মুম্বই, 10 জুন: গত কয়েকদিন ধরেই মায়ানগরী মুম্বইয়ে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ সেখানে তিনি দেখা করেছিলেন পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে ৷ তবে ঠিক কী কারণে হঠাৎ তাঁর এই সফর তা জানাননি নায়িকা ৷ এবার মিলল আসল খবর ৷ খবর দিলেন নায়িকা নিজেই ৷ ইনস্টাগ্রামে তাঁর দু'টি ছবি এদিন শেয়ার করছেন নায়িকা ৷ সেখানে তাঁকে দেখা গিয়েছে পানীয়র সিপার গ্লাস হাতে ৷
শনিবার তাঁর এই পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, "রাত তিনটের সময় প্যাকআপ হলে আপনি কী করবেন?" স্বস্তিকা নিজেই অবশ্য় এর সমাধান দিয়েছেন আর জানিয়েছেন, বোধহয় এমন সময় নিজের মুখটাই দেখা উচিত। বোঝার চেষ্টা করা উচিত 'ডবল চিন(গালের ওপর জমে থাকা অতিরিক্ত চর্বি)' ঠিক কতটা কমল ৷ পুরোটাই যে মজা করে বলা তা বলাই বাহুল্য ৷
একইসঙ্গে সুন্দরভাবে তাঁর নতুন কাজের শ্যুটিং শেষের খবরাখবরও দিয়ে দিলেন নায়িকা ৷ যদিও এক্ষেত্রে জায়গাটা গুজরাতের সুরাট ৷ অর্থাৎ মায়ানগরীতে আর নেই তিনি ৷ তবে অভিনেত্রী জানাননি ঠিক কোন প্রজেক্টের জন্য শ্য়ুটিং করছেন তিনি ৷ বলিউডি ছবি নাকি ওয়েব সিরিজে নায়িকা কাজ করলেন তা স্পষ্ট নয়। পাশাপাশি তিনি কোনও বিজ্ঞাপণেও অভিনয় করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। প্রশ্ন অনেক হলেও উত্তরে মুখে কুলুপ দিয়েছেন নায়িকা ৷ ঠিক কোন লুকে এদিন ক্যামেরার সামনে ধরা দিলেন নায়িকা? শনিবার তাঁর পরণে ছিল স্লিভলেস টপ আর সঙ্গে চোখে ছিল সুন্দর মোটা ফ্রেমের চশমা ৷ এটাই কি তাঁর নতুন কাজের লুক তা জানারও কোনও উপায় নেই ৷
আরও পড়ুন: বাংলাদেশের পর এবার রাশিয়া, 3000 স্ক্রিনে মুক্তি পাচ্ছে 'পাঠান'
গত কয়েকবছর ধরেই বলিউড এবং টলিউডে সমানভাবে কাজ করে চলেছেন নায়িকা ৷ ইতিমধ্য়েই 'ক্রিমিনাল জাস্টিস 2'-এর মতো সিরিজে পঙ্কজ ত্রিপাঠীর পাশে তাঁর অভিনয় নজর কেড়েছে সকলের ৷ তাছাড়া ইরফান-পুত্র বাবিল খানের সঙ্গেও তিনি স্ক্রিনশেয়ার করেছেন 'কলা' ছবিতে ৷ সেই ছবিও সমালোচকদের দেদার প্রশংসাও কুড়িয়েছে ৷ একইসঙ্গে আগামীতে বাংলা ছবি 'শিবপুর'-এও দেখা যাবে তাঁকে ৷ এই ছবিতে তিনি অভিনয় করবেন একজন মহিলা মাফিয়ার চরিত্রে ৷