ETV Bharat / entertainment

Swastika Mukherjee: প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, প্রচারে না-গেলেও নতুন ছবির ট্রেলার শেয়ার স্বস্তিকার - যৌন হেনস্তার অভিযোগ স্বস্তিকার

কথা রাখতে অনুরাগীদের 'শিবপুর'-এর ট্রেলার শেয়ার করলেন স্বস্তিকা মুখোপাধ্য়ায় ৷ তবে ছবির প্রযোজকের বিরুদ্ধে এর আগেই যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন তিনি ৷ আর সেই কারণেই তিনি থাকলেন না ছবির প্রচারে ৷

Swastika Shibpur Trailer
শিবপুর ছবির ট্রেলার শেয়ার করেছেন স্বস্তিকা
author img

By

Published : Jun 14, 2023, 3:08 PM IST

কলকাতা, 14 জুন: সম্প্রতি মুক্তি পেয়েছে অরিন্দম ভট্টাচার্যের নতুন ছবি 'শিবপুর'-এর ট্রেলার ৷ আর সেই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে স্বস্তিকা মুখোপাধ্যায় থাকবেন কি না, তা নিয়েই ছিল প্রশ্ন ৷ কারণ ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি ৷ মঙ্গলবার রাতেই নিয়ে এই নিয়ে মুখ খুলেছিলেন স্বস্তিকা ৷ জানিয়ে দিয়েছিলেন তাঁর সঙ্গে যৌন হেনস্তা কোনও হাসির বিষয় নয়, তাই তিনি এই অনুষ্ঠানে থাকতে চান না ৷ তবে অভিনেত্রী জানিয়েছিলেন ছবির ট্রেলার শেয়ার করবেন তিনি ৷ ঠিক সেটাই তিনি করলেন বুধবার ৷

এদিন ছবির ট্রেলার শেয়ার করে তিনি লেখেন, "আমার শিবপুর ছবির ট্রেলার ৷ 30 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ আপনার যদি ট্রেলারটা ভালোলাগে তাহলে ছবিটাও হয়তো ভালো লাগবে ৷" এবার আসা যাক স্বস্তিকার সঙ্গে নির্মাতাদের দূরত্ব প্রসঙ্গে ৷ আদতে টিজার এবং ট্রেলার মুক্তির আগেই স্বস্তিকা তাঁর দাবি বিভিন্ন সংবাদ মাধ্য়মকে জানান, তাঁর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছেন ছবির অন্য়তম প্রযোজক সন্দীপ সরকার এবং তাঁর সহযোগী রাজীব শর্মা ৷ শুধু তাই নয় তাঁর ম্য়ানেজারকেও অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন তাঁরা ৷

এরপর থেকেই স্বস্তিকা এই ছবির প্রচারে অংশ নেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ মঙ্গলবার সমস্ত সোশাল মিডিয়া মাধ্য়মে এই নিয়ে তাঁর মতামত জানিয়ে দেন স্বস্তিকা ৷ স্বস্তিকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, "অনেক সাংবাদিক গত কয়েকদিন ধরে আমায় ফোন এবং মেসেজ করছেন আমি শিবপুর ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে যাব কি না, তা জানার জন্য ৷ না আমি যাব না ৷ আমি কলকাতার বাইরে আছি তবে কলকাতায় থাকলেও আমি যেতাম না ৷ যদি কেউ আপনাদের অন্যকিছু বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলছেন ৷"

Swastika Shibpur Trailer
যৌন হেনস্থার অভিযোগ নিয়ে ফের সরব স্বস্তিকা

আরও পড়ুন: পরিস্থিতির প্যাঁচে পড়ে নাচতে হবে 'ডুগডুগি'র তালে, চরিত্র নিয়ে অকপট অনির্বাণ

তিনি আরও লেখেন, "যৌন হেনস্তা কোনও হাসির বিষয় নয় ৷ আর এর কোনও ক্ষমা নেই ৷ আর এভাবে দায় সারাও যায়না ৷ প্রযোজকরা ধরে নিতেই পারেন সব ঠান্ডা হয়ে গিয়েছে, তবে তা নয় ৷ আর কোনওদিন হবেও না ৷ কিন্তু শিবপুর আমার ছবি আর তাই ছবির ট্রেলারটা আমি আমার অনুরাগীদের জন্য় শেয়ার করব ৷" সেই কথা রেখেই আজ ছবির ট্রেলার নিয়ে সামনে এলেন স্বস্তিকা ৷

কলকাতা, 14 জুন: সম্প্রতি মুক্তি পেয়েছে অরিন্দম ভট্টাচার্যের নতুন ছবি 'শিবপুর'-এর ট্রেলার ৷ আর সেই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে স্বস্তিকা মুখোপাধ্যায় থাকবেন কি না, তা নিয়েই ছিল প্রশ্ন ৷ কারণ ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি ৷ মঙ্গলবার রাতেই নিয়ে এই নিয়ে মুখ খুলেছিলেন স্বস্তিকা ৷ জানিয়ে দিয়েছিলেন তাঁর সঙ্গে যৌন হেনস্তা কোনও হাসির বিষয় নয়, তাই তিনি এই অনুষ্ঠানে থাকতে চান না ৷ তবে অভিনেত্রী জানিয়েছিলেন ছবির ট্রেলার শেয়ার করবেন তিনি ৷ ঠিক সেটাই তিনি করলেন বুধবার ৷

এদিন ছবির ট্রেলার শেয়ার করে তিনি লেখেন, "আমার শিবপুর ছবির ট্রেলার ৷ 30 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ আপনার যদি ট্রেলারটা ভালোলাগে তাহলে ছবিটাও হয়তো ভালো লাগবে ৷" এবার আসা যাক স্বস্তিকার সঙ্গে নির্মাতাদের দূরত্ব প্রসঙ্গে ৷ আদতে টিজার এবং ট্রেলার মুক্তির আগেই স্বস্তিকা তাঁর দাবি বিভিন্ন সংবাদ মাধ্য়মকে জানান, তাঁর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছেন ছবির অন্য়তম প্রযোজক সন্দীপ সরকার এবং তাঁর সহযোগী রাজীব শর্মা ৷ শুধু তাই নয় তাঁর ম্য়ানেজারকেও অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন তাঁরা ৷

এরপর থেকেই স্বস্তিকা এই ছবির প্রচারে অংশ নেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ মঙ্গলবার সমস্ত সোশাল মিডিয়া মাধ্য়মে এই নিয়ে তাঁর মতামত জানিয়ে দেন স্বস্তিকা ৷ স্বস্তিকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, "অনেক সাংবাদিক গত কয়েকদিন ধরে আমায় ফোন এবং মেসেজ করছেন আমি শিবপুর ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে যাব কি না, তা জানার জন্য ৷ না আমি যাব না ৷ আমি কলকাতার বাইরে আছি তবে কলকাতায় থাকলেও আমি যেতাম না ৷ যদি কেউ আপনাদের অন্যকিছু বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলছেন ৷"

Swastika Shibpur Trailer
যৌন হেনস্থার অভিযোগ নিয়ে ফের সরব স্বস্তিকা

আরও পড়ুন: পরিস্থিতির প্যাঁচে পড়ে নাচতে হবে 'ডুগডুগি'র তালে, চরিত্র নিয়ে অকপট অনির্বাণ

তিনি আরও লেখেন, "যৌন হেনস্তা কোনও হাসির বিষয় নয় ৷ আর এর কোনও ক্ষমা নেই ৷ আর এভাবে দায় সারাও যায়না ৷ প্রযোজকরা ধরে নিতেই পারেন সব ঠান্ডা হয়ে গিয়েছে, তবে তা নয় ৷ আর কোনওদিন হবেও না ৷ কিন্তু শিবপুর আমার ছবি আর তাই ছবির ট্রেলারটা আমি আমার অনুরাগীদের জন্য় শেয়ার করব ৷" সেই কথা রেখেই আজ ছবির ট্রেলার নিয়ে সামনে এলেন স্বস্তিকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.