নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: 'নারী সংরক্ষণ বিল' নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে ৷ ইতিমধ্যেই লোকসভায় পাশও হয়ে গিয়েছে এই বিলটি ৷ এরই মাঝে বৃহস্পতিবার নয়া সংসদ ভবনে হাজির হলেন অভিনেত্রী তমন্না ভাটিয়া ৷ শুধু তাই নয়, উচ্চ কণ্ঠে এই বিলটিকে স্বাগতও জানালেন তিনি ৷ অভিনেত্রী দিব্যা দত্তও বিল নিয়ে তাঁর মতামত প্রকাশ করেছেন ৷
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে তমন্না বলেন, "এই বিল সাধারণ মানুষকে রাজনীতিতে আসার ক্ষেত্রে উৎসাহ দান করবে ৷" অন্য়দিকে অভিনেত্রী দিব্যা দত্ত বলেন, "এটা একটা বড় পদক্ষেপ ৷ সত্যিই খুব ভালো লাগছে ৷ নারীদের সামনের সারিতে আনাা হচ্ছে ৷ সংসদে এই ধরনের একটি বিশেষ সেশনের সাক্ষী থাকাটা দারুণ একটি অভিজ্ঞতা ৷"
কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বৃহস্পতিবার রাজ্য়সভায় নারী সংরক্ষণ বিলটি পেশ করেন ৷ অর্জুন এদিন রাজ্যসভায় বলেন, "আজ যে সংবিধান সংশোধনী বিল আমরা পেশ করছি তার জেরে আর্টিকেল 330, আর্টিকেল 332 এবং আর্টিকেল 334-এর সঙ্গে একটি ধারা যুক্ত হবে ৷ যার জেরে এবার থেকে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলি এক তৃতীয়াংশ আসন নারীদের জন্য় সংরক্ষিত থাকবে ৷" যদিও আইন পরিষদ এবং রাজ্যসভার ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না ৷ প্রসঙ্গত, বুধবার এই বিলটি পেশ করা হয় লোকসভায় ৷ আর আজ এই বিল পেশ করা হল রাজ্যসভায় ৷
-
#WATCH | On Women's Reservation Bill, actor Tamannaah Bhatia says, "...This bill will inspire common people to join politics". pic.twitter.com/nbjAq4Aqqd
— ANI (@ANI) September 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | On Women's Reservation Bill, actor Tamannaah Bhatia says, "...This bill will inspire common people to join politics". pic.twitter.com/nbjAq4Aqqd
— ANI (@ANI) September 21, 2023#WATCH | On Women's Reservation Bill, actor Tamannaah Bhatia says, "...This bill will inspire common people to join politics". pic.twitter.com/nbjAq4Aqqd
— ANI (@ANI) September 21, 2023
আরও পড়ুন: জন্মদিনে অ্যাটলি কুমারকে শুভেচ্ছা স্ত্রী প্রিয়ার
আইনমন্ত্রী আরও জানান এর আগে 2010 সালে ইউপিএ সরকারের আমলেও রাজ্য়সভায় নারী সংরক্ষণ বিল পাশ হয়েছিল ৷ কিন্তু এই সংশোধনী বিলটি লোক সভায় পেশ করা হয়নি ৷ কেন্দ্রীয় সরকার বর্তমান বিলটির নাম দিয়েছে 'নারী শক্তিবন্ধন অধিনিয়ম' ৷ বুধবার লোকসভায় এই ঐতিহাসিক বিলটি পাশ হওয়ার পর টুইট করে সকলকে সাংসদদের ধন্য়বাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার 'নারী শক্তিবন্ধন অধিনিয়ম' বিলের স্বপক্ষে ভোট দেন 454 জন সাংসদ ৷ বিপক্ষে ভোট দেন মাত্র 2 জন ৷