চেন্নাই, 28 ডিসেম্বর: প্রয়াত অভিনেতা তথা ডিএমডিকের নেতা বিজয়কান্ত ৷ বৃহস্পতিবার 71 বছর বয়সি প্রবীণ নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ৷ প্রবীণ এই নেতা হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে ৷ শেষমেশ চিরঘুমের দেশে পাড়ি দেন 'ক্যাপ্টেন প্রভাকরন' ছবির তারকা ৷ শোক প্রকাশ করেনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দক্ষিণী তারকা বিজয় ৷
-
Extremely saddened by the passing away of Thiru Vijayakanth Ji. A legend of the Tamil film world, his charismatic performances captured the hearts of millions. As a political leader, he was deeply committed to public service, leaving a lasting impact on Tamil Nadu’s political… pic.twitter.com/di0ZUfUVWo
— Narendra Modi (@narendramodi) December 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Extremely saddened by the passing away of Thiru Vijayakanth Ji. A legend of the Tamil film world, his charismatic performances captured the hearts of millions. As a political leader, he was deeply committed to public service, leaving a lasting impact on Tamil Nadu’s political… pic.twitter.com/di0ZUfUVWo
— Narendra Modi (@narendramodi) December 28, 2023Extremely saddened by the passing away of Thiru Vijayakanth Ji. A legend of the Tamil film world, his charismatic performances captured the hearts of millions. As a political leader, he was deeply committed to public service, leaving a lasting impact on Tamil Nadu’s political… pic.twitter.com/di0ZUfUVWo
— Narendra Modi (@narendramodi) December 28, 2023
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করে বলেন, "বিজয়কান্তের আকস্মিক প্রয়াণে গভীরভাবে শোকাহত৷ তামিলনাড়ু ছবির জগতে তিনি অভিনয় দিয়ে দর্শক মনে জায়গা করে নেন ৷ রাজনৈতিক নেতা হিসাবে সর্বসাধারণের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন ৷ তাঁর শূন্যস্থান কখনও পূরণ হবে না ৷ তাঁর সঙ্গে আমার সাক্ষাৎকার আজও মনে রয়েছে ৷ তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওম শান্তি ৷"
দক্ষিণী তারকা বিজয় সোশাল মিডিয়ায় কান্নায় ভেঙে পড়েন ৷ তিনি বলেন, "আমার খারাপ লাগছে এই সময়ে আমি সশরীরী উপস্থিত থাকতে পারলাম না ৷ আমি তাঁর কাছ থেকে শিখেছি অনেক কিছু ৷ আমি সর্বসাধারণের সেবা তোমার দেখানো পথেই করে যাব ৷ ভগবান কেন ভালো মানুষদের এত তাড়াতাড়ি টেনে নেন ? আমি তাঁর আত্মার সান্তি কামনা করি ৷"
-
I have nothing to say as I feel guilty that am not there physically present after hearing the demise of one of the most noblest human beings I hav met in my life the one and only #CaptainVijaykanth anna. I learnt what is called social service from you and follow you till date and… pic.twitter.com/pMYAblLOdV
— Vishal (@VishalKOfficial) December 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I have nothing to say as I feel guilty that am not there physically present after hearing the demise of one of the most noblest human beings I hav met in my life the one and only #CaptainVijaykanth anna. I learnt what is called social service from you and follow you till date and… pic.twitter.com/pMYAblLOdV
— Vishal (@VishalKOfficial) December 28, 2023I have nothing to say as I feel guilty that am not there physically present after hearing the demise of one of the most noblest human beings I hav met in my life the one and only #CaptainVijaykanth anna. I learnt what is called social service from you and follow you till date and… pic.twitter.com/pMYAblLOdV
— Vishal (@VishalKOfficial) December 28, 2023
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, "20 নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিজয়কান্ত ৷ তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন ৷ তাঁকে ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছিল ৷ চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও 28 ডিসেম্বর সকালে প্রয়াত হয়েছেন অভিনেতা-ডিএমডিকে নেতা বিজয়কান্ত ৷" তামিলনাড়ুর রাজনৈতিক ও অভিনেতার জগতে যথেষ্ট পরিচিত নাম বিজয়কান্ত৷ তাঁর মৃত্যুতে নেমেছে শোকের ছায়া ৷
বিজয়কান্তের রাজনৈতির পরসরের দিকে নজর দিলে জানা যায়, তিনি 2011-16 তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন ৷ অন্যদিকে, তিনি দেশীয় মুরপোক্কু দ্রাভিড়া কাজহাগাম (ডিএমডিকে) দলের প্রতিষ্ঠা করেছিলেন ৷ রাজনীতিতে প্রবেশ করার আগে তিনি কেরিয়ারের অনেকটা সময় দিয়েছেন সিনেমা জগতে ৷ প্রায় 154টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ পাশাপাশি প্রযোজক-পরিচালক হিসেবেও জনপ্রিয়তা পান তামিল ফিল্ম ইন্ডাষ্ট্রিতে ৷
জানা যায়, 1952 সালের 25 অগষ্ট মাদুরাইতে জন্মগ্রহণ করেন নারায়ণন বিজয়রাজ আলাগারস্বামী ৷ ছোটবেলা থেকে সিনেমার প্রতি ভালবাসা থেকে কেরিয়ার শুরু করেন তামিল ছবির জগতে ৷ মজার বিষয় তিনি তাঁর ফিল্মি কেরিয়ারে তামিল ছবি ছাড়া আর কোনও ছবি করেননি ৷ ফলে তাঁর বেশিরভাগ ছবি তেলুগু ও হিন্দিতে ডাবড করা হয়েছে ৷ 1979 সালে এমএ কাজা পরিচালিত ইন্নিকুম ইলামাই অভিনেতার প্রথম ছবি ৷ তবে তিনি সাফল্য পান 1981 সালে সত্তম ওরু ইরুত্তারাই ছবির মধ্য দিয়ে ৷ 1991 সালে ক্যাপ্টেন প্রভাকরণ মুক্তির পর থেকে তিনি সিনেপর্দায় ক্যাপ্টেন হিসাবে পরিচিতি লাভ করেন ৷ এটি ছিল তার শততম ছবি ৷
2005 সালে তিনি পা রাখেন রাজনীতির জগতে ৷ মাদুরাইতে 14 সেপ্টেম্বর তিনি আঞ্চলিক রাজনৈতিক দল দেশীয় মুরপোক্কু দ্রাভিড়া কাজহাগাম (ডিএমডিকে) প্রতিষ্ঠার ঘোষণা করেন ৷ 2006 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তাঁর দল সবকটি জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও একটিমাত্র সিট জেতে। নিজের কেন্দ্র থেকে জয়ী হন অভিনেতা ৷ এভাবেই রাজনীতির ময়দানে যাত্রা শুরু করেন বিজয়কান্ত ৷ তাঁর মৃত্যুতে সিনে দুনিয়া ও রাজনীতির দুনিয়ায় নেমেছে শোকের ছায়া ৷
আরও পড়ুন
1. পাঠান-জওয়ান-ডাঙ্কি নিয়ে 2023 সেরা কাটল, প্রশ্নোত্তর পর্বে নিজেই জানালেন শাহরুখ
2. 'অভিনয়ে ভীষণ ভয়, নায়ক-নায়িকার পাশ দিয়ে হেঁটে চলে যেতে রাজি', ইটিভি ভারতে অকপট অনুপম
3. বলিউডে বাদশাহি কামব্যাক থেকে সানির পুনরুত্থান... ফিরে দেখা বছরের কিছু সেরা ছবি ও সিরিজ