ETV Bharat / entertainment

Swara-Fahad Reception in AMU: এএমইউতে স্বরা-ফাহাদের দাওয়াত নিয়ে শুরু তুমুল বিতর্ক - Swara Fahad Reception in AMU

ফাহাদ-স্বরার বিয়ের পর এবার এএমইউতে দাওয়াতের আয়োজন নিয়েও শুরু হল বিতর্ক (Swara Bhasker Fahad Ahmad reception in AMU )৷ স্বরা-ফাহাদের বিয়েতে তাঁদের একদল বন্ধু এই অনুষ্ঠানের আয়োজন করতে চান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর অন্য়দল তার স্পষ্ট বিরোধী ৷ তাঁদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান করা যায় না।

Swara Fahad Reception in AMU
ফাহাদ স্বরার বিবাহের পর এবার এএমইউতে দাওয়াতের আয়োজন নিয়েও শুরু হল বিতর্ক
author img

By

Published : Feb 20, 2023, 12:46 PM IST

Updated : Feb 20, 2023, 5:16 PM IST

এএমইউতে ফাহাদ স্বরার দাওয়াতের আয়োজন নিয়েও শুরু হল বিতর্ক

হায়দরাবাদ, 20 ফেব্রুয়ারি: স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ গত 6 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ৷ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট-এর অধীনে সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা ৷ এও জানা গিয়েছে যে আগামী মার্চ মাসে রিসেপশনের আয়োজন করছেন তাঁরা ৷ এবার এএমইউতেও দাওয়াত-ই-উলেমা অর্থাৎ রিসেপশনের আয়োজন করতে চলেছেন এই তারকা দম্পতির বন্ধুরা ৷ এই নিয়েও শুরু হয়ে গিয়েছে বিতর্ক (Swara Bhasker Fahad Ahmad reception in AMU) ৷

স্বরা-ফাহাদের জন্য একটি দাওয়াতের আয়োজন করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ফয়জুল হাসান ৷ তাঁর মতে, ফাহাদ এই বিশ্ববিদ্য়ালয়েরই ছাত্র এবং তাঁদের বন্ধু ৷ আর তাই তাঁর জন্য় এটুকু আয়োজন করতে চান তাঁরা ৷ অন্যদিকে, এই ঘোষণা সামনে আসার পরেই তৈরি হয়েছে বিতর্ক ৷ আয়োজনের বিরোধিতা করেছেন বিশ্ববিদ্যালয়ের আরেক প্রাক্তন ছাত্রনেতা নাদিম আনসারি ৷

নাদিমের স্পষ্ট বক্তব্য, এএমইউ একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে এই ধরনের আয়জনকে মোটেই উৎসাহ দেওয়া উচিত নয় ৷ তাঁর দাবি, স্বরা এবং ফাহাদের বিবাহ ইসলামিক রীতি সিদ্ধ নয় ৷ আর ধর্ম মতে বৈধও নয় ৷ তাই এখানে এই ধরনের অনুষ্ঠান করার কোনও অর্থ নেই ৷ তাঁর আরও আশঙ্কা, এই ধরনের দাওয়াতে শাহিনবাগ এবং টুকড়ে টুকড়ে গ্যাংয়ের লোকজন হাজির হতে পারে ৷ আর ভারত বিরোধী স্লোগানও দেওয়া হতে পারে ৷ তাতে সমস্য়া জটিল হবে ৷
আরও পড়ুন:আজ বিকেলে প্রয়াত অভিনেতা নন্দমুরির শেষকৃত্য

প্রসঙ্গত, 6 জানুয়ারি তাঁদের কোর্ট ম্য়ারেজ সম্পন্ন হলেও তা এতদিন সামনে আনেননি এই তারকা দম্পতি ৷ শেষমেশ গত 16 ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিয়ের কথা জানান তাঁরা ৷ আগামী মাসে একসঙ্গে একটি রিসেপশনের আয়োজন করবেন বলেও জানিয়েছেন এই তারকা জুটি ৷ অভিনেত্রীর সঙ্গে ফাহাদের আলাপ সিএএ বিরোধী মিছিলে ৷ তারপর থেকেই শুরু হয় তাঁদের একসঙ্গে পথ চলা ৷

এএমইউতে ফাহাদ স্বরার দাওয়াতের আয়োজন নিয়েও শুরু হল বিতর্ক

হায়দরাবাদ, 20 ফেব্রুয়ারি: স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ গত 6 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ৷ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট-এর অধীনে সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা ৷ এও জানা গিয়েছে যে আগামী মার্চ মাসে রিসেপশনের আয়োজন করছেন তাঁরা ৷ এবার এএমইউতেও দাওয়াত-ই-উলেমা অর্থাৎ রিসেপশনের আয়োজন করতে চলেছেন এই তারকা দম্পতির বন্ধুরা ৷ এই নিয়েও শুরু হয়ে গিয়েছে বিতর্ক (Swara Bhasker Fahad Ahmad reception in AMU) ৷

স্বরা-ফাহাদের জন্য একটি দাওয়াতের আয়োজন করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ফয়জুল হাসান ৷ তাঁর মতে, ফাহাদ এই বিশ্ববিদ্য়ালয়েরই ছাত্র এবং তাঁদের বন্ধু ৷ আর তাই তাঁর জন্য় এটুকু আয়োজন করতে চান তাঁরা ৷ অন্যদিকে, এই ঘোষণা সামনে আসার পরেই তৈরি হয়েছে বিতর্ক ৷ আয়োজনের বিরোধিতা করেছেন বিশ্ববিদ্যালয়ের আরেক প্রাক্তন ছাত্রনেতা নাদিম আনসারি ৷

নাদিমের স্পষ্ট বক্তব্য, এএমইউ একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে এই ধরনের আয়জনকে মোটেই উৎসাহ দেওয়া উচিত নয় ৷ তাঁর দাবি, স্বরা এবং ফাহাদের বিবাহ ইসলামিক রীতি সিদ্ধ নয় ৷ আর ধর্ম মতে বৈধও নয় ৷ তাই এখানে এই ধরনের অনুষ্ঠান করার কোনও অর্থ নেই ৷ তাঁর আরও আশঙ্কা, এই ধরনের দাওয়াতে শাহিনবাগ এবং টুকড়ে টুকড়ে গ্যাংয়ের লোকজন হাজির হতে পারে ৷ আর ভারত বিরোধী স্লোগানও দেওয়া হতে পারে ৷ তাতে সমস্য়া জটিল হবে ৷
আরও পড়ুন:আজ বিকেলে প্রয়াত অভিনেতা নন্দমুরির শেষকৃত্য

প্রসঙ্গত, 6 জানুয়ারি তাঁদের কোর্ট ম্য়ারেজ সম্পন্ন হলেও তা এতদিন সামনে আনেননি এই তারকা দম্পতি ৷ শেষমেশ গত 16 ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিয়ের কথা জানান তাঁরা ৷ আগামী মাসে একসঙ্গে একটি রিসেপশনের আয়োজন করবেন বলেও জানিয়েছেন এই তারকা জুটি ৷ অভিনেত্রীর সঙ্গে ফাহাদের আলাপ সিএএ বিরোধী মিছিলে ৷ তারপর থেকেই শুরু হয় তাঁদের একসঙ্গে পথ চলা ৷

Last Updated : Feb 20, 2023, 5:16 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.