ETV Bharat / entertainment

Jailer on OTT Platform: 'জওয়ান' মুক্তির দিন বড় চমক ! 7 সেপ্টেম্বর ওটিটি-তে রজনীকান্তের 'জেলার' - ওটিটি প্ল্যাটফর্ম

বড় পর্দায় বড় সাফল্য পেয়েছে নেলসন দিলীপকুমারের 'জেলার' ৷ রজনীকান্ত অভিনীত এই ছবি এবার আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ জওয়ান মুক্তির দিনেই ওটিটি-তে আসছে 'জেলার' ৷

Jailer on OTT Platform
7 সেপ্টেম্বর ওটিটি-তে রজনীকান্তের 'জেলার'
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 8:57 PM IST

Updated : Sep 2, 2023, 10:59 PM IST

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: বক্সঅফিসে 'ধুম মাচানো'র পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে রজনীকান্তের 'জেলার' ৷ 10 অগস্ট ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পেয়েছে 'জেলার' ৷ নেলসন দিলীপকুমার পরিচালিত ও সান পিকচার্স প্রযোজিত 'জেলার' 600 কোটির ঘরে পৌঁছে গিয়েছে অনেক আগেই ৷ এবার সুপার সাকসেসফুল এই ছবি আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ 'জওয়ান' মুক্তির দিন অর্থাৎ 7 সেপ্টেম্বর ওটিটি-তে আসছে 'জেলার' ৷

'জেলার' প্রসঙ্গে পরিচালক এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, ছবির দুনিয়ায় আলোড়ন তৈরি করেছে এই ছবি ৷ 'জেলার' শুধু একটা বিনোদনমূলক ছবি নয়, এর ভিতরে লুকিয়ে রয়েছে অনেক ইমোশন ৷ লুকিয়ে রয়েছে ন্যায় ও পরিবারের মধ্যে অটুট বন্ধনের গল্প ৷ ফলে ছবিটি শুধুমাত্র অ্যাকশন-ড্রামা হিসাবে দর্শকদের মন জয় করেনি, ছবিতে উঠে আসা বাবা-ছেলের গল্প, ন্যায়-অন্যায়ের গল্পও দর্শকদের ভাবিয়েছে ৷ এরপরেই পরিচালক জানান, ভালো লাগছে ছবিটা অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছে ৷ অ্যামাজন প্রাইম ভিডিয়োতে এই ছবিটা আসবে ৷ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ও হিন্দি ভাষায় ছবিটি ওটিটি-তে আসবে ৷

ছবির চিত্রনাট্য উঠে এসেছে একজন অবসরপ্রাপ্ত 'জেলার'-এর জীবনকে কেন্দ্র করে ৷ টাইগার মুথুভেল পাণ্ডিয়াম অর্থাৎ জেলার-এর চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন থালাইভা রজনীকান্ত ৷ তাঁর ছেলেও একজন পুলিশ অফিসার ৷ মূর্তি পাচারকারী চক্রকে ধরতে গিয়ে মারা যান তাঁর ছেলে ৷ তারপরেই গল্পের পরতে পরতে আসতে থাকে টুইস্ট ৷ ফ্ল্যাশব্যাকে আসে রজনীকান্ত তথা টাইগারের অতীত জীবন ৷ ঠিক-বেঠিকের মাঝখানে একদিকে বাবা অন্যদিকে জেলার ৷ কোন ভূমিকা কোন পথে চালিত হবে তা এই ছবি দেখলেই জানা যাবে ৷

আরও পড়ুন: 'জেলার' সাফল্যের রেশ ! 100 কোটি টাকার সঙ্গে গাড়ি উপহার রজনীকান্তকে

সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মরণ, থালাইভা রজনীকান্তকে একটি 100 কোটি টাকার চেক দিয়েছেন ৷ এই টাকাটা 'জেলার' ছবির অতিরিক্ত যে আয় হয়েছে, তার থেকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি সুপারস্টারের হাতে তুলে দিয়েছেন ব্রান্ড নিউ বিএমডব্লিউ-গাড়ির চাবি ৷ 31 অগস্ট রাতে বিএমডব্লিউ এক্স সেভেন গাড়ির চাবি তুলে দেওয়া হয় রজনীকান্তের হাতে ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: বক্সঅফিসে 'ধুম মাচানো'র পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে রজনীকান্তের 'জেলার' ৷ 10 অগস্ট ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পেয়েছে 'জেলার' ৷ নেলসন দিলীপকুমার পরিচালিত ও সান পিকচার্স প্রযোজিত 'জেলার' 600 কোটির ঘরে পৌঁছে গিয়েছে অনেক আগেই ৷ এবার সুপার সাকসেসফুল এই ছবি আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ 'জওয়ান' মুক্তির দিন অর্থাৎ 7 সেপ্টেম্বর ওটিটি-তে আসছে 'জেলার' ৷

'জেলার' প্রসঙ্গে পরিচালক এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, ছবির দুনিয়ায় আলোড়ন তৈরি করেছে এই ছবি ৷ 'জেলার' শুধু একটা বিনোদনমূলক ছবি নয়, এর ভিতরে লুকিয়ে রয়েছে অনেক ইমোশন ৷ লুকিয়ে রয়েছে ন্যায় ও পরিবারের মধ্যে অটুট বন্ধনের গল্প ৷ ফলে ছবিটি শুধুমাত্র অ্যাকশন-ড্রামা হিসাবে দর্শকদের মন জয় করেনি, ছবিতে উঠে আসা বাবা-ছেলের গল্প, ন্যায়-অন্যায়ের গল্পও দর্শকদের ভাবিয়েছে ৷ এরপরেই পরিচালক জানান, ভালো লাগছে ছবিটা অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছে ৷ অ্যামাজন প্রাইম ভিডিয়োতে এই ছবিটা আসবে ৷ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ও হিন্দি ভাষায় ছবিটি ওটিটি-তে আসবে ৷

ছবির চিত্রনাট্য উঠে এসেছে একজন অবসরপ্রাপ্ত 'জেলার'-এর জীবনকে কেন্দ্র করে ৷ টাইগার মুথুভেল পাণ্ডিয়াম অর্থাৎ জেলার-এর চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন থালাইভা রজনীকান্ত ৷ তাঁর ছেলেও একজন পুলিশ অফিসার ৷ মূর্তি পাচারকারী চক্রকে ধরতে গিয়ে মারা যান তাঁর ছেলে ৷ তারপরেই গল্পের পরতে পরতে আসতে থাকে টুইস্ট ৷ ফ্ল্যাশব্যাকে আসে রজনীকান্ত তথা টাইগারের অতীত জীবন ৷ ঠিক-বেঠিকের মাঝখানে একদিকে বাবা অন্যদিকে জেলার ৷ কোন ভূমিকা কোন পথে চালিত হবে তা এই ছবি দেখলেই জানা যাবে ৷

আরও পড়ুন: 'জেলার' সাফল্যের রেশ ! 100 কোটি টাকার সঙ্গে গাড়ি উপহার রজনীকান্তকে

সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মরণ, থালাইভা রজনীকান্তকে একটি 100 কোটি টাকার চেক দিয়েছেন ৷ এই টাকাটা 'জেলার' ছবির অতিরিক্ত যে আয় হয়েছে, তার থেকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি সুপারস্টারের হাতে তুলে দিয়েছেন ব্রান্ড নিউ বিএমডব্লিউ-গাড়ির চাবি ৷ 31 অগস্ট রাতে বিএমডব্লিউ এক্স সেভেন গাড়ির চাবি তুলে দেওয়া হয় রজনীকান্তের হাতে ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

Last Updated : Sep 2, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.