নয়াদিল্লি, 14 জানুয়ারি: রাধিকা আপ্তের পর বিমান পরিষেবার অব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন 'নাগিন' খ্যাত টেলিভিশন তারকা সুরভি চন্দা ৷ সোশাল মিডিয়ায় মুম্বই বিমান বন্দরে ভিস্তারা এয়ার লাইনের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ করেছেন ছোটপর্দার অভিনেত্রী ৷
শনিবার সোশাল মিডিয়ায় ভিস্তারার বিরুদ্ধে নিজের হতাশা ও রাগের বহিঃপ্রকাশ করেছেন অভিনেত্রী ৷ লাগেজ হারানোর পাশাপাশি ভিস্তারা সংস্থার কর্মীদের খারাপ ব্যবহার নিয়ে সরব অভিনেত্রী ৷ তিনি লেখেন, "দ্য ওয়ার্স্ট এয়ারলাইন অ্যাওয়ার্ড দেওয়া হল এয়ারভিস্তারাকে ৷ আমার এখটা মূল্যবান ব্যাগ পাইনি, কারণ তারাই ভালো বলতে পারবে ৷ কর্মীরা সারাটা দিন আমার নষ্ট করেছে ৷ তারপরেও এখনও পর্যন্ত বলতে পারল না, আমার ব্যাগটা মুম্বই বিমানবন্দরে পৌঁছেছে কি পৌঁছয়নি ৷ মিথ্যা প্রতিশ্রুতি অযোগ্য কর্মীদের ৷ এই বিমান পরিষেবা নেওয়ার আগে 100 বার বিবেচনা করা উচিত ৷"
-
Hi Ms. Chandna, we are having this checked. Please be assured we will have this addressed on priority. Thanks - Gauri
— Vistara (@airvistara) January 13, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hi Ms. Chandna, we are having this checked. Please be assured we will have this addressed on priority. Thanks - Gauri
— Vistara (@airvistara) January 13, 2024Hi Ms. Chandna, we are having this checked. Please be assured we will have this addressed on priority. Thanks - Gauri
— Vistara (@airvistara) January 13, 2024
তিনি আরও লেখেন, "দীপিকা পাওয়ার মুম্বই বিমানবন্দরে এই সংস্থার গ্রাউন্ড স্টাফ ৷ তাঁর ব্যবহার হতাশাজনক ৷ প্রচন্ড দুর্ব্যবহার করেছেন তিনি ৷ আমার ব্যাগ সম্পর্কে জানতে চাইলে, তিনি খারাপ ভাবে বলেন, 'আমরা জানি না, কখন আসবে আপনার ব্যাগ ৷ আমরা এই বিষয়ে দায়বদ্ধ নই ৷' ব্যাগের ডেলিভারির বিষয়ে জানতে চাইলে বলেন, 'ডেলিভারির কাজ যিনি করেন তিনি নেই ৷ আমিও থাকব না ৷ আপনি নিজের ব্যাগ নিজে নিয়ে যান'৷"
এরপর ভিস্তারার তরফ থেকে অভিনেত্রীকে উত্তর দেওয়া হয় ৷ বলা হয়, "আপনার এই সমস্যা খতিয়ে দেখা হচ্ছে ৷ আপনার ব্যাগ সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়া হবে ৷" উল্লেখ্য, শনিবার অভিনেত্রী রাধিকা আপ্তেও বিমান পরিষেবার অব্যবস্থা নিয়ে সোশাল মিডিয়ায় ভিডিয়ো দিয়েছিলেন ৷ তিনি অভিযোগ করে লেখেন, "সকাল 8.30টায় আমার ফ্লাইট ছিল৷ কিন্তু 10.50 হয়ে গিয়েছে কিন্তু ফ্লাইট ছাড়েনি ৷ এরপর কর্মীদের তরফে জানানো হয় বোর্ডিংয়ের কাজ শুরু হয়েছে ৷ এরপর অ্যারোব্রিজে আমাদের আটকে রাখা হয় ৷"
তিনি ভিডিয়ো আপলোড করে লেখেন, " কেউ বলতে পারছেন না কতক্ষণ এইভাবে আটকে থাকতে হবে ৷ মহিলা কর্মীরারা বলেই যাচ্ছেন কোনও সমস্যা নেই, কোনও রকম দেরি হচ্ছে না, কিন্তু 12টা পর্যন্ত এইভাবে আটকে থাকা ৷ কোনও রকম জলের ব্যবস্থা নেই, বাথরুমের ব্যবস্থা নেই ৷ ধন্যবাদ মজাদার জার্নি উপহার দেওয়ার জন্য ৷" উল্লেখ্য, এই ধরনের সমস্যার সম্মুখীন হন টলিউড অভিনেত্রী তৃণা সাহাও ৷ তিনি সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন স্পাইসজেট সংস্থার পরিষেবার বিরুদ্ধে ৷
আরও পড়ুন:
1. বিমান বিভ্রাটে নষ্ট পাঁচ ঘণ্টা! স্পাইসজেটের পরিষেবায় ক্ষোভ উগরে দিলেন 'খড়কুটো' অভিনেত্রী
2. দেখতে অনেকটা হৃতিকের মতো, হাতে হাত রেখে মুম্বইয়ের রাস্তায় কার সঙ্গে কঙ্গনা!
3. আমির-কন্যার রিসেপশনে তারকার মেলা, সেজেগুজে কেমন লাগছিল সেলেবদের; দেখুন ভিডিয়োয়