় গত কয়েক সপ্তাহ রয়েছেন কাশ্মীরে ৷ উপত্যকায় তাঁর নতুন ছবির শ্যুটিং করছেন ৷ মঙ্গলবারের ভূমিকম্পের প্রভাব পড়েছে জম্মু কাশ্মীরেও ৷ দিল্লি এনসিআর এবং উত্তর ভারতের আরও কিছু জায়গাতেও কম্পন অনুভূত হয় ৷ স্বাভাবিকভাবেই বিজয়ের খবর জানতে উদ্বিগ্ন ছিলেন তাঁর অনুরাগীরা ৷ তাঁর ছবির টিমের পক্ষ থেকে জানানো হল, তাঁরা একেবারেই নিরাপদে রয়েছেন (Thalapathy Vijay leo shooting)৷

অভিনেতা বিজয়ের এই নতুন ছবির নাম 'লিও' ৷ এই ছবির হাত ধরেই পরিচালক লোকেশ কনগরাজের সঙ্গে জুটি বেঁধেছেন বিজয় ৷ তাঁর সঙ্গে এই সময় শ্য়ুটিংয়ের জন্য় কাশ্মীরে ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণানও ৷ টিমের তরফে একটি টুইটে লেখা হয়েছে,'আমরা সকলেই সুরক্ষিত- টিম লিও' ৷ খবর অনুযায়ী এই ছবির শ্যুটিংয়ের আরও বেশকিছু দিন বাকি রয়েছে ৷ কাশ্মীরে এপ্রিলের মধ্য়ে নির্মাতারা শ্য়ুটিংয়ের কাজ শেষ করবেন বলে খবর ৷ এরপর কিছুদিনের বিরতির পর আবার কাজ শুরু হবে চেন্নাইতে ৷

লিও একটি অ্য়াকশন প্যাকড থ্রিলার ৷ ছবিতে আরও দেখা যাবে গৌতম বাসুদেব মেনন থেকে শুরু করে অর্জুন এবং প্রিয়া আনন্দকে । এই ছবির হাত ধরে আরও একবার দক্ষিণী ছবিতে কাজ করবেন বলিউডের মুন্নাভাই ৷ 'কেজিএফ: চ্যাপ্টার 2' ছবির সাফল্যের পর সঞ্জয় আরও একবার দক্ষিণী মশলাদার ছবিতে সফল হতে পারেন কি না তা অবশ্য় বলে দেবে সময়ই ৷

অভিনেতা সঞ্জয় দত্ত এবং পরিচালক তথা অভিনেতা গৌতম বাসুদেব মেনন তাঁদের শ্য়ুটিংয়ের কাজ গত সপ্তাহেই শেষ করেছেন ৷ বিজয়ের এই নতুন ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 19 অক্টোবর ৷ বিজয়ের অনুরাগীরা যে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাঁর নতুন অবতারের দেখা পাওয়ার জন্য় তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন: 'এ শুধু সেলফির দিন', জাহ্নবীর নতুন ছবিতে আপ্লুত ভক্তরা

হায়দরাবাদ, 22 মার্চ: দক্ষিণ ভারতের সুপারস্টার থলাপতি বিজয় গত কয়েক সপ্তাহ রয়েছেন কাশ্মীরে ৷ উপত্যকায় তাঁর নতুন ছবির শ্যুটিং করছেন ৷ মঙ্গলবারের ভূমিকম্পের প্রভাব পড়েছে জম্মু কাশ্মীরেও ৷ দিল্লি এনসিআর এবং উত্তর ভারতের আরও কিছু জায়গাতেও কম্পন অনুভূত হয় ৷ স্বাভাবিকভাবেই বিজয়ের খবর জানতে উদ্বিগ্ন ছিলেন তাঁর অনুরাগীরা ৷ তাঁর ছবির টিমের পক্ষ থেকে জানানো হল, তাঁরা একেবারেই নিরাপদে রয়েছেন (Thalapathy Vijay leo shooting)৷

অভিনেতা বিজয়ের এই নতুন ছবির নাম 'লিও' ৷ এই ছবির হাত ধরেই পরিচালক লোকেশ কনগরাজের সঙ্গে জুটি বেঁধেছেন বিজয় ৷ তাঁর সঙ্গে এই সময় শ্য়ুটিংয়ের জন্য় কাশ্মীরে ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণানও ৷ টিমের তরফে একটি টুইটে লেখা হয়েছে,'আমরা সকলেই সুরক্ষিত- টিম লিও' ৷ খবর অনুযায়ী এই ছবির শ্যুটিংয়ের আরও বেশকিছু দিন বাকি রয়েছে ৷ কাশ্মীরে এপ্রিলের মধ্য়ে নির্মাতারা শ্য়ুটিংয়ের কাজ শেষ করবেন বলে খবর ৷ এরপর কিছুদিনের বিরতির পর আবার কাজ শুরু হবে চেন্নাইতে ৷

লিও একটি অ্য়াকশন প্যাকড থ্রিলার ৷ ছবিতে আরও দেখা যাবে গৌতম বাসুদেব মেনন থেকে শুরু করে অর্জুন এবং প্রিয়া আনন্দকে । এই ছবির হাত ধরে আরও একবার দক্ষিণী ছবিতে কাজ করবেন বলিউডের মুন্নাভাই ৷ 'কেজিএফ: চ্যাপ্টার 2' ছবির সাফল্যের পর সঞ্জয় আরও একবার দক্ষিণী মশলাদার ছবিতে সফল হতে পারেন কি না তা অবশ্য় বলে দেবে সময়ই ৷

অভিনেতা সঞ্জয় দত্ত এবং পরিচালক তথা অভিনেতা গৌতম বাসুদেব মেনন তাঁদের শ্য়ুটিংয়ের কাজ গত সপ্তাহেই শেষ করেছেন ৷ বিজয়ের এই নতুন ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 19 অক্টোবর ৷ বিজয়ের অনুরাগীরা যে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাঁর নতুন অবতারের দেখা পাওয়ার জন্য় তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন: 'এ শুধু সেলফির দিন', জাহ্নবীর নতুন ছবিতে আপ্লুত ভক্তরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.