ETV Bharat / entertainment

Memes on Swastika Pankaj: পঙ্কজকে প্রথমে স্বস্তিকার ক্রাশ ও পরে তাঁরই ভাই বানিয়ে দিল নেটপাড়া - Memes on Swastika Pankaj

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে প্রথম স্বস্তিকা মুখোপাধ্যায়ের ক্রাশ এবং পরে তাঁরই ভাই বানিয়ে দিল নেটপাড়া ৷ স্বস্তিকার রাখি বন্ধন উপলক্ষে শেয়ার করা মিমে দেখা গেল এমনটাই (Swastika Mukherjee Shares a Meme) ৷

Swastika on Pankaj
পঙ্কজকে প্রথমে স্বস্তিকার ক্রাশ এবং পরে তাঁরই ভাই বানিয়ে দিল নেটপাড়া
author img

By

Published : Aug 11, 2022, 7:52 PM IST

কলকাতা, 11 অগস্ট: অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে প্রথম স্বস্তিকা মুখোপাধ্যায়ের ক্রাশ এবং পরে তাঁরই ভাই বানিয়ে দিল নেটপাড়া ৷ শুনে অবাক হলেন তো ? আসলে আগামীতে ওয়েব সিরিজ 'ক্রিমিনাল জাস্টিস'-এ একসঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পঙ্কজ ত্রিপাঠি ৷ আর রাখি বন্ধন উপলক্ষে এই দুই তারকাকে নিয়েই মিম তৈরি করলেন নেটিজেনরা (Swastika Mukherjee Shares a Meme)৷

আসন্ন এই সিরিজে পঙ্কজ অভিনয় করতে চলেছেন একজন আইনজীবী হিসাবে ৷ ট্রেলারে দেখা যায় নিজের সমস্যা নিয়ে তাঁর কাছেই হাজির স্বস্তিকা ৷ হাত জোড় সাহায্য় প্রার্থনা করেন পঙ্কজের কাছে ৷ ঠিক এই দৃশ্য়টিকেই মিম বানানোর জন্য় বেছে নিয়েছে নেটপাড়া ৷

মিমে দেখা যায় স্বস্তিকা যে শুধু হাত জোড় করে আছেন তা নয়, তার হাতে রয়েছে একটি রাখিও ৷ ছবিটির দুটি ভাগ রয়েছে এই দৃশ্যের নীচে লেখা রয়েছে, 'ক্রাশ যখন রাখি পড়াতে আসে ৷' ছবির নীচের অংশে দেখা যায় পঙ্কজের মুখ তাঁর মাথায় বেশ কিছু ব্রোকেন হার্টের ইমোজিও জুড়ে দিয়েছেন মিম আর্টিস্ট ৷ যা দেখে পরিষ্কারই বোঝা যায় পঙ্কজের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে স্বস্তিকাকে রাখি হাতে দেখে ৷ এই দৃশ্য়ের নীচে লেখা হয়েছে, 'আমি, যার হৃদয় এবং পকেট (ব্যাংক অ্যাকাউন্ট) দু'টোই ভাঙতে চলেছে ৷'

আরও পড়ুন: দুরন্ত সিনেমা...আমিরের 'লাল সিং চাড্ডা' দেখার আবেদন আলিয়ার

মজা করেই এই মিমটি শেয়ার করে পঙ্কজকে ট্যাগ করেছেন স্বস্তিকা এবং লিখেছেন,"শুভ রাখি বন্ধন,পঙ্কজ স্যার দেখুন...ক্রিমিনাল জাস্টিস আসছে আগামী 26 অগস্ট ৷" একইসঙ্গে মিম ক্রিয়েটার্স 'মিডিয়া ঘণ্টা'-কেও তাঁর ভালবাসা জানিয়েছেন তিনি ৷ অর্থাৎ অভিনেত্রী যে পুরো বিষয়টিকেই হাসির খোরাক হিসাবে স্পোর্টিংলি গ্রহণ করেছেন তা বলাই বাহুল্য ৷

কলকাতা, 11 অগস্ট: অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে প্রথম স্বস্তিকা মুখোপাধ্যায়ের ক্রাশ এবং পরে তাঁরই ভাই বানিয়ে দিল নেটপাড়া ৷ শুনে অবাক হলেন তো ? আসলে আগামীতে ওয়েব সিরিজ 'ক্রিমিনাল জাস্টিস'-এ একসঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পঙ্কজ ত্রিপাঠি ৷ আর রাখি বন্ধন উপলক্ষে এই দুই তারকাকে নিয়েই মিম তৈরি করলেন নেটিজেনরা (Swastika Mukherjee Shares a Meme)৷

আসন্ন এই সিরিজে পঙ্কজ অভিনয় করতে চলেছেন একজন আইনজীবী হিসাবে ৷ ট্রেলারে দেখা যায় নিজের সমস্যা নিয়ে তাঁর কাছেই হাজির স্বস্তিকা ৷ হাত জোড় সাহায্য় প্রার্থনা করেন পঙ্কজের কাছে ৷ ঠিক এই দৃশ্য়টিকেই মিম বানানোর জন্য় বেছে নিয়েছে নেটপাড়া ৷

মিমে দেখা যায় স্বস্তিকা যে শুধু হাত জোড় করে আছেন তা নয়, তার হাতে রয়েছে একটি রাখিও ৷ ছবিটির দুটি ভাগ রয়েছে এই দৃশ্যের নীচে লেখা রয়েছে, 'ক্রাশ যখন রাখি পড়াতে আসে ৷' ছবির নীচের অংশে দেখা যায় পঙ্কজের মুখ তাঁর মাথায় বেশ কিছু ব্রোকেন হার্টের ইমোজিও জুড়ে দিয়েছেন মিম আর্টিস্ট ৷ যা দেখে পরিষ্কারই বোঝা যায় পঙ্কজের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে স্বস্তিকাকে রাখি হাতে দেখে ৷ এই দৃশ্য়ের নীচে লেখা হয়েছে, 'আমি, যার হৃদয় এবং পকেট (ব্যাংক অ্যাকাউন্ট) দু'টোই ভাঙতে চলেছে ৷'

আরও পড়ুন: দুরন্ত সিনেমা...আমিরের 'লাল সিং চাড্ডা' দেখার আবেদন আলিয়ার

মজা করেই এই মিমটি শেয়ার করে পঙ্কজকে ট্যাগ করেছেন স্বস্তিকা এবং লিখেছেন,"শুভ রাখি বন্ধন,পঙ্কজ স্যার দেখুন...ক্রিমিনাল জাস্টিস আসছে আগামী 26 অগস্ট ৷" একইসঙ্গে মিম ক্রিয়েটার্স 'মিডিয়া ঘণ্টা'-কেও তাঁর ভালবাসা জানিয়েছেন তিনি ৷ অর্থাৎ অভিনেত্রী যে পুরো বিষয়টিকেই হাসির খোরাক হিসাবে স্পোর্টিংলি গ্রহণ করেছেন তা বলাই বাহুল্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.