ETV Bharat / entertainment

Susmita Sen: 'পাঞ্জা বের করার সময় এসে গিয়েছে'- প্রকাশ্যে সুস্মিতা সেনের আরিয়া 3 - আরিয়া 3

ডিজনি প্লাস হটস্টারে চলে এসেছে সুস্মিতা সেনের 'আরিয়া 3' ৷ নতুন সিজন নিয়ে কী আশা করছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ? সে কথাই জানালেন সাংবাদিক সম্মেলনে ৷

Etv Bharat
সুস্মিতা সেনের আরিয়া 3
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 7:45 AM IST

Updated : Nov 3, 2023, 8:33 AM IST

সাংবাদিক সম্মেলনে আরিয়া 3 টিম

হায়দরাবাদ, 3 নভেম্বর: "সন্তানকে রক্ষা করার জন্য মাকে কখনও রাক্ষসও হতে হয়"-আরিয়া সিজন 3-এর ট্রেলারে নাম ভূমিকায় থাকা সুস্মিতা সেন আগেই এভাবে বার্তা দিয়েছিলেন আহত বাঘিনী কতটা ভয়ঙ্কর হতে পারেন ৷ ওটিটি প্ল্যাটফর্মে এসে গিয়েছে আরিয়া সিজন 3 ৷ তার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন সুস্মিতা-সহ সিরিজের পরিচালক রাম মাধবানি, অভিনেতা বিকাশ কুমার ও ইলা অরুণ ৷

অভিনেত্রী বলেন, "প্রচন্ড উত্তেজনা রয়েছে সিরিজটি নিয়ে ৷ আরিয়ার প্রথম দুটি সিজনকে ঘিরে দর্শকরাদারুণ ভালোবাসা দেখিয়েছেন। তাই তৃতীয় ভাগ আনা হয়েছে ৷ টেনশন হচ্ছে তার সঙ্গে একটা আনন্দও হচ্ছে ৷ আশায় আছি ৷ আসলে আমাদের কাছে এটা সত্যের পথে থাকার লড়াই ৷ এবং সেটা খুব সততার সঙ্গে বলা হয়েছে ৷"

তিনি আরও বলেন, "দর্শক 2 বছর অপেক্ষা করেছেন আরিয়ার জন্য ৷ এর থেকেই প্রমাণিত হয় দর্শক কতটা ভালোবাসেন ৷ তাই এই সিরিজ দেখার পর দর্শকদের প্রতিক্রিয়া কেমন হয়, তা জানার ইচ্ছা রয়েছে ৷"

পরিচালক রাম বলেন, "আশা করছি দর্শকদের নিরাশ করব না ৷ এখানে আরও বেশি অ্যাকশন ও ড্রামা রয়েছে ৷ ট্রেলারে দেখানো হয়েছিল কেউ আরিয়ার উপর গুলি চালিয়েছে। সেটা কে করেছে, তা তো জানতে পারবেন দর্শকরা ৷ সেখানে অবশ্য রয়েছে টুইস্ট ৷"

ইলা জানান, আরিয়ায় কাজ করতে পেরে ভীষণ ভালো লেগেছে ৷ খুব ভালোবাসা পেয়েছি দর্শকদের কাছ থেকে ৷ অন্যদিকে, পুলিশের ভূমিকায় দেখা গিয়েছিল বিকাশ কুমারকে ৷ তিনি জানান, আগেরবার যেমন দর্শক ভালোবাসা দিয়েছেন, এবারও দেবেন ৷ কারণ এবারের সিরিজ আরও রোমাঞ্চকর হতে চলেছে ৷

আরও পড়ুন: দীর্ঘদিনের প্রেম পেল পরিণতি ! ইতালিতে রূপকথার বিয়ে বরুণ-লাবণ্যর, ভাইরাল ছবি-ভিডিয়ো

অন্যদিকে, সকলেই জানেন সুস্মিতা সেনের হার্ট অ্যাটাক হওয়ার এক মাস পর মুক্তি পায় আরিয়া সিজন 3 ট্রেলার ৷ সকলেই অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন ৷ এই বিষয়ে প্রাক্তন বিশ্বসুন্দরী বলেন, "ট্রেলারে যে দৃশ্য শুট করা হয়েছিল, তা হার্ট অ্যাটাকের পর ৷ তাই রিল ও রিয়েল অনেক জায়গায় মিলে গিয়েছিল ৷ আসলে বছরে দু'বছর চেকআপ করার পরও এই ঘটনা আমার পরিবারকে চিন্তায় ফেলে দিয়েছিল ৷ এখনও অনেক কিছু করার বাকি রয়েছে ৷ এটা আমার কাছে নতুন জীবন পাওয়ার মতো ৷"

সাংবাদিক সম্মেলনে আরিয়া 3 টিম

হায়দরাবাদ, 3 নভেম্বর: "সন্তানকে রক্ষা করার জন্য মাকে কখনও রাক্ষসও হতে হয়"-আরিয়া সিজন 3-এর ট্রেলারে নাম ভূমিকায় থাকা সুস্মিতা সেন আগেই এভাবে বার্তা দিয়েছিলেন আহত বাঘিনী কতটা ভয়ঙ্কর হতে পারেন ৷ ওটিটি প্ল্যাটফর্মে এসে গিয়েছে আরিয়া সিজন 3 ৷ তার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন সুস্মিতা-সহ সিরিজের পরিচালক রাম মাধবানি, অভিনেতা বিকাশ কুমার ও ইলা অরুণ ৷

অভিনেত্রী বলেন, "প্রচন্ড উত্তেজনা রয়েছে সিরিজটি নিয়ে ৷ আরিয়ার প্রথম দুটি সিজনকে ঘিরে দর্শকরাদারুণ ভালোবাসা দেখিয়েছেন। তাই তৃতীয় ভাগ আনা হয়েছে ৷ টেনশন হচ্ছে তার সঙ্গে একটা আনন্দও হচ্ছে ৷ আশায় আছি ৷ আসলে আমাদের কাছে এটা সত্যের পথে থাকার লড়াই ৷ এবং সেটা খুব সততার সঙ্গে বলা হয়েছে ৷"

তিনি আরও বলেন, "দর্শক 2 বছর অপেক্ষা করেছেন আরিয়ার জন্য ৷ এর থেকেই প্রমাণিত হয় দর্শক কতটা ভালোবাসেন ৷ তাই এই সিরিজ দেখার পর দর্শকদের প্রতিক্রিয়া কেমন হয়, তা জানার ইচ্ছা রয়েছে ৷"

পরিচালক রাম বলেন, "আশা করছি দর্শকদের নিরাশ করব না ৷ এখানে আরও বেশি অ্যাকশন ও ড্রামা রয়েছে ৷ ট্রেলারে দেখানো হয়েছিল কেউ আরিয়ার উপর গুলি চালিয়েছে। সেটা কে করেছে, তা তো জানতে পারবেন দর্শকরা ৷ সেখানে অবশ্য রয়েছে টুইস্ট ৷"

ইলা জানান, আরিয়ায় কাজ করতে পেরে ভীষণ ভালো লেগেছে ৷ খুব ভালোবাসা পেয়েছি দর্শকদের কাছ থেকে ৷ অন্যদিকে, পুলিশের ভূমিকায় দেখা গিয়েছিল বিকাশ কুমারকে ৷ তিনি জানান, আগেরবার যেমন দর্শক ভালোবাসা দিয়েছেন, এবারও দেবেন ৷ কারণ এবারের সিরিজ আরও রোমাঞ্চকর হতে চলেছে ৷

আরও পড়ুন: দীর্ঘদিনের প্রেম পেল পরিণতি ! ইতালিতে রূপকথার বিয়ে বরুণ-লাবণ্যর, ভাইরাল ছবি-ভিডিয়ো

অন্যদিকে, সকলেই জানেন সুস্মিতা সেনের হার্ট অ্যাটাক হওয়ার এক মাস পর মুক্তি পায় আরিয়া সিজন 3 ট্রেলার ৷ সকলেই অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন ৷ এই বিষয়ে প্রাক্তন বিশ্বসুন্দরী বলেন, "ট্রেলারে যে দৃশ্য শুট করা হয়েছিল, তা হার্ট অ্যাটাকের পর ৷ তাই রিল ও রিয়েল অনেক জায়গায় মিলে গিয়েছিল ৷ আসলে বছরে দু'বছর চেকআপ করার পরও এই ঘটনা আমার পরিবারকে চিন্তায় ফেলে দিয়েছিল ৷ এখনও অনেক কিছু করার বাকি রয়েছে ৷ এটা আমার কাছে নতুন জীবন পাওয়ার মতো ৷"

Last Updated : Nov 3, 2023, 8:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.