ETV Bharat / entertainment

Salaar New Poster: প্রকাশ্যে 'সালার' ছবির প্রধান অ্যান্টাগনিস্টের প্রথম ঝলক, শুভেচ্ছা অনুরাগীদের - পৃথ্বিরাজ সুকুমরণ

এই ক্রিসমাসে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি 'সালার' ৷ ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারণকে ৷ জন্মদিনে প্রকাশ্যে এল ছবিতে তাঁর লুক ৷

Etv Bharat
পৃথ্বিরাজ সুকুমরণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 2:07 PM IST

হায়দরাবাদ, 16 অক্টোবর: বড়দিনের উপহার হিসাবে বড় পর্দায় মুক্তি পাবে 'সালার' ৷ প্রভাস অভিনীত এই ছবিতে প্রধান অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারণকে ৷ অভিনেতার 40তম জন্মদিনে প্রকাশ্যে এল সালার ছবিতে তাঁর প্রথম লুক ৷ ধূসর এই ছবি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ 22 ডিসেম্বর মুক্তি পাবে সালার ৷

অ্যাকশন ও থ্রিলারে ভরপুর এই ছবিতে পৃথ্বীরাজ সুকুমারণ ফুটিয়ে তুলেছেন বরধারাজা মন্নরের চরিত্র ৷ প্রভাস ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রুতি হাসনকে ৷ সোশাল মিডিয়া এক্স (টুইটার)-এ অভিনেতার প্রথম ঝলক আনা হয়েছে প্রকাশ্যে ৷ প্রযোজনা সংস্থার তরফে ক্যাপশনে লেখা, "জন্মদিনের শুভেচ্ছা বরধারাজা মন্নর দ্য কিংকে ৷ পৃথ্বি জন্মদিনটা খুব ভালো কাটুক ৷" সালার টিমের পক্ষ থেকে এই পোস্ট সামনে আসতেই ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা পৃথ্বিরাজ ৷ তিনি রিটুইট করে বলেছেন, " ধন্যবাদ হমবেল ফিল্মস, প্রশান্ত নীল, প্রভাস ও সালার টিমের প্রত্যেক সদস্যকে ৷ বরধারাজা মন্নরের সঙ্গে দেখা হবে প্রেক্ষাগৃহে ৷"

অন্যদিকে, অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণ নিজের জন্মদিন উদযাপন করছেন লাদাখে ৷ তিনি ব্যস্ত রয়েছেন 'এল:2 এমপুরাণ' ছবির শুটিংয়ে ৷ 'লুসিফার' ছবির সিক্যুয়েল হতে চলেছে 'এল:2' ৷ ছবির শুটিং বন্ধ ছিল বেশ কিছুদিন ৷ কারণ অভিনেতা পৃথ্বীরাজ অসুস্থ ছিলেন ৷ সুস্থ হতেই তিনি ফিরেছেন কাজে ৷

নেতিবাচক চরিত্রে পৃথ্বিরাজের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে ৷ সকলেই পৃথ্বীরাজের এই লুক দেখে প্রশংসা করেছেন ৷ মূলত, হমবেল ফিল্মসের বিজয় কিরাগানদুর ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন ৷ পরিচালক 'কেজিএফ' খ্যাত প্রশান্ত নীল ৷ ছবিতে অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জগপতি বাবু, মধু গুরুস্বামী ও এশওয়ারি রাও ৷ 14 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল সালার ছবির ৷ কিন্তু ঠিক সময়ে প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় ছবি মুক্তির দিন ৷ অবশেষে বহু প্রতীক্ষার পর চলতি বছর 22 ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'সালার' ৷

আরও পড়ুন: দেশ না পরিবার, কাকে বাঁচাবে টাইগার-জোয়া! নতুন মিশন নিয়ে হাজির 'টাইগার 3'

হায়দরাবাদ, 16 অক্টোবর: বড়দিনের উপহার হিসাবে বড় পর্দায় মুক্তি পাবে 'সালার' ৷ প্রভাস অভিনীত এই ছবিতে প্রধান অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারণকে ৷ অভিনেতার 40তম জন্মদিনে প্রকাশ্যে এল সালার ছবিতে তাঁর প্রথম লুক ৷ ধূসর এই ছবি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ 22 ডিসেম্বর মুক্তি পাবে সালার ৷

অ্যাকশন ও থ্রিলারে ভরপুর এই ছবিতে পৃথ্বীরাজ সুকুমারণ ফুটিয়ে তুলেছেন বরধারাজা মন্নরের চরিত্র ৷ প্রভাস ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রুতি হাসনকে ৷ সোশাল মিডিয়া এক্স (টুইটার)-এ অভিনেতার প্রথম ঝলক আনা হয়েছে প্রকাশ্যে ৷ প্রযোজনা সংস্থার তরফে ক্যাপশনে লেখা, "জন্মদিনের শুভেচ্ছা বরধারাজা মন্নর দ্য কিংকে ৷ পৃথ্বি জন্মদিনটা খুব ভালো কাটুক ৷" সালার টিমের পক্ষ থেকে এই পোস্ট সামনে আসতেই ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা পৃথ্বিরাজ ৷ তিনি রিটুইট করে বলেছেন, " ধন্যবাদ হমবেল ফিল্মস, প্রশান্ত নীল, প্রভাস ও সালার টিমের প্রত্যেক সদস্যকে ৷ বরধারাজা মন্নরের সঙ্গে দেখা হবে প্রেক্ষাগৃহে ৷"

অন্যদিকে, অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণ নিজের জন্মদিন উদযাপন করছেন লাদাখে ৷ তিনি ব্যস্ত রয়েছেন 'এল:2 এমপুরাণ' ছবির শুটিংয়ে ৷ 'লুসিফার' ছবির সিক্যুয়েল হতে চলেছে 'এল:2' ৷ ছবির শুটিং বন্ধ ছিল বেশ কিছুদিন ৷ কারণ অভিনেতা পৃথ্বীরাজ অসুস্থ ছিলেন ৷ সুস্থ হতেই তিনি ফিরেছেন কাজে ৷

নেতিবাচক চরিত্রে পৃথ্বিরাজের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে ৷ সকলেই পৃথ্বীরাজের এই লুক দেখে প্রশংসা করেছেন ৷ মূলত, হমবেল ফিল্মসের বিজয় কিরাগানদুর ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন ৷ পরিচালক 'কেজিএফ' খ্যাত প্রশান্ত নীল ৷ ছবিতে অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জগপতি বাবু, মধু গুরুস্বামী ও এশওয়ারি রাও ৷ 14 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল সালার ছবির ৷ কিন্তু ঠিক সময়ে প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় ছবি মুক্তির দিন ৷ অবশেষে বহু প্রতীক্ষার পর চলতি বছর 22 ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'সালার' ৷

আরও পড়ুন: দেশ না পরিবার, কাকে বাঁচাবে টাইগার-জোয়া! নতুন মিশন নিয়ে হাজির 'টাইগার 3'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.