হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: বিশাল ভরদ্বাজ পরিচালিত 'খুফিয়া' ছবিটি নিয়ে চর্চা চলেছে গত কয়েকদিন ধরেই ৷ নেটফ্লিক্স অরিজিনালস-এর ব্যানারে মুক্তি পেতে চলা এই ছবি তুলে ধরবে একটি রোমাঞ্চকর কাহিনি ৷ ছবিটির গল্প তৈরি হয়েছে সত্য ঘটনার ওপর ভিত্তি করে ৷ সোমবার মুক্তি পেল এই ছবির ট্রেলার ৷ ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে টাব্বু এবং আলি ফজলকে ৷
বিশালের এই ছবির কাহিনি গড়ে ওঠে গুপ্তচর সংস্থাকে (RAW) কেন্দ্র করে ৷ জানা যায় সেই সংস্থার কিছু গুপ্ত খবর বাইরে পাচার হয়ে যাচ্ছে ৷ কে করছে এই জঘন্য কাজটি? সেই চরিত্রেই দেখা যাবে আলি ফজলকে ৷ যদিও আবার তার দাবি সেও একজন দেশপ্রেমী ৷ দেশকে প্রতারণা করা তার লক্ষ্য নয় ৷ কিন্তু সে সময়ের থেকে অনেকটা এগিয়ে রয়েছে ৷ তাই বাকিরা তার পরিকল্পনা বুঝতে পারছে না ৷ ছবির গল্প অনুযায়ী, টাব্বুও এই স্পাই এজেন্সিরই অংশ ৷ তাঁর ওপর ভার রয়েছে স্পাই এজেন্সির সেই বেইমান গুপ্তচরটিকে খুঁজে বের করার যে দেশের সঙ্গে শত্রুতা করেছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
এবার কোনদিকে এগোবে কাহিনি? উত্তর মিলবে 5 অক্টোবর ৷ কারণ এই দিনেই মুক্তি পেতে চলেছে 'খুফিয়া' ৷ ছবিটি নিয়ে বলতে গিয়ে বিশাল বলেন, "স্পাই ওয়ার্ল্ডের নানান কাহিনি আমায় বারবার মুগ্ধ করেছে ৷ এই ছবিটা আমায় আরও একবার টাব্বুর মতো অসাধারণ অভিনেত্রীর সঙ্গে হাত মেলানোর সুযোগ দিয়েছে ৷ আবার একইসঙ্গে প্রতিভাবান অভিনেতা আলি ফজল আর অভিনেত্রী ওয়াসিম গাব্বির সঙ্গেও কাজের সুযোগ করে দিয়েছে ৷"
আরও পড়ুন: রণবীরের জন্মদিনে নতুন উপহার! আসছে 'অ্যানিম্যাল' ছবির টিজার
190টি দেশে মুক্তি পেতে চলেছে এই স্পাই থ্রিলার ৷ এর আগে 'হায়দার' এবং 'মকবুল' এই দু'টি ছবিতে বিশালের সঙ্গে কাজ করেছেন টাব্বু ৷ তাই এই ছবি নিয়ে দর্শকের প্রত্যাশার চাপ থাকবেই ৷ তবে সেটা কীভাবে সামলান এই জুটি সেটাই দেখার ৷