হায়দরাবাদ, 20 ফেব্রুয়ারি: স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ গত 6 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ৷ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট-এর অধীনে সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা ৷ এও জানা গিয়েছে যে আগামী মার্চ মাসে রিসেপশনের আয়োজন করছেন তাঁরা ৷ এবার এএমইউতেও দাওয়াত-ই-উলেমা অর্থাৎ রিসেপশনের আয়োজন করতে চলেছেন এই তারকা দম্পতির বন্ধুরা ৷ এই নিয়েও শুরু হয়ে গিয়েছে বিতর্ক (Swara Bhasker Fahad Ahmad reception in AMU) ৷
স্বরা-ফাহাদের জন্য একটি দাওয়াতের আয়োজন করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ফয়জুল হাসান ৷ তাঁর মতে, ফাহাদ এই বিশ্ববিদ্য়ালয়েরই ছাত্র এবং তাঁদের বন্ধু ৷ আর তাই তাঁর জন্য় এটুকু আয়োজন করতে চান তাঁরা ৷ অন্যদিকে, এই ঘোষণা সামনে আসার পরেই তৈরি হয়েছে বিতর্ক ৷ আয়োজনের বিরোধিতা করেছেন বিশ্ববিদ্যালয়ের আরেক প্রাক্তন ছাত্রনেতা নাদিম আনসারি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
নাদিমের স্পষ্ট বক্তব্য, এএমইউ একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে এই ধরনের আয়জনকে মোটেই উৎসাহ দেওয়া উচিত নয় ৷ তাঁর দাবি, স্বরা এবং ফাহাদের বিবাহ ইসলামিক রীতি সিদ্ধ নয় ৷ আর ধর্ম মতে বৈধও নয় ৷ তাই এখানে এই ধরনের অনুষ্ঠান করার কোনও অর্থ নেই ৷ তাঁর আরও আশঙ্কা, এই ধরনের দাওয়াতে শাহিনবাগ এবং টুকড়ে টুকড়ে গ্যাংয়ের লোকজন হাজির হতে পারে ৷ আর ভারত বিরোধী স্লোগানও দেওয়া হতে পারে ৷ তাতে সমস্য়া জটিল হবে ৷
আরও পড়ুন:আজ বিকেলে প্রয়াত অভিনেতা নন্দমুরির শেষকৃত্য
প্রসঙ্গত, 6 জানুয়ারি তাঁদের কোর্ট ম্য়ারেজ সম্পন্ন হলেও তা এতদিন সামনে আনেননি এই তারকা দম্পতি ৷ শেষমেশ গত 16 ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিয়ের কথা জানান তাঁরা ৷ আগামী মাসে একসঙ্গে একটি রিসেপশনের আয়োজন করবেন বলেও জানিয়েছেন এই তারকা জুটি ৷ অভিনেত্রীর সঙ্গে ফাহাদের আলাপ সিএএ বিরোধী মিছিলে ৷ তারপর থেকেই শুরু হয় তাঁদের একসঙ্গে পথ চলা ৷