ETV Bharat / entertainment

Sunny Son Karan Gets Married: দীর্ঘদিনের বান্ধবী দৃশার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সানি-পুত্র করণ - করণ দিশার বিয়ে

সাত পাকে বাঁধা পড়লেন সানি পুত্র করণ দেওল ৷ রবিবার মুম্বইয়ের তাজে বসেছিল বিয়ের আসর ৷ ভাইরাল বিয়ের ছবি ৷

Sunny Son Karan Gets Married
করণ-দিশার বিয়ে
author img

By

Published : Jun 18, 2023, 10:52 PM IST

মুম্বই, 18 জুন: সাত পাকে বাঁধা পড়লেন সানি দেওল-পুত্র করণ দেওল ৷ দীর্ঘদিনের বান্ধবী দৃশা আচার্য-র সঙ্গে সারাজীবন পথ চলার অঙ্গীকারে আবদ্ধ হলেন করণ ৷ রবিবার তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি ৷ নবদম্পতিকে শুভেচ্ছা নেটিজেনদের ৷

বিয়ের জন্য বর অর্থাৎ করণ ও পরিবার উপস্থিত হন মুম্বইয়ের তাজ ল্যান্ডস হোটেলে ৷ সেখানেই ঘোড়ায় চড়ে পাগড়ি বেঁধে বিয়ে করতে পৌঁছন করণ ৷ তাঁকে সঙ্গে করে নিয়ে আসেন বাবা সানি দেওল ৷ ঘোড়া থেকে নেমে এরপর বাবা-ছেলেকে ব্যান্ডের তালে নাচতেও দেখা গিয়েছে ৷ বিয়ের সাজ হিসাবে এই দিন করণ পরেছিলেন অফ হোয়াইট রঙের শেরওয়ানি ৷ গলায় মুক্তোর লম্বা হার ৷ মাথায় ম্যাচিং পাগড়ি ৷

অন্যদিকে, নববধূ দিশার বিয়ের ট্রাডিশনাল সাজ ছিল দেখার মতো ৷ লাল রঙের লেহেঙ্গা পরেছিলেন তিনি ৷ গলায় চোকার, মাথায় টিকলি, হাতে অল্প সংখ্যক চুড়ি ৷ কানে ঝুমকা ৷ খুব সাধারণ সাজ হলেও মিষ্টি লাগছিল দৃশাকে ৷

ছেলের বিয়ে বলে কথা, তাই বাবা সানির সাজ ছিলও ছিমছাম অথচ স্টাইলিশ ৷ সানি পরেছিলেন অফ হোয়াইট রঙের কুর্তা, সঙ্গে হালকা সবুজ রঙের লম্বা কোট, মাথায় লাল রঙের পাগড়ি ৷ ভাইরাল হয়েছে নাতির বিয়েতে ঠাকুরদা অর্থাৎ ধর্মেন্দ্র-র নাচও ৷ ঢোলের তালে ধমেন্দ্র-র এই বয়সে নাচ মন জয় করেছে অনুরাগীদের ৷

রবিবার সন্ধ্যায় জমকালো রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে যেখানে পরিবার, আত্মীয়স্বজনের পাশাপাশি উপস্থিত থাকবেন বলিউড ইন্ডাস্ট্রির তারকারাও ৷ প্রসঙ্গত, করণ-দিশা দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন ৷ দিশা একজন ফ্যাশন ডিজাইনার ৷ দৃশা প্রখ্যাত পরিচালক বিমল রায়ের নাতনি ৷ রিঙ্কি ভট্টাচার্য ও পরিচালক বাসু ভট্টাচার্য-র মেয়ে দিশা ৷

আরও পড়ুন: বিয়ে করতে চান কঙ্গনা, কবে সেটাও জানালেন অভিনেত্রী

বাবা সানি দেওলের মতোই করণ-ও কেরিয়ার হিসাবে বেছে নিয়েছেন অভিনয়কে ৷ 2019 সালে সানি দেওল পরিচালিত 'পল পল দিল কে পাস' ছবি দিয়ে বিটাউনে আত্মপ্রকাশ ঘটেছিল করণ দেওলের ৷

মুম্বই, 18 জুন: সাত পাকে বাঁধা পড়লেন সানি দেওল-পুত্র করণ দেওল ৷ দীর্ঘদিনের বান্ধবী দৃশা আচার্য-র সঙ্গে সারাজীবন পথ চলার অঙ্গীকারে আবদ্ধ হলেন করণ ৷ রবিবার তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি ৷ নবদম্পতিকে শুভেচ্ছা নেটিজেনদের ৷

বিয়ের জন্য বর অর্থাৎ করণ ও পরিবার উপস্থিত হন মুম্বইয়ের তাজ ল্যান্ডস হোটেলে ৷ সেখানেই ঘোড়ায় চড়ে পাগড়ি বেঁধে বিয়ে করতে পৌঁছন করণ ৷ তাঁকে সঙ্গে করে নিয়ে আসেন বাবা সানি দেওল ৷ ঘোড়া থেকে নেমে এরপর বাবা-ছেলেকে ব্যান্ডের তালে নাচতেও দেখা গিয়েছে ৷ বিয়ের সাজ হিসাবে এই দিন করণ পরেছিলেন অফ হোয়াইট রঙের শেরওয়ানি ৷ গলায় মুক্তোর লম্বা হার ৷ মাথায় ম্যাচিং পাগড়ি ৷

অন্যদিকে, নববধূ দিশার বিয়ের ট্রাডিশনাল সাজ ছিল দেখার মতো ৷ লাল রঙের লেহেঙ্গা পরেছিলেন তিনি ৷ গলায় চোকার, মাথায় টিকলি, হাতে অল্প সংখ্যক চুড়ি ৷ কানে ঝুমকা ৷ খুব সাধারণ সাজ হলেও মিষ্টি লাগছিল দৃশাকে ৷

ছেলের বিয়ে বলে কথা, তাই বাবা সানির সাজ ছিলও ছিমছাম অথচ স্টাইলিশ ৷ সানি পরেছিলেন অফ হোয়াইট রঙের কুর্তা, সঙ্গে হালকা সবুজ রঙের লম্বা কোট, মাথায় লাল রঙের পাগড়ি ৷ ভাইরাল হয়েছে নাতির বিয়েতে ঠাকুরদা অর্থাৎ ধর্মেন্দ্র-র নাচও ৷ ঢোলের তালে ধমেন্দ্র-র এই বয়সে নাচ মন জয় করেছে অনুরাগীদের ৷

রবিবার সন্ধ্যায় জমকালো রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে যেখানে পরিবার, আত্মীয়স্বজনের পাশাপাশি উপস্থিত থাকবেন বলিউড ইন্ডাস্ট্রির তারকারাও ৷ প্রসঙ্গত, করণ-দিশা দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন ৷ দিশা একজন ফ্যাশন ডিজাইনার ৷ দৃশা প্রখ্যাত পরিচালক বিমল রায়ের নাতনি ৷ রিঙ্কি ভট্টাচার্য ও পরিচালক বাসু ভট্টাচার্য-র মেয়ে দিশা ৷

আরও পড়ুন: বিয়ে করতে চান কঙ্গনা, কবে সেটাও জানালেন অভিনেত্রী

বাবা সানি দেওলের মতোই করণ-ও কেরিয়ার হিসাবে বেছে নিয়েছেন অভিনয়কে ৷ 2019 সালে সানি দেওল পরিচালিত 'পল পল দিল কে পাস' ছবি দিয়ে বিটাউনে আত্মপ্রকাশ ঘটেছিল করণ দেওলের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.