কলকাতা, 23 জুন : কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবি 'শ্রীমতি'-র একটি মজার গান (Swastika Mukherjee New Film)৷ সুস্থ সুন্দর আদর্শ শরীর বজায় রাখা কতটা কঠিন তা নিয়েই লেখা এই গানের কথা ৷ গানের ক্যাচ লাইন '36-24-36 এই নম্বরে চাই ফিগার ফিক্স' ৷ গানটি শেয়ার করে অভিনেত্রী নিজেই লিখেছিলেন, "ফিগার ঠিক রাখার সমস্ত কঠিন থেকে কঠিনতম উপায় এই গানে উপস্থিত ! সকল শ্রীমতিদের জন্য ডেডিকেট করলাম...মুখ ব্যাজার জিন্দাবাদ ৷ " কিন্তু গানটি মুক্তি পেতে না পেতেই শুরু হয়ে যায় নীতিপুলিশ আর ট্রোলারদের কটাক্ষ ৷ অনেকেই আক্রমণ করতে থাকেন খুব খারাপ ভাষায় ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
স্বস্তিকা চিরকালই অভদ্র কটাক্ষের তীব্র জবাব দিয়ে থাকেন ৷ এ বারও তিনি বিস্ফোরক জবাবে ট্রোলারের মুখ বন্ধ করেছেন ৷ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে স্বস্তিকা লিখেছেন, "আমার ছবির একটা মজার গান, তার কমেন্ট সেকশনে একটি অসভ্য লোক নোংরামি করেই চলেছে এবং তার প্রোফাইল লকড ৷ অনেক কথায় দেখছি বারবার লিখছে ‘ডুডু’। আমি যতদূর জানি মেয়েদের বুককে ইয়ারকি মেরে ‘দুদু’ বলা হয়, এসেছে ‘দুধ’ থেকে, কারণ শিশুদের জন্য আমাদের বুকের দুধের চেয়ে বেশি পুষ্টিকর খাদ্য এখনও কোনও বিজ্ঞানী বের করতে পারেননি । হ্যাঁ মেয়েদের বুক একটি সেক্সুয়াল অবজেক্ট, সবাই জানে, এই নিয়ে আলাদা চর্চার দরকার নেই, কিন্তু তাই বলে সবসময় কেবল অবজেক্টিফায়েড হয়েই যাব?..." এরপর অন্য একটি পোস্টে তিনি ফের লেখেন, "বলুন দুদু , ডুডু নয় । নোংরামো করতে গেলেও একটু শিক্ষা লাগে কাকু ।"
আরও পড়ুন : ক্রমশ স্থিতিশীল হচ্ছেন তরুণ মজুমদার
তথাকথিত ট্রোলারদের যে তাঁর বক্তব্যের মাধ্যমে সপাটে একহাত নিয়েছেন স্বস্তিকা তা আর আলাদা করে বলে দিতে হয় না ৷ রক্ষণশীল মানসিকতার বিরুদ্ধে চিরকালই সরব অভিনেত্রী ৷ এর আগেও তাঁকে শানিত ব্যঙ্গের মাধ্যমে ট্রোলিংয়ের বিপক্ষে মুখ খুলতে দেখা গিয়েছে ৷ আর এ বারও তিনি দেখিয়ে দিলেন 'নোংরা মানসিকতা'-কে চুপ করে সহ্য করার পাত্রী তিনি নন ৷