ETV Bharat / entertainment

Swara Bhasker: বিয়ের ছ'মাসেই স্পষ্ট বেবি বাম্প, মাতৃত্বের ঘোষণা করলেন বি-টাউন ডিভা - Swara Bhasker to Embrace Motherhood

আইনি বিবাহের ছয় মাসের মধ্য়েই বড় খবর দিলেন স্বরা ভাস্কর ৷ মঙ্গলবার তিনি জানালেন মা হতে চলেছেন তিনি ৷

Swara Bhasker
মাতৃত্বের ঘোষণা করলেন স্বরা
author img

By

Published : Jun 6, 2023, 12:56 PM IST

মুম্বই, 6 জুন: মা হতে চলেছেন স্বরা ভাস্কর ৷ জানুয়ারি মাসে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেত্রী ৷ এরপর আনুষ্ঠানিকভাবেও সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমদকে জীবনসঙ্গী হিসাবে বরণ করে তিনি ৷ আর এবার অনুরাগীদের আরও একটি বড় সুখবর দিলেন স্বরা ৷ মা হতে চলেছেন তিনি ৷ মঙ্গলবার ইনস্টাগ্রাম থেকে দু'টি ছবি পোস্ট করে মাতৃত্বের ঘোষণা করেছেন নায়িকা ৷

ফাহাদের সঙ্গে যে দু'টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী তাতে বেশ স্পষ্ট বেবি বাম্পের আভাস ৷ স্পষ্ট করে না বললেও তিনি লেখেন, "কোনও কোনও সময় আপনাদের সকলের সমস্ত প্রার্থনার ভগবান একসঙ্গে জবাব দেন ৷ এক নতুন জগতে পা রাখতে চলেছি আমরা যেমন উচ্ছ্বসিত, উত্তেজিত এবং কৃতজ্ঞবোধ করছি ৷ তেমনই (কীভাবে এগোতে হবে) তার কোনও সূত্রই জানা নেই ৷" স্বরাকে এদিন দেখা গিয়েছে গোলাপি রঙের পোশাকে ৷ আর অন্য়দিকে ফাহাদের হলুদ রঙের স্ট্রাইপ শার্ট ৷

কিছুদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাটও ৷ বিয়ের পরপরই তিনিও ঘোষণা করেছিলেন সন্তানের আগমনের কথা ৷ স্বরার ক্ষেত্রেও প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি চোখে পড়ল ৷ স্বরা এবং ফাহাদ প্রথম বিয়ে সারেন আইনি মতে ৷ 6 জানুয়ারি স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে একসঙ্গে পথ চলা শুরু করেছিলেন তাঁরা ৷ এরপর 16 ফেব্রুয়ারি তাঁদের বিয়ের কথা সকলকে জানান অভিনেত্রী ৷

আরও পড়ুন: চতুর্থ দিনেই সাড়া ফেলল সারা ভিকির রোম্যান্টিক রসায়ন, দেখুন 'জরা হাটকে জরা বাঁচকে'র রিপোর্ট কার্ড

তারপর অবশ্য দিল্লিতে বেশ ধুমধাম করেই রিসেপশনের আয়োজন করা হয় ৷ স্বরা-ফহাদের আলাপ সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনে পথ চলতে গিয়ে ৷ সেখান থেকেই তাঁদের সম্পর্কের ঘনিষ্ঠতা ৷ তারপর অবশেষে গত ফেব্রুয়ারিতে এক হয় চার হাত ৷ এবার আরও একটি নতুন যাত্রা শুরু করতে চলেছেন এই নব দম্পতি ৷ এই খবর সামনে আসার পর উচ্ছ্বসিত স্বরার বলিউডের বন্ধু বান্ধবরাও ৷ গুণিত মোঙ্গা, প্রিয়া মালিক, পার্বতী-সহ আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের ৷

মুম্বই, 6 জুন: মা হতে চলেছেন স্বরা ভাস্কর ৷ জানুয়ারি মাসে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেত্রী ৷ এরপর আনুষ্ঠানিকভাবেও সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমদকে জীবনসঙ্গী হিসাবে বরণ করে তিনি ৷ আর এবার অনুরাগীদের আরও একটি বড় সুখবর দিলেন স্বরা ৷ মা হতে চলেছেন তিনি ৷ মঙ্গলবার ইনস্টাগ্রাম থেকে দু'টি ছবি পোস্ট করে মাতৃত্বের ঘোষণা করেছেন নায়িকা ৷

ফাহাদের সঙ্গে যে দু'টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী তাতে বেশ স্পষ্ট বেবি বাম্পের আভাস ৷ স্পষ্ট করে না বললেও তিনি লেখেন, "কোনও কোনও সময় আপনাদের সকলের সমস্ত প্রার্থনার ভগবান একসঙ্গে জবাব দেন ৷ এক নতুন জগতে পা রাখতে চলেছি আমরা যেমন উচ্ছ্বসিত, উত্তেজিত এবং কৃতজ্ঞবোধ করছি ৷ তেমনই (কীভাবে এগোতে হবে) তার কোনও সূত্রই জানা নেই ৷" স্বরাকে এদিন দেখা গিয়েছে গোলাপি রঙের পোশাকে ৷ আর অন্য়দিকে ফাহাদের হলুদ রঙের স্ট্রাইপ শার্ট ৷

কিছুদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাটও ৷ বিয়ের পরপরই তিনিও ঘোষণা করেছিলেন সন্তানের আগমনের কথা ৷ স্বরার ক্ষেত্রেও প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি চোখে পড়ল ৷ স্বরা এবং ফাহাদ প্রথম বিয়ে সারেন আইনি মতে ৷ 6 জানুয়ারি স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে একসঙ্গে পথ চলা শুরু করেছিলেন তাঁরা ৷ এরপর 16 ফেব্রুয়ারি তাঁদের বিয়ের কথা সকলকে জানান অভিনেত্রী ৷

আরও পড়ুন: চতুর্থ দিনেই সাড়া ফেলল সারা ভিকির রোম্যান্টিক রসায়ন, দেখুন 'জরা হাটকে জরা বাঁচকে'র রিপোর্ট কার্ড

তারপর অবশ্য দিল্লিতে বেশ ধুমধাম করেই রিসেপশনের আয়োজন করা হয় ৷ স্বরা-ফহাদের আলাপ সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনে পথ চলতে গিয়ে ৷ সেখান থেকেই তাঁদের সম্পর্কের ঘনিষ্ঠতা ৷ তারপর অবশেষে গত ফেব্রুয়ারিতে এক হয় চার হাত ৷ এবার আরও একটি নতুন যাত্রা শুরু করতে চলেছেন এই নব দম্পতি ৷ এই খবর সামনে আসার পর উচ্ছ্বসিত স্বরার বলিউডের বন্ধু বান্ধবরাও ৷ গুণিত মোঙ্গা, প্রিয়া মালিক, পার্বতী-সহ আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.